“বিরাট আমার পথের কাঁটা…” স্বীকারোক্তি শ্রেয়সের, শেষ মুহূর্তে সুযোগ পেয়েই বাজিমাত তারকা ব্যাটারের !! 1

২০২৪ সালে বেশ ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কেরিয়ার। বছরের গোড়াতেই বিসিসিআই-এর বিরাগভাজন হয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক মাঝপথে তাঁকে বাদ দেওয়া হয় স্কোয়াড থেকে। ছন্দে ফিরতে রঞ্জি খেলার নির্দেশ তাঁকে দিয়েছিলো বোর্ড। প্রথমে রাজী হন নি শ্রেয়স (Shreyas Iyer) । শাস্তিস্বরূপ তাঁকে ছেঁটে ফেলা হয় কেন্দ্রীয় চুক্তি থেকে। এরপর রঞ্জি জিতেছেন তিনি। জিতেছেন আইপিএল, ইরানী কাপ ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি। কিন্তু জাতীয় দলে নিয়মিত আর হতে পারেন নি। অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেলেছিলেন ঠিকই। তবে তারপর ফের বাদ পড়েন স্কোয়াড থেকে। অবশেষে ২০২৫-এর শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধেই একদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) । নাগপুরে নীল জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন চমৎকার একটি ইনিংসও।

Read More: ‘অমূল্যরতন’ হারালেন বাবর আজম, সোশ্যাল মিডিয়ায় জানালেন দুঃসংবাদ !!

বিরাটের চোটেই কপাল খুললো শ্রেয়সের-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

গতকাল জামথার বাইশ গজে ঝড় তোলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । এক্সপ্রেস পেসার জোফ্রা আর্চারকে জোড়া ছক্কা হাঁকিয়ে ইনিংসের শুরুটা করেছিলেন তিনি। এরপর ব্রাইডন কার্সের ওভারে তাঁর ব্যাট থেকে আসে বাউন্ডারির হ্যাটট্রিক। ১৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসা টিম ইন্ডিয়ার হাতে ম্যাচের রাশ তুলে দেয় শ্রেয়সের আক্রমণাত্মক ব্যাটিং-ই। শেষমেশ মাত্র ৩৬ বলে ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৯ করে সাজঘরে ফেরেন তিনি। গতকালের ইনিংসের পর অনেকেই মনে করছেন যে চলতি সিরিজের বাকি ম্যাচগুলি তো বটেই, একইসাথে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম একাদশেও নিজের জায়গা পাকা করে ফেললেন মুম্বইয়ের ব্যাটার। খেলা শেষে অবশ্য চমকপ্রদ তথ্য এসেছে সামনে।  কোচ গম্ভীরের প্রাথমিক পরিকল্পনার অংশ ছিলেন না তিনি, সংবাদমাধ্যমকে জানিয়েছেন খোদ শ্রেয়স’ই (Shreyas Iyer) ।

অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পেয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ছিটকে যান তিনি। তাঁর শূন্যস্থান পূরণের জন্যই শেষ মুহূর্তে একাদশে জায়গা দেওয়া হয়েছিলো শ্রেয়সকে। খেলা শেষে ফাঁস করেছেন ক্রিকেট তারকা স্বয়ং। “আপনারা জানেন নি যে আজ আমার খেলার কথাই ছিলো না। দুর্ভাগ্যবশত বিরাট আহত হওয়ায় আমি সুযোগ পাই। আমি প্রস্তুত ছিলাম। জানতাম যে কোনো সময় খেলার সুযোগ আসবে। আমার সাথেও এমনটা হয়েছিলো গত এশিয়া কাপে। আমি আহত হয়েছিলাম। আমার বদলে কেউ মাঠে নেমে শতরান করে দিয়েছিলো।” নাগপুরে সুযোগ পাওয়া প্রসঙ্গে শ্রেয়সের সরস মন্তব্য, “আমি সিনেমা দেখছিলাম। ভেবেছিলাম একটু বেশীক্ষণ জেগে থাকবো। কিন্তু স্কিপার (রোহিত শর্মা) ফোন করে বলেন যে বিরাটের হাঁটু ফুলে থাকায় আমার খেলার সম্ভাবনা রয়েছে। তড়িঘড়ি ঘুমোতে চলে যাই।”

সম্পূর্ণ ফিট কোহলি, খেলবেন কটকে-

Virat Kohli and Yashasvi Jaiswal | Image: Getty Images
Virat Kohli and Yashasvi Jaiswal | Image: Getty Images

১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র দ্বিতীয়বার চোটের জন্য কোনো ম্যাচ থেকে বাদ পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। গতকাল নাগপুরে রিজার্ভ বেঞ্চেই দেখা গেলো তাঁকে। তারকা পেসার জসপ্রীত বুমরাহ এমনিতেই পিঠের সমস্যার জন্য বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আদৌ সুস্থ হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে দেশের ক্রিকেটমহলে। তার উপর কোহলির (Virat Kohli) চোট চিন্তা বাড়িয়েছিলো তাঁদের। কিন্তু বিসিসিআই সূত্র মারফত মিলেছে স্বস্তির খবর। জানা গিয়েছে যে গুরুতর নয় তাঁর আঘাত। কটকে আগামী রবিবার রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচ। তার আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন মহাতারকা। নামবেনও মাঠে। তবে কোহলি ফিরলে কি হবে টিম কম্বিনেশন তা নিয়ে দ্বিধা রয়েছে। ছন্দে থাকা শ্রেয়সকে (Shreyas Iyer) বাদ দেওয়া আদৌ যুক্তিযুক্ত হবে নাকি সরানো হবে যশস্বী জয়সওয়ালকে তা নিয়ে চলছে বিতর্ক।

Also Read: IND vs ENG, 1ST ODI HIGHLIGHTS: নাগপুরে দুরমুশ ইংলিশ বাহিনী, ৬৮ বল বাঁকি থাকতেই ম্যাচ জিতলো ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *