নবতম তারা হিসেবে ভারতীয় ক্রিকেটের আকাশে জায়গা করে নিয়েছেন শুভমান গিল (Shubman Gill)। পাঞ্জাবের বছর ২৩-এর ওপেনারের ব্যাটের জাদুতে মুগ্ধ আট থেকে আশি। এর মধ্যেই তাঁকে শচীন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মত সর্বকালের সেরাদের পাশে বসাতে উঠেপড়ে লেগেছেন অনেকেই। একের পর এক রেকর্ড গড়ছেন শুভমান (Shubman Gill)। গত বছর উইন্ডিজ সফর থেকে ধারাবাহিক রানের মধ্যে রয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে করেছিলেন প্রথম টেস্ট শতক। এরপর শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের খেলায় জাত চেনান তিনি। শতরানের পাশাপাশি করেন একদিনের ক্রিকেটে দ্বিশতরানও। এছাড়াও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনো ভারতীয়ের খেলা সর্বোচ্চ রানের ইনিংসের মালিকও হন তিনি। আইপিএলে নিজের আগুনে ফর্ম ধরে রেখে ৮৯০ রান করেন শুভমান। জেতেন সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা টুপি।
মাঠের পারফর্ম্যান্সের পাশাপাশি শুভমানের (Shubman Gill) ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনার অন্ত নেই। গুঞ্জন রটেছিলো যে শচীন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সাথে সম্পর্ক রয়েছে শুভমানের। বিস্তর আলোচনা হয়েছে এই নিয়ে। এমনকি বলিউড নায়িক সারা আলি খানের সাথেও প্রেমের গুঞ্জন চলেছে শুভমানকে ঘিরে। তরুণ ওপেনার অবশ্য এই নিয়ে কোনো মন্তব্য করেন নি সংবাদমাধ্যমের সামনে।। ফোকাস রেখেছেন নিজের খেলায়। আইপিএল মাতিয়ে এখন তিনি রয়েছেন ইংল্যান্ডে। জাতীয় দলের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে অস্ট্রেলিয়ার মোকাবিলা করতে চলেছেন তিনি। আচমকাই সোশ্যাল মিডিয়ার ফোকাস শুভমান থেকে ঘুরে গিয়েছে বেশ খানিকটা। এসে পড়েছে তাঁর দিদি শাহনীলের (Shahneel Gill) ওপর। ঘটনাচক্রে শুভমানের দিদির সঙ্গে জড়িয়ে গিয়েছেন আরেক তরুণ ক্রিকেটার-রিঙ্কু সিং (Rinku Singh)।
Read More: সারা তেন্ডুলকর অতীত, লন্ডনে শুভমান গিল ‘ডেটে’ গেলেন সোশ্যাল মিডিয়া তারকার সাথে !!
এবারের IPL-এ অনবদ্য খেলেছেন রিঙ্কু সিং-

এবারের আইপিএলকে রাঙিয়ে দিয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। উত্তরপ্রদেশের আলিগড় জেলার দরিদ্র পরিবার থেকে উঠে আসা রিঙ্কু কলকাতা নাইট রাইডার্সের বেগুনি-সোনালী জার্সির ঔজ্জ্বল্য বজায় রাখলেন একাই। আন্দ্রে রাসেল, নীতিশ রানারা বিশেষ সুবিধা করতে না পারলেও বারবার জ্বলে উঠতে দেখা গেলো রিঙ্কুর (Rinku Singh) ব্যাট। গুজরাত টাইটান্সের (GT) বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচ ছয় মেরে অবিশ্বাস্য ম্যাচ জেতান তিনি। পাঞ্জাবের বিরুদ্ধেও শেষ বলে চার হাঁকিয়ে এনে দেন দুই পয়েন্ট। সানরাইজার্সের বিরুদ্ধে জয়েও রিঙ্কুর অবদান বিশাল। এমনকি শেষ ম্যাচেও তাঁর ৩৩ বলে অপরাজিত ৬৭-র বদান্যতাতেই লজ্জাজনক হার এড়াতে পেরেছিলো নাইট বাহিনী। শেষমেশ হারে মাত্র ১ রানে।
টুর্নামেন্টে ১৪ ম্যাচে প্রায় ৬০ ব্যাটিং গড় নিয়ে ৪৭৪ রান করেছেন তিনি। আসমুদ্র হিমাচল মেতে উঠেছিলো তাঁর ব্যাটিং। নাইট রাইডার্স (KKR) দলের মালিক বলিউড বাদশাহ শাহরুখ খানকেও (Shahrukh Khan) মোহিত করেছেন রিঙ্কু। তাঁর অবিশ্বাস্য ব্যাটিং দেখে ‘কিং খান’ ট্যুইটে লেখেন, “ঝুমে যো রিঙ্কু…।” আলিগড়ের ক্রিকেটারকে নিজের ছেলে বলে সম্বোধন করেন তিনি। কেবল ট্যুইটবার্তায় নয়, মুখোমুখি সাক্ষাতেও তাঁর সাথে উদযাপনে মাততে দেখা গিয়েছিলো শাহরুখকে। ভিডিও ক্যামেরার সামনেই অঙ্গীকার করেন যে রিঙ্কুর (Rinku Singh) বিয়েতে তিনি নিজে নেচে গেয়ে উৎসবে সামিল হবেন।
রিঙ্কু’র মধ্যেই ‘নায়ক’ খুঁজে পেলেন শাহনীল-

আইপিএলে তাঁর অনবদ্য পারফর্ম্যান্সের ফলে জাতীয় দলের আলোচনায় জায়গা করে নিয়েছেন ২৪ বর্ষীয় রিঙ্কু (Rinku Singh)। শোনা যাচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ বা আফগানিস্তান সিরিজে ভারতের জার্সিতে দেখা যেতে পারে তাঁকে। মহেন্দ্র সিং ধোনি অবসর নেওয়ার পর একজন ধারাবাহিকতা সম্পন্ন ফিনিশারের অভাব দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটে। ধোনির (MS Dhoni) স্থলাভিষিক্ত হতে পারেন রিঙ্কু। আলিগড়ের ক্রিকেটের অবশ্য এখন নিজে জাতীয় দল নিয়ে ভাবছেন না। নিজেই জানিয়েছেন, “সাফল্যের সাথে সাথে নাম-যশ এসেছে। হারিয়ে যেতে মাত্র দু’দিনের ব্যর্থতা লাগবে।” তিনি বরং মন দিয়েছেন ছুটি কাটানোতে। আইপিএলের পর উড়ে গিয়েছেন মলদ্বীপে। সেখানে সফেন সমুদ্রের সৌন্দর্য্য উপভোগ করছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে দেখা যাচ্ছে স্যুইমিং পুলের জলে ‘পোজ’ দিচ্ছেন রিঙ্কু (Rinku Singh)। চোখে রোদচশমা। উর্দ্ধাঙ্গ সম্পূর্ণ উন্মুক্ত। রিঙ্কুর সিক্স প্যাক অ্যাবসের প্রেমে পড়েছে সমাজমাধ্যম। ইন্সটাগ্রামের কমেন্ট সেকশন ভরেছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায়। এরই মাঝে শুভমান গিলের দিদি শাহনীলের (Shahneel Gill) কমেন্টটি নজর এড়ায় নি নেটিজেনদের। পেশায় বেসরকারী সংস্থার কর্মী শাহনীল রিঙ্কুর ছবিতে লিখেছেন, “ও হিরো” দু’জনের ক্রিকেট কানেকশনের কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে পারেন নি নেটজনতা। শাহনীলের কমেন্টকে নতুন সম্পর্কের সূচনা হিসেবেই দেখছেন তাঁরা। ঝড়ের গতিতে শেয়ার হচ্ছে স্ক্রিনশট। ‘বরযাত্রীর সাথে নাচতে শাহরুখ খানকে আরে বেশীদিন অপেক্ষা করতে হবে না’ বলছেন ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা।