সারা তেন্ডুলকারের সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছেন শুভমান গিলের বাবা, ইডেনের মাঠে করলেন কনফর্ম !! 1

ইডেন গার্ডেন্সের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচেই লজ্জাজনক হারের সম্মুখীন হল ভারতীয় দল (India vs South Africa)। এই ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত টেম্বা বাভুমার (Temba Bavuma) দল। অন্যদিকে প্রধান কোচ গৌতম গম্ভীরের (Gautam Gambhir) ভূমিকা রীতিমতো সমালোচনার মুখে পড়েছে। তার নির্দেশেই স্টেডিয়ামের পিচ মূলত স্পিন প্রধান করা হয়েছিল। এই কৌশল ব্লু ব্রিগেডদের কাছে বুমেরাং হয়ে ফিরে আসে। অনেক ক্রিকেট ভক্ত টেস্ট দলে বিরাট কোহলির (অনুপস্থিতি অনুভব করছেন বলেও উল্লেখ করছেন। এর মধ্যেই স্টেডিয়ামে উপস্থিত শুভমান গিলের (Shubman Gill) বাবাকে এই তারকা ক্রিকেটারের বিবাহের বিষয়ে প্রশ্ন করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটিতে সারা তেন্ডুলকারের‌‌ও (Sara Tendulkar) প্রসঙ্গ‌ও উঠে এসেছে।

Read More: আন্দ্রে রাসেলের নাইট মহাকাব্যের শেষ, ভক্তদের চোখের জলেই বিদায় ক্যারিবিয়ান তারকার !!

গিলের বিয়ে নিয়ে বাবার জবাব-

shubman-gill-and-sara-can-patch-up, সারা টেন্ডুলকার
Shubman Gill and Sara Tendulkar | Image: Twitter

দীর্ঘ সময়ের পর ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারতীয় দলের টেস্ট ম্যাচ দেখার জন্য স্টেডিয়ামে ক্রিকেট ভক্তরা ভিড় করেন‌। সিএবি (CAB) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) সমস্ত দিক থেকে সফলভাবে এই ম্যাচটি আয়োজন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ইডেনে খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন শুভমান গিলের (Shubman Gill) বাবা লখবিন্দর সিংও। তাকে দেখতে পেয়ে এক উৎসুক ক্রিকেট ভক্ত ভারতীয় টেস্ট দলের অধিনায়কের বিয়ে নিয়ে প্রশ্ন করে বসেন।

সেই ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। ক্রিকেট ভক্তটি সোজাসুজি জিজ্ঞাসা করেন, “ছেলের বিয়ে আপনি কবে দেবেন?” এর উত্তরে লখবিন্দর সিং সমস্ত সিদ্ধান্ত গিলের ওপর নির্ভর করছে বলে জানিয়ে দেন। অন্যদিকে এখানেই থেমে থাকেননি সেই প্রশ্ন করা ব্যক্তি। তিনি এরপর প্রশ্ন করেন যে সারা তেন্ডুলকারের সঙ্গে আসলেই বিয়ে হবে কিনা। তবে এই বিষয়ে তারকা ব্যাটসম্যানের বাবা স্পষ্ট কোনো জবাব দেননি।

দেখুন সেই ভিডিওটি-

চোটের মুখে শুভমান গিল-

সারা তেন্ডুলকারের সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছেন শুভমান গিলের বাবা, ইডেনের মাঠে করলেন কনফর্ম !! 2
Shubman Gill | Image: Twitter

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেনের মাটিতে ভারতীয় ব্যাটিং অর্ডার বিপর্যয়ের মুখে পড়ে। এই রকম পরিস্থিতি অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) দলকে ভরসা দিতে পারেননি। প্রথম ইনিংসেই ব্যাট করতে নেমে গুরুতর চোটের সম্মুখীন হন তিনি। মাত্র ৩ বল খেলে ঘাড়ে অসহ্য যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়েন। শনিবার সন্ধ্যায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ভারতীয় টেস্ট অধিনায়ককে। এমনকি তাকে আইসিইউতেও রাখা হয়েছিল বলে খবর সামনে এসেছে।

রবিবার ভারতের দ্বিতীয় ইনিংসেও মাঠে নামতে পারেননি তিনি। এই রকম পরিস্থিতিতে ঋষভ পান্থকে (Rishabh Pant) দলের নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্লু ব্রিগেডরা টেম্বা বাভুমাদের (Temba Bavuma) বিপক্ষে ৩০ রানে পরাজিত হয়ে সমালোচনার মুখে পড়েছে। অন্যদিকে ২২ নভেম্বর থেকে আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে গৌতম গম্ভীরের দল। এই ম্যাচেও শুভমান গিল খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

Read Also: IPL 2026: বাদ জাদেজা-পথিরানা, প্রকাশ্যে আসন্ন আইপিএলের জন্য CSK’এর রিটেনশন তালিকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *