shubman-gill-t-shirt-controversy

সদ্যই ভারতীয় টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। সবে দু’টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন টিম ইন্ডিয়াকে। কিন্তু এরমধ্যেই পোশাক নিয়ে একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন তাঁকে দেখা গিয়েছিলো কালো মোজা পরে মাঠে নামতে। আইসিসি’র ‘ক্লোদিং অ্যান্ড ইক্যুপমেন্টস’ নির্দেশিকার ১৯.৪৫ ধারা অনুযায়ী টেস্ট ম্যাচে কেবলমাত্র সাদা, ক্রিম বা ছাই রঙের মোজা ব্যবহার করা যায়। ওয়ান ডে ম্যাচের ক্ষেত্রে ট্রাউজার্সের রঙের মোজা ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র রয়েছে। কিন্তু কালো মোজা ব্যবহার করে নিয়ম ভেঙেছিলেন ভারত অধিনায়ক। ম্যাচ রেফারির রিপোর্টে ঘটনার উল্লেখ থাকলে শাস্তিও পেতে পারতেন তিনি। যদিও শেষমেশ তা হয় নি। তবে সেই বিতর্কের রেশ মিলিয়ে যাওয়ার আগেই টি-শার্ট নিয়ে নতুন করে সমস্যায় শুভমান (Shubman Gill)।

Read More: “জামাই আদর চায় ও…” তারকা ক্রিকেটার’কে কটাক্ষ গম্ভীরের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হেড কোচের মন্তব্য !!

স্পন্সরশিপ সংক্রান্ত জটিলতায় শুভমান-

Shubman Gill Was Wearing Nike Shirt | Image: Twitter
Shubman Gill Was Wearing Nike Shirt | Image: Twitter

২০২৩-এ জার্মান ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের সাথে চুক্তিবদ্ধ হয়েছে বিসিসিআই। ২০২৮ সাল অবধি পুরুষ, নারী ও অন্যান্য বয়সভিত্তিক স্কোয়াডেরও যাবতীয় পোশাক সরঞ্জাম সরবরাহের দায়িত্ব নিয়েছে তারা। সূত্রের খবর যে এর জন্য ম্যাচ প্রতি ৭৫ লক্ষ টাকা করে বিসিসিআই-কে দিচ্ছে অ্যাডিডাস। মোট চুক্তির অঙ্কটা ২৫০ বা ৩০০ কোটিও হতে পারে বলে মনে করছে বাণিজ্য বিশেষজ্ঞরা। কিন্তু এজবাস্টন টেস্টের একটি ঘটনা সেই চুক্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে বলে মনে করছে ক্রিকেটজনতা। দ্বিতীয় ইনিংসের ৮৩তম ওভারে ডিক্লেয়ার করে ভারত। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে ড্রেসিংরুম থেকে ফিরে আসার নির্দেশ দেন শুভমান গিল (Shubman Gill)। তখনই সকলের নজর কেড়ে নেয় তাঁর টি-শার্ট’টি। অ্যাডিডাস নয়, বরং তাদের প্রতিদ্বন্দ্বী নাইকির টি-শার্ট পরেছিলেন ভারত অধিনায়ক।

নাইকি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর শুভমান গিল (Shubman Gill)। মার্কিন স্পোর্টস ব্র্যান্ডের থেকে বিপুল অর্থ পান তরুণ তারকা। কিন্তু ভারতীয় দলের হয়ে খেলার সময় ব্যক্তিগত স্পন্সরের প্রচার তিনি আদৌ করতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে ইতিমধ্যে। শুভমানের (Shubman Gill) বেহিসেবী কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে  ভারতের স্পন্সরশিপ চুক্তিও, আশঙ্কা করছেন অনেকে। বিষয়টি বিসিসিআই যে ভালো চোখে দেখবে না তা বলাই বাহুল্য। ইংল্যান্ড সিরিজের মাঝপথে শুভমানের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে এখন তাকিয়ে সকলে। ভর্ৎসনা, জরিমানা থেকে নির্বাসন-সব রকমের শাস্তির কথাই ভাসছে সোশ্যাল মিডিয়ায়। আগামী ১০ তারিখ থেকে লর্ডসে রয়েছে পরবর্তী টেস্ট ম্যাচ। যদি কোনো কারণে সত্যিই শুভমান মাঠে নামতে না পারেন তাহলে দলের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ (Rishabh Pant)।

স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

চলতি সিরিজ শুরুর আগে ইংল্যান্ডে শুভমান গিলের (Shubman Gill) ব্যাটিং গড় ছিলো ১৪.৬৬। ৩ টেস্টে মাত্র ৮৮ রান করেছিলেন তিনি। কোহলি-রোহিতের শূন্যতা ঢেকে আদৌ তিনি সাফল্য পাবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞদের অনেকেই। তাঁদের সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন নয়া অধিনায়ক। লিডসে ভারত হারলেও অনবদ্য শতরান করে নজর কেড়েছিলেন ফাজিলকার তরুণ। সেই পারফর্ম্যান্সকে ছাপিয়ে গেলেন এজবাস্টনে। প্রথম ইনিংসে করেন ২৬৯ রান। প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে দ্বিশতকের নজির গড়েন তিনি। সুনীল গাওস্করকে পিছনে ফেলে ভারতীয় হিসেবে ইংল্যান্ডে এক ইনিংসে সর্বোচ্চ রান করারও নজির গড়েন তিনি। জ্বলে ওঠেন দ্বিতীয় ইনিংসেও। করেন ১৬১। সঙ্গত কারণেই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন শুভমানই।

Also Read: TOP 3: কোনো ভাবেই ‘ক্যাপ্টেন কুল’ নন MS ধোনি, তিন মুহূর্ত যখন ক্ষোভে ফেটে পড়েছিলেন কিংবদন্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *