Wi vs ind
WI vs IND | Image: Getty Images

২০২৩ সাল খুবই গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য। অগস্টের শেষে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2023)। তার পর রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)। ভারতীয় দল ২০১৮ সালের পর এশিয়া কাপ জেতে নি, বিশ্বকাপ মুঠোয় আসে নি ১২ বছর। দীর্ঘ ট্রফি খরা কাটিয়ে সাফল্যের সরণিতে হাঁটাই একমাত্র লক্ষ্য এখন ‘মেন ইন ব্লু’র। সেরা টিম কম্বিনেশন খুঁজে নেওয়ার লক্ষ্যে পরীক্ষানিরীক্ষার করতে দেখা গিয়েছে কোচ রাহুল দ্রাবিড়কে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলিদের রিজার্ভ বেঞ্চে রেখে নতুন মুখেদের পরখ করে দেখছে  ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বল হাতে কুলদীপের ধারাবাহিকতা, মিডল অর্ডারে সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংস খেলার দক্ষতা টিম ইন্ডিয়াকে দল নির্বাচন সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দিলেও শুভমান গিলের (Shubman Gill) অফ-ফর্ম ওপেনিং পজিশন নিয়ে চিন্তা বাড়িয়েছে দলের।

Read More: WI vs IND: গায়ানায় সূর্যকুমার ঝড়, তৃতীয় টি-২০তে জয় ছিনিয়ে নিয়ে সিরিজের উত্তেজনা বাঁচিয়ে রাখলো ভারত !!

তিন ফর্ম্যাটেই রান খরা শুভমানের ব্যাটে-

Shubman Gill | Asia Cup 2023 | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

গত কয়েক মাসে ক্রিকেটদুনিয়ার অন্যতম চর্চার বিষয় ছিলো শুভমান গিলের (Shubman Gill) ফর্ম। বাংলাদেশে টেস্ট ক্রিকেটে শতরান করার পর থেকে শুরু হয়েছিলো তাঁর স্বপ্নের দৌড়। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে এসেছিলো শতরান। তারপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে শতরানের পাশাপাশি স্পর্শ করেছিলেন দ্বিশতরানের মাইলস্টোনও। তিনি যে তিন ফর্ম্যাটেরই ক্রিকেটার তা বুঝিয়েছিলেন কুড়ি-বিশের খেলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরান করে। বর্ডার-গাওস্কার ট্রফিতেও শুভমান পেয়েছিলেন টেস্ট কেরিয়ারের দ্বিতীয় শতরান। আন্তর্জাতিক ক্রিকেটের আগুনে ফর্ম তিনি ধরে রেখেছিলেন আইপিএলেও। ১৭ ম্যাচে ৮৯০ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হন।

ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুভমানের (Shubman Gill) ব্যাট থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিলো ভারতের। কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ হন তিনি। এক মাসের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে যখন মাঠে ফেরেন অনেকেই চেনা শুভমানকে বাইশ গজে দেখতে চেয়েছিলেন। কিন্তু আলঝারি জোসেফ, জোমেল ওয়ারিকানদের বিরুদ্ধে সাবলীল ছিলেন না তিনি। দুই টেস্ট মিলিয়ে তিন ইনিংসে ব্যাট করলেও একটিও অর্ধশতক পান নি। অফ-ফর্মের চিত্রটা দেখা গিয়েছিলো একদিনের সিরিজেও। প্রথম দুই ম্যাচে অল্প রানেই ফিরেছিলেন সাজঘরে। এরপর তৃতীয় ম্যাচে ৮৫ করলেও চেনা ছন্দে পাওয়া যায় নি পাঞ্জাবের তরুণকে। এরপর কুড়ি-বিশের ক্রিকেটেও কোচ দ্রাবিড় তাঁকে সুযোগ দিলেও রানের মুখ দেখেন নি তিনি। করেছেন যথাক্রমে ৩,৭ এবং ৬।

শুভমানের অফ ফর্ম চিন্তা বাড়াবে ভারতের-

Shubman Gill and Rohit Sharma | Asia Cup 2023 | Image: Getty Images
Rohit Sharma and Shubman Gill | Image: Getty Images

৩০ অগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup 2023)। ভারতের প্রথম ম্যাচ ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। বাবর বাহিনীর বিরুদ্ধে সব ঠিকঠাক থাকলে এশিয়া কাপের মঞ্চে ৩ বার খেলতে হতে পারে ভারতকে। তারপর দেশের মাঠে অক্টোবর-নভেম্বর মাসে রয়েছে বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতাতেই শুভমান গিল হতে চলেছেন টিম ইন্ডিয়ার অন্যতম ‘ট্রাম্প কার্ড।’ গত কয়েক মাসে তিনি যেভাবে ব্যাট করেছেন তাতে রোহিত শর্মার সাথে তাঁকেই ওপেনার হিসেবে প্রায় নিশ্চিত বলে মনে করছিলেন অধিকাংশ বিশেষজ্ঞ। কিন্তু আচমকাই তাঁর ব্যাটে রানের খরা চিন্তা বাড়িয়েছে টিম ম্যানেজমেন্টের।

আগামী ১৮ অগস্ট থেকে শুরু হতে চলা আয়ারল্যান্ড সিরিজে খেলবেন না শুভমান গিল (Shubman Gill)। উইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডার মাঠে আগামী দুই টি-২০’ই ফর্মে ফেরার একমাত্র সুযোগ তাঁর সামনে। সেই দুই ম্যাচেও যদি তিনি ব্যর্থ হন, তাহলে বিকল্প ভাবনাচিন্তা শুরু করা ছাড়া উপায় থাকবে না টিম ইন্ডিয়ার সামনে। উইকেটরক্ষক-ব্যাটার ঈশান কিষণ (Ishan Kishan) উইন্ডিজ সিরিজে বুঝিয়েছেন ওপেনার হিসেবে ভালো ছন্দে রয়েছেন তিনি। টানা তিন অর্ধশতক করে হয়েছেন সিরিজের সেরা ক্রিকেটার। শুভমানের অফ-ফর্ম চলতে থাকলে হয়ত এশিয়া কাপে (Asia Cup 2023) শুভমানকে রিজার্ভ বেঞ্চে রেখে রোহিতের সাথে ঈশানকেই ওপেনার হিসেবে ব্যবহার করবে ভারত।

Also Read: WI vs IND: “অবশেষে হাতি দাঁত দেখিয়ে দিল…”, ক্যারিবিয়ান বধ করে সিরিজে ফেরা ভারতকে নিয়ে মাতামাতি টুইটারে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *