ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের মত প্রতিযোগিতায় লাগাতার ভালো পারফর্ম্যান্স করা সত্ত্বেও ওয়ান ডে ছাড়া বাকি দুই ফর্ম্যাটে জাতীয় দলের দরজা বন্ধ রয়েছে তাঁর জন্য। ইংল্যান্ড সফরে ডাক পান নি তিনি। এমনকি এশিয়া কাপের স্কোয়াডে স্ট্যান্ড-বাই হিসেবেও জায়গা হয় নি তাঁর। শ্রেয়সকে (Shreyas Iyer) বাদ দিয়ে তোপের মুখে বিসিসিআই। “ওর প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই প্রশ্ন করছি-ও কার জায়গায় খেলবে? এতে (বাদ পড়ায়) ওর কোনো দোষ নেই। আমাদেরও কোনো দোষ নেই। আমরা কেবল ১৫ জন’কে বেছে নিতে পারি,” সাফাই দিয়েছেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান অজিত আগরকার। কিন্তু তাঁর যুক্তি আদৌ গ্রহণযোগ্য বলে মনে হয় নি ক্রিকেটমহলের। অব্যাহতই রয়েছে সমালোচনার ঝড়।
Read More: এশিয়া কাপের আগেই গুরুতর আহত তারকা ওপেনার, ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ !!
ভারত-এ দলের নেতৃত্বে শ্রেয়স-

সিনিয়র দল থেকে শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) বাদ দিয়ে কটাক্ষের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে মুম্বইয়ের তারকা যে নির্বাচকদের রেডারে রয়েছেন, তার প্রমাণ অবশ্য মিলেছে গতকাল। চলতি মাসের ১৬ ও ২৩ তারিখ থেকে অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে লক্ষ্ণৌর ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে দু’টি বেসরকারী টেস্ট ম্যাচ খেলবে ভারত-এ দল। সেই সিরিজে অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। অক্টোবরের গোড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের দুই ফর্ম্যাটেই মাঠে নামবে তারা। নভেম্বরে দেশের মাটিতে ভারতের প্রতিপক্ষ হতে চলেছে দক্ষিণ আফ্রিকার। থাকছে টেস্ট, ওয়ান ডে ও টি-২০। ‘এ’ দলের হয়ে আসন্ন সিরিজে ভালো পারফর্ম্যান্স করলে তিন ফর্ম্যাটেই দরজা খুলতে পারে শ্রেয়সের সামনে, ধারণা বিশেষজ্ঞদের।
শ্রেয়স (Shreyas Iyer) ছাড়াও অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে ভারতীয় যুব দলের স্কোয়াডে রয়েছেন সাই সুদর্শন, প্রসিদ্ধ কৃষ্ণা’র মত আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছে উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল’কে। রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ’ও (Abhimayu Easwaran)। অতীতে নানা সময় ভারত-এ দলের অধিনায়কত্ব সামলেছেন তিনি। কিন্তু শ্রেয়সের অন্তর্ভুক্তিতে পদ খোয়াতে হয়েছে বাংলার তারকাকে। তনুষ কোটিয়ান, মানব সুতার, হর্ষ দুবেদের মত ঘরোয়া ক্রিকেটের আঙিনায় পরিচিত মুখেদেরও সুযোগ দেওয়া হয়েছে অজি শিবিরের বিপক্ষে। দলীপ ট্রফিতে দুর্দান্ত শতরানের সুবাদে জায়গা করে নিয়েছেন নারায়ণ জগদীশন। তবে বেশ কয়েকজন তারকার অনুপস্থিতি নিয়ে রয়েছে প্রশ্নও। ডাক পান নি ঋতুরাজ গায়কোয়াড়, রজত পাটিদার। ব্রাত্যই থেকেছেন ঈশান কিষণ’ও (Ishan Kishan)।
দ্বিতীয় ম্যাচে কি দায়িত্বে রাহুল ?

অস্ট্রেলিয়া-এ দলের বিরুদ্ধে ভারত-এ’র দ্বিতীয় বেসরকারী টেস্টটিতে দেখা যাবে কে এল রাহুল (KL Rahul) ও মহম্মদ সিরাজকেও (Mohammed Siraj)। ইংল্যান্ড সফর সেরে ফেরার পর বিশ্রামেই রয়েছেন দুই তারকা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ম্যাচ প্র্যাক্টিসের জন্য ম্যাকস্যুইনি, কনস্টাসদের বিরুদ্ধে চার দিনের দ্বৈরথটিকে বেছে নিচ্ছেন তাঁরা। রাহুলের অন্তর্ভুক্তি প্রশ্ন তুলেছে অধিনায়ক পদে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অবস্থান নিয়ে। ভারতীয় টেস্ট দলে এই মুহূর্তে অধিনায়কের আসনে শুভমান গিল। সহ-অধিনায়ক ঋষভ পন্থ। তবে নেতৃত্বের ক্রমতালিকায় তৃতীয় পছন্দ যে রাহুল, তা দেখা গিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। ম্যাঞ্চেস্টার টেস্টে একটা সময় দায়িত্ব পালন করেছিলেন তিনি। কর্ণাটকের তারকা নামলে তাঁর হাতেই ভারত-এ’র অধিনায়কত্ব তুলে দেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে। সেক্ষেত্রে কেবলমাত্র একটি ম্যাচে নেতৃত্ব দিয়েই সন্তুষ্ট থাকতে হবে শ্রেয়সকে।
এক নজরে স্কোয়াড-
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, ধ্রুব জুরেল (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), দেবদত্ত পাডিক্কাল, হর্ষ দুবে, আয়ুষ বাদোনি, নীতিশ কুমার রেড্ডি, মানব সুতার, তনুষ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনূর ব্রার, খলিল আহমেদ, যশ ঠাকুর,
*দ্বিতীয় ম্যাচে কে এল রাহুল ও মহম্মদ সিরাজও খেলবেন।