চলতি নিউজিল্যান্ড সফরে একেবারে জঘন্য পারফর্মেন্স করে চলেছে পাকিস্তান। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে কিছুটা লড়াই দেখালেও বাকি সময়টায় একেবারে অতি সাধারণ ছিল এই পাকিস্তান দল। নিউজিল্যান্ড যেন হাসতে হাসতে এই দুই ম্যাচের সিরিজ হোয়াটওয়াশ করে দিয়েছে। যে বিষয়ের জন্য পাকিস্তান ক্রিকেট অত্যন্ত সুপরিচিত, সেই পেস আক্রমণও একেবারে জঘন্য প্রমাণিত হয়েছে। আর এর ফলে প্রশ্ন উঠেছে […]