ক্রিকেটদুনিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখধাঁধানো পারফর্ম্যান্স করেছিলেন তিনি। হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর আইপিএলেও জ্বলে উঠেছিলো তাঁর ব্যাট। এগারো বছর পর তাঁর অধিনায়কত্বে ফাইনালে পৌঁছেছিলো পাঞ্জাব কিংস। ১৭ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ৬০৪ রান’ও করেন তিনি। কিন্তু তা সত্ত্বেও টেস্ট ও টি-২০তে তাঁর কথা ভেবে দেখেন নি টিম ইন্ডিয়ার নির্বাচকেরা। ইংল্যান্ড সফরের স্কোয়াডে জায়গা হয় নি তাঁর। ডাক পান নি এশিয়া কাপেও। বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন অনুরাগীরা। তোপের মুখে পড়ে মুখ্য নির্বাচক অজিত আগরকার জানিয়েছিলেন যে শ্রেয়সের (Shreyas Iyer) দিকে নজর রয়েছে তাঁদের। তা যে নেহাৎ কথার কথা নয় তার প্রমাণ মিললো আজ। অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে ভারতীয় যুব দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হলো শ্রেয়সকে (Shreyas Iyer)।
Read More: এশিয়া কাপের আগে ম্যাচ ফিক্সিংয়ে কালো ছায়া, কোটি-কোটি টাকার অফার রিঙ্কুর সতীর্থদের !!
শ্রেয়সের নেতৃত্বে মাঠে নামবে ভারত-এ-

ভারতে আসছে অস্ট্রেলিয়া-এ দল। আগামী ১৬ তারিখ থেকে লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে ভারত-এ’র (IND A vs AUS A) বিরুদ্ধে রয়েছে তাদের প্রথম বেসরকারী টেস্ট। একই ভেন্যুতে ২৩ তারিখ থেকে দ্বিতীয় বেসরকারী টেস্ট ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়ার যুব দল। আজ সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কাঁধে তুলে দেওয়া হয়েছে নেতৃত্বভার। ইংল্যান্ড সফর ও এশিয়া কাপের দল থেকে মুম্বইয়ের তারকা বাদ পড়ার পর যে ঝড় উঠেছিলো ক্রিকেটমহলে তা স্তিমিত করার জন্যই এই সিদ্ধান্ত বলে ধারণা বিশেষজ্ঞমহলের। সামনেই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হোম সিরিজ। নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট খেলবে ‘মেন ইন ব্লু।’ তার আগে ‘এ’ দলে শ্রেয়সের (Shreyas Iyer) জায়গা করে নেওয়া ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে।
ভারত-এ দলে রয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণ’ও। অস্ট্রেলিয়ার যুব দলের বিরুদ্ধে ভালো পারফর্ম্যান্স করলে তাঁর সামনেও খুলে যেতে পারে টিম ইন্ডিয়ার দরজা। ব্যাটিং বিভাগে রয়েছেন সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, আয়ুষ বাদোনি, হর্ষ দুবেদের মত পরিচিত মুখেরা। নীতিশ কুমার রেড্ডিও (Nitish Kumar Reddy) রয়েছেন স্কোয়াডে। ইংল্যান্ড সফরের মাঝপথে চোট পেয়েছিলেন তিনি। লক্ষ্ণৌর বাইশ গজে প্রত্যাবর্তনটা চাইবেন স্মরণীয় করে রাখতে। মুম্বইয়ের তনুষ কোটিয়ানকেও (Tanush Kotian) সুযোগ দিয়েছে বিসিসিআই। রবিচন্দ্রণ অশ্বিনের অবসরের পর যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ করতে পারেন তিনি, মনে করছে বিশেষজ্ঞমহল। প্রত্যাশা আদৌ পূরণ করতে পারেন কিনা সেদিকে থাকবে নজর। এছাড়া অলরাউন্ডার হিসেবে থাকছেন মানব সুতার’ও। ফ্রন্টলাইন পেসার হিসেবে থাকছেন প্রসিদ্ধ কৃষ্ণা, যশ ঠাকুর, খলিল আহমেদ ও গুরনূর ব্রার।
ঈশানের জন্য বন্ধই রইলো দরজা-

নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় ই-বাইক দুর্ঘটনায় পায়ে চোট পেয়েছিলেন ঈশান কিষণ (Ishan Kishan)। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে চলছিলো রিহ্যাব। দিনকয়েক আগে সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছিলো যে অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে বেসরকারী টেস্ট সিরিজ দিয়েই কামব্যাক করতে চলেছেন ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। কিন্তু সেই স্বপ্ন অধরাই রয়ে গেলো তাঁর। আজ যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই সেখানে প্রথম পছন্দের উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে রয়েছেন উত্তরপ্রদেশের ধ্রুব জুরেল (Dhruv Jurel)। দলের সহ-অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি। আর দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয়েছে তামিলনাড়ুর নারায়ণ জগদীশনকে (N Jagadeesan)। দক্ষিণাঞ্চলের হয়ে গতকাল দলীপ ট্রফির সেমিফাইনালে ১৯৭ রান করেছেন তিনি। সেই ঝলমলে ইনিংসটিরই পুরস্কার পেলেন তিনি, মনে করছে ক্রিকেটমহল।
এক নজরে ভারত-এ স্কোয়াড-
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতিশ কুমার রেড্ডি, মানব সুতার, তনুষ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, খলিল আহমেদ, যশ ঠাকুর।
Also Read: প্রকাশ্যে ভারতের এশিয়া কাপের একাদশ, প্রিয় ছাত্রকে বাদ দিয়েই ছক সাজাচ্ছেন কোচ গম্ভীর !!