সমাপ্ত হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC FINAL 2023)। আবার একবার ট্রফি ছাড়া হতে হলো ইম ইন্ডিয়াকে। দীর্ঘ ১০ বছর ধরে কোনো প্রকার আইসিসি ট্রফির মুখ দেখেনি টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের ওভালে ভারতীয় দল পরেছে সমস্যার মুখে। প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া দল, ভারতীয় দলের বিরুদ্ধে ৪৬৯ রানের এক দুরন্ত ব্যাটিং প্রদর্শন দেখালো। প্রথম ইনিংসে ভারতীয় দল অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) এবং শার্দূল ঠাকুরের (Shardul Thakur) দৌলতে ২৯৬ রান বানাতে সক্ষম হয় । তৃতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে অজি দল আবার একবার ভারতীয় বোলিংয়ের ফায়দা তোলে এবং ৮ উইকেটের বিনিময়ে ২৭০ রান সংগ্রহ করেন। ভারতীয় দলের কাছে টার্গেট ছিল ৪৪৪ রানের, চতুর্থ দিন শেষে ১৩২ রান বানায় ভারত ৩ উইকেটের বিনিময়ে কিন্তু পঞ্চম দিনে ২৩৪ রানে গুটিয়ে যায় টিম ইন্ডিয়া।
Read More: “আমার বিয়ে করতে…” শেষমেশ শুভমানকে বিয়ে করা নিয়ে মুখ খুললেন সারা, করলেন এই মন্তব্য !!
WTC তে ব্যাট হাতে ব্যার্থ শুভমান গিল
ভারতীয় দলের বোলিং ও ব্যাটিং দুর্বলতার ফায়দা তুলে টিম ইন্ডিয়া পরাজিত করলো অস্ট্রেলিয়া দলকে। মূলত, এই WTC চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারতীয় দল অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল। দলের স্টার প্লেয়ার বুমরাহ (Jasprit Bumrah), ঋষভ পন্থ (Rishabh Pant), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), কে এল রাহুল (KL Rahul) বাইরে চলে যান টেস্টের আগেই, অগোছালো টিম নিয়েই ভারতকে শুরু করতে হয়েছিল টিম ইন্ডিয়ার যাত্রা। আর সেই যাত্রা পথে কাঁটা হয়ে দাঁড়ায় থার্ড আম্পায়ার। ভারতীয় দলের স্টার পারফর্মার শুভমান গিল (Shubman Gill) ২০২৩ সালে তুখর ফর্মে রয়েছেন। এবছর তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে শতরান হাঁকিয়েছেন। তবে এই WTC ফাইনালে তিনি একেবারেই ছিলেন ফ্লপ। প্রথম ইনিংসে তিনি ১৫ বলে ১৩ রান বানান এবং স্কট বল্যান্ডের বল ছাড়তে গিয়ে ভিতরে ঢুকে যায় ও তিনি বোল্ড হয়ে যান।
গিলের ক্যারিয়ার সংকটে
দ্বিতীয় ইনিংসে অবশ্য তার আউট নিয়ে ছিল চর্চা। দ্বিতীয় ইনিংসে গিল যেভাবে আউট হয়েছিলেন তা নিয়ে অনেক প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কারণ এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ক্যাচ নেওয়ার সময় বল মাটি স্পর্শ করেছিল এবং ক্যামেরন গ্রিনের (Cameron Green) হাত মাটি ছুঁয়েছে। ১৯ বলে ১৮ রান করেন গিল। তবে, তার এমন পারফরমেন্সের পর তিনি বাদ যেতে পারেন দল থেকে। পৃথ্বী শ’র (Prithvi Shaw) মতো এবার যাবেন দলের বাইরে, তার জায়গায় আবার ফিরে আসতে পারেন কে এল রাহুল (KL Rahul)। আসলে গিল সাদা বলের ফরম্যাটে প্রভাব ফেলতে পারলেও লাল বলের ক্রিকেটে সেভাবে তৎপরতা দেখাতে পারেননি তিনি। এবার যেতে পারেন দলের বাইরে। আপাতত, ১৬ টেস্টে ৯২১ রান করেছেন গিল ও তার গড় মাত্র ৩২.৮৯।