আগামী দুই বছরের মধ্যে কোনও না কোনও আইপিএল টিমকে নেতৃত্ব দেবেন শুভমান গিল,মনে করেন সাইমন ডুল 1

প্রথম ম‍্যাচে বিশেষ কিছু করে উঠতে না পারলেও দ্বিতীয় ম‍্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে নজর কেড়েছেন কলকাতা নাইট রাইডার্সের উদীয়মান তারকা শুভমান গিল।দলের জয়ের ক্ষেত্রে পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।এরপর থেকে নাইটভক্তদের প্রতাশা দ্বিগুণ হয়েছে তার উপর।তার এদিনের দুরন্ত ইনিংসের উপর ভিত্তি করে প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল নিজের মতামত জানিয়েছেন।

১৪৩ রান চেজ করতে নেমে যে মানসিক স্থিততার পরিচয় দিয়েছেন গিল ,তার প্রশংসা করেছেন ডুল।যেভাবে এদিন অভিজ্ঞতার প্রদর্শন করেছেন গিল এই ইনিংস খেলার মধ্যে দিয়ে এক্ষেত্রে আগামী বছর দুয়েকের মধ্যে আইপিএলের কোনও না কোনও দলকে নেতৃত্ব দেবেন তিনি।এমনটাই মনে করেন এই প্রাক্তন কিউয়ি ক্রিকেটার।
আগামী দুই বছরের মধ্যে কোনও না কোনও আইপিএল টিমকে নেতৃত্ব দেবেন শুভমান গিল,মনে করেন সাইমন ডুল 2

” এদিন এক আদর্শ ইনিংস খেললো শুভমান ।প্রথম ম‍্যাচে তেমন রান পাইনি।তবে ১৪৩ রান চেজ করতে গিয়ে যেমনটা খেলার প্রয়োজন ছিলো এদিন ঠিক তেমনটাই খেলেছে ও।নিজের সহজাত প্রতিভার উপর ভর করে মানসিক স্থিততা বজায় রেখে যেভাবে ম‍্যাচটা শেষ করলো, তার জন্য ওর কোনও প্রশংসাই কম নয়।প্রমাণ করলো দলের জন্য যেকোনো ম‍্যাচ জিতিয়ে দিতে পারে।

আমি মনে করি অন‍্যদিক’থেকে ইওন মর্গ‍্যান ওকে যোগ্য সঙ্গত দিয়েছে।মর্গ‍্যানের অভিজ্ঞ এবং ঠান্ডা মস্তিষ্ক এই উদীয়মান তরুণ ক্রিকেটারকে দারুণ সাহায্য করেছে।চিন্তা ভাবনা’কে সঠিক জায়গায় প্রয়োগ করে
এদিন নিজের কাজটা সেরে এসেছে ও।

আমি অবাক হবোনা যদি আগামী বছর দুয়েকের মধ্যে ওকে কোনও না কোনও আইপিএলের দলের অধিনায়ক হতে দেখি।আমার মনে হয় ওর আরও বেশি করে সময় কাটানো উচিত মর্গ‍্যান, কার্তিকদের সঙ্গে।ও ওখানে সামনে পাচ্ছে ব্রেন্ডন ম‍্যাককালাম’কে বিগত কয়েক বছরে সবচেয়ে উদ্ভাবনী অধিনায়ক।এদের কাছ থেকে শিখবে নিশ্চিত। ”

মন্তব্য ডুলের।

পৃথ্বী শাহ’র মতো এতোটা খবরের শিরোনামে উঠে না আসলেও।তবে অনুর্ধ ১৯ বিশ্বকাপ এবং আইপিএলে দারুণ পারফরম্যান্সের মধ্যে দিয়ে ইতিমধ্যে নিজেকে চিনিয়েছেন তিনি।মিডল অর্ডার নয়, বরং তাকে ওপেনার হিসেবে খেলতে দেওয়া উচিত, এদিন দারুণ খেললেন তিনি।

আগামী দুই বছরের মধ্যে কোনও না কোনও আইপিএল টিমকে নেতৃত্ব দেবেন শুভমান গিল,মনে করেন সাইমন ডুল 3
জাতীয় দলের জার্সিতে এখনও নিজেকে প্রমাণ করতে পারেনি গিল।সুযোগের অপেক্ষায় আছেন।এই বছর ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিপক্ষে দারুণ ছন্দে ছিলেন গিল ‌।সেই সিরিজে একটি দ্বীশত‍রান,শতরান এবং একটি পন্চাশ রানের ইনি খেলেছিলেন গিল।

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭৩.৭৫ গড়ে ২১ ম‍্যাচে ২১৩৩ রান করেছিলেন গিল।আছে সাতটা শতরান এবং দশটা অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন এই পান্জাবের ক্রিকেটার।সর্বোচ্চ ২৬৮।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *