সময়টা ভালো যাচ্ছে না শুভমান গিলের (Shubman Gill)। বিশেষ করে লাল বলের ক্রিকেটে একেবারের ছন্দে নেই ভারতের তরুণ ক্রিকেটার। গত বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে ব্যর্থ হওয়ার পর চেতেশ্বর পূজারাকে ছেঁটে ফেলেছেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। বদলে ওপেনিং থেকে তিন নম্বরে পাঠানো হয়েছে শুভমানকে (Shubman Gill)। গত বছরের জুনে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। এরপর দক্ষিণ আফ্রিকা সিরিজেও তিনেই খেলেছেন তিনি। চলতি ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) সিরিজেও বদলায় নি ব্যাটিং অর্ডারে তাঁর অবস্থান। দেখতে দেখতে প্রায় আট মাস কেটে গেলেও নতুন পজিশনে মানিয়ে নিতে এখনও সক্ষম হন নি শুভমান গিল।
গত ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে লাল বলের ফর্ম্যাটে শুভমানের (Shubman Gill) পারফর্ম্যান্স বিশ্লেষণ করতে বসলে হতাশই হতে হবে ক্রিকেটবোদ্ধাদের। দুইবার শূন্য রানে আউট হয়েছেন তিনি। ১২ ইনিংসে মোট রান সংখ্যা ২৮০। গড় ২১.৫। টানা হতশ্রী পারফর্ম্যান্সের পর গত বিশাখাপত্তনম টেস্টের দ্বিতীয় ইনিংসে লড়াকু ১০৪ রানের ইনিংস খেলেছিলেন শুভমান (Shubman Gill)। অনেকেই ভেবেছিলেন যে অবশেষে বুঝি তিন নম্বর পজিশনে ছন্দ খুঁজে পেয়েছেন তরুণ তুর্কি। কিন্তু ভুল ভাঙতে বেশী সময় লাগে নি। রাজকোটে ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টেই ফের মুখ থুবড়ে পড়েছেন তিনি। মার্ক উডের লেট স্যুইং সামলাতে না পেরে ক্যাচ দিয়ে বসেছেন উইকেটরক্ষক বেন ফোকসের হাতে। ৯ বলে খেলে ০ রান করে ফিরেছেন সাজঘরে।
Read More: IND vs ENG: “এখানে ব্যাজবল চলে না…”, সিরাজ-কুলদীপের দাপটে ৩১৯ রানেই শেষ হল ইংল্যান্ড ইনিংস !!
পৃথ্বীর মতই বাদ পড়তে পারেন শুভমান-
শুভমান গিলের ব্যাটিং দেখে অনেকেরই মনে পড়ছে পৃথ্বী শ-এর (Prithvi Shaw) কথা। ২০১৮ সালে একই সাথে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতেছিলেন পৃথ্বী ও শুভমান। সেই বছরেই সিনিয়র জাতীয় দলের হয়ে পথচলা শুরু হয়েছিলো মুম্বইয়ের পৃথ্বী শ-এর। অভিষেক টেস্টে শতরান করে নজর কেড়েছিলেন তিনি। অনেকেই তাঁকে ‘ভবিষ্যতের সুপারস্টার’ তকমাও দিয়েছিলেন সেই সময়। কিন্তু ছন্দ ধরে রাখতে পারেন নি তিনি। অস্ট্রেলিয়ায় অ্যাডিলেডের মাঠে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর আর জাতীয় টেস্ট দলে খেলার সুযোগ পান নি তিনি। সাদা বলের ক্রিকেটেও গুটিকয় ওডিআই ও একটি মাত্র টি-২০ খেলেছেন। নিজেকে মেলে ধরতে না পারায় ২০২১ সালের পর থেকে রয়েছেন একাদশের বাইরেই।
গত বছরটা সাদা বলের ক্রিকেটে চমৎকার কেটেছে শুভমান গিলের (Shubman Gill)। করেছেন একের পর এক শতরান, এমনটি ওডিআই দ্বিশতরান’ও। আইপিএলের সেরা খেলোয়াড় হয়েছেন। এমনকি এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহক’ও হয়েছেন। তিন ফর্ম্যাট মিলিয়ে ২০২৩ ক্যালেন্ডার বর্ষের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন শুভমান (Shubman Gill), কিন্তু অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপ থেকেই যেন চেনা ছন্দে পাওয়া যাচ্ছে না তাঁকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গত ডিসেম্বরে একটি টি-২০ খেলে ব্যর্থ হন। রান পান নি টেস্টেও। নতুন বছরে আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০তে হতাশ করেছেন। চলতি টেস্ট সিরিজেও ছন্দে নেই তিনি। দ্রুত যদি অফ-ফর্ম কাটিয়ে উঠতে না পারেন, তাহলে সম্ভবত তাঁকে ছেঁটেই ফেলবে দল।
তৈরি আছে শুভমানের বিকল্প-
ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে নিজের জায়গা হারিয়েছেন শুভমান (Shubman Gill)। তাঁর বদলে ওপেনিং পার্টনার হিসেবে অধিনায়ক রোহিত শর্মা আগামী কুড়ি-বিশের বিশ্বকাপে সম্ভবত বেছে নিতে চলেছেন যশস্বী জয়সওয়ালকে (Yashasvi Jaiswal)। টেস্ট ক্রিকেটেও বাদ পড়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছেন শুভমান। আগামী রাঁচী টেস্ট অগ্নিপরীক্ষা হতে চলেছে তাঁর। যদি মহেন্দ্র সিং ধোনির খাসতালুকেও ব্যর্থ হন তিনি, তাহলে নিঃসন্দেহে লাল বলের ফর্ম্যাটেও তাঁর ঠাঁই হবে রিজার্ভ বেঞ্চে। কেবলমাত্র ওডিআই ক্রিকেট খেলতে পারেন তিনি। যদিও চলতি বছরে বিশেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ নেই ভারতের। সেক্ষেত্রে অধিকাংশ সময়টাই রিজার্ভ বেঞ্চে কাটতে পারে তাঁর।
শুভমান (Shubman Gill) বাদ পড়লে বিকল্প কে হতে পারেন? তালিকায় রয়েছেন একাধিক ক্রিকেটার। বিশাখাপত্তনম, রাজকোটের টেস্টে খেলছেন না কে এল রাহুল (KL Rahul)। কোয়াড্রিসেপসে চোট রয়েছে তাঁর। সুস্থ হয়ে উঠলে তাঁকেই তিনে নামিয়ে দেখতে পারেন কোচ দ্রাবিড়। এছাড়াও নবাগত সরফরাজ খান’ও (Sarfaraz Khan) হতে পারেন পছন্দের বিকল্প। কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংসে ৬৭ বলে ৬২ করে নজর কেড়েছেন মুম্বইয়ের সরফরাজ। ব্যাটিং অর্ডারের আরও উপরের দিকে খেলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইবেন তিনিও। এছাড়াও ধ্রুব জুড়েল বা রজত পতিদারের (Rajat Patidar) মত বিকল্পও মজুদ রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের হাতে। কোন পথে গড়ায় শুভমান গিলের কেরিয়ার,সকলের নজর এখন সেইদিকে।