এই তারকাকে ঘিরে গম্ভীর-গিলের মধ্যে চিৎকার-চেঁচামেচি, ড্রেসিংরুমের খবর সামনে আসতেই শুরু জল্পনা !! 1

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে ভারতীয় দল ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে জায়গা করে নিয়েছিল। কিন্তু এই টুর্নামেন্টে পরবর্তী ফাইনালে ব্লু ব্রিগেডরা পৌঁছাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে আসার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে হারের সম্মুখীন হয়েছে দল। ফলে এই বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে জায়গা করে নিতে পারিনি ভারত। ফলে বর্তমানে চলতি ইংল্যান্ডের বিপক্ষে নতুন করে দল সাজিয়ে মাঠে নেমেছেন গম্ভীর (Gautam Gambhir)। নতুন অধিনায়ক হিসাবে তিনি বেছে নিয়েছেন শুভমান গিলকে (Shubman Gill)। এবার গিলের সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়লেন ভারতীয় দলের প্রধান কোচ।

Read More: IND vs ENG 4th Test: রেকর্ড রুটের, ম্যাঞ্চেস্টার টেস্টের তৃতীয় দিনেও ব্যাকফুটেই থাকতে হলো টিম ইন্ডিয়াকে !!

গিল-গম্ভীরের চরম বিবাদ-

এই তারকাকে ঘিরে গম্ভীর-গিলের মধ্যে চিৎকার-চেঁচামেচি, ড্রেসিংরুমের খবর সামনে আসতেই শুরু জল্পনা !! 2
Shubman Gill and Gautam Gambhir | Images: Getty Images

গত বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল (IND vs ENG)। এই ম্যাচে জয় তুলে নিতে না পারলে বেন স্টোকসদের (Ben Stokes) বিপক্ষে সিরিজ হাতছাড়া করবে শুভমান গিলরা (Shubman Gill)। ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় দল ‌৩৫৮ রান সংগ্রহ করেছে। এই রান তাড়া করতে নেমে ইংলিশ ব্যাটসম্যানরা বিধ্বংসী হয়ে ওঠেন। তাদের আটকাতে গিয়ে ভারতীয় পেসারদের রীতিমতো নাজেহাল অবস্থা হয়। তবে ওল্ড ট্র্যাফোর্ডের পিচ থেকে স্পিনাররা বিশেষ সুবিধা পাচ্ছিলেন।

ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) একের পরা গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে দলকে সাহায্য করেন। এরপরেই এই পিচে দক্ষ স্পিনার কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) না খেলানো নিয়ে ক্রিকেট মহলে জল্পনা শুরু হয়। সূত্র অনুযায়ী শুভমান গিল (Shubman Gill) কুলদীপ যাদবকে একাদশে রাখতে চেয়েছিলেন। কিন্তু গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সিদ্ধান্তে তিনি চতুর্থ টেস্ট থেকে বাদ পড়েন। এবার এই বিষয় নিয়েই ড্রেসিংরুমে ভারতীয় দলের প্রধান কোচ এবং অধিনায়ক উত্তপ্ত বাগবিতাণ্ডার মধ্যে জড়িয়ে পড়েন। সূত্র অনুযায়ী একে অপরের উদ্দেশ্যে চিৎকার পর্যন্ত করতে দেখা গেছে। যা নিয়ে বর্তমানে ক্রিকেট মহলে চর্চা শুরু হয়েছে।

চাপে ভারতীয় দল-

Eng vs ind
ENG vs IND | Image: Getty Images

ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ভারতীয় দলের হয়ে যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কেএল রাহুল (KL Rahul) ওপেনিং করতে নেমে দুরন্ত শুরু করেন। দুজনে মিলে ৯৪ রানের পার্টনারশিপ গড়েন। এরপর তিন নম্বরে ব্যাট করতে নেমে সাই সুদর্শনের (Sai Sudarshan) ব্যাট থেকে আসে ৬১ রান। তবে ভারতীয় অধিনায়ক শুভমান (Shubman Gill) এই ইনিংসেও ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন। তিনি ১২ রান করে মাঠ ছাড়েন। অন্যদিকে চোটের মধ্যে অবিশ্বাস্য লড়াই চলান ঋষভ পান্থ (Rishabh Pant)। তার ব্যাট থেকেও অর্ধশতরান আসে। এর ফলে ভারতীয় দল প্রথম ইনিংসে ৩৫৮ রান সংগ্রহ করে নেয়।

এই রান তাড়া করতে নেমে ইংলিশ ব্যাটসম্যানরা প্রথম থেকেই আক্রমণাত্বক করে ওঠেন। জ্যাক ক্রাউলি (Zak Crawley) এবং বেন ডেকেট (Ben Duckett) মিলে গড়েন ১৬৬ রানের পার্টনারশিপ। এরপর জো রুট (Joe Root) ১৫০ রান এবং বেন স্টোকস (Ben Stokes) ১৪১ রান সংগ্রহ করে ইংল্যান্ডকে চালকের আসনে পৌঁছে দেন। প্রথম ইনিংসে তারা ৬৬৯ রান সংগ্রহ করেছে। এর ফলে অনেকটাই চাপের মুখে পড়েছে ভারতীয় দল। উল্লেখ্য প্রথম ইনিংসে ভারতীয় দলের হয় রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ৪ টি উইকেট এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundor) ২ টি করে উইকেট সংগ্রহ করেছেন।

Read Also: ‘৬,৬,৬,৬,৬..’, রোহিত-বিরাট স্বপ্নেও যা পারেননি, টি২০’তে ডবল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন ২৫০ কেজির এই তারকা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *