shreyas-t20-return-pressurizes-surya

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২৩-এর নভেম্বরে শেষবার টি-২০ ক্রিকেটে দেশের হয়ে খেলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এরপর আর সুযোগ দেওয়া হয় নি তাঁকে। ২০২৪-এর গোড়ায় টেস্ট থেকেও বাদ পড়ার পর শুধুমাত্র ওয়ান ডে’তেই নীল জার্সি গায়ে চাপাতে দেখা গিয়েছে তাঁকে। গত বছর নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল জিতেছেন মুম্বইয়ের তারকা। এমনকি মুম্বই অধিনায়ক হিসেবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিও হাতের মুঠোয় ধরেছেন তিনি। কিন্তু তারপরেও ক্ষুদ্রতম ফর্ম্যাটে ব্রাত্যই করে রাখা হয়েছিলো তাঁকে। তবে নির্বাচকদের ভাবনায় বদল এসেছে এই বছরের আইপিএলের (IPL) পর। নাইট রাইডার্স ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। নয়া ফ্র্যাঞ্চাইজিতেও দাপট দেখিয়েছেন তিনি। শুধুমাত্র অধিনায়ক হিসেবে নয়, ব্যাট হাতেও করেছেন দুর্দান্ত পারফর্ম্যান্স। যার ফলে শুরু হয়েছে কুড়ি-বিশের ফর্ম্যাটে তাঁকে ফেরানোর আলোচনা।

Read More: প*র্ণ সাইটে অ্যাকাউন্ট খুললেন মুম্বাই ইন্ডিয়ান্সে প্রাক্তন তারকা, বিতর্ক ক্রিকেট মহলে !!

শ্রেয়সের প্রত্যাবর্তনে প্রশ্ন সূর্যকে নিয়ে-

Suryakumar Yadav and Shreyas Iyer | Image: Getty Images
Suryakumar Yadav and Shreyas Iyer | Image: Getty Images

টি-২০ ও টেস্ট অজ্ঞাতবাস কাটতে চলেছে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ৯ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। দিনকয়েকের মধ্যেই দলগঠনের জন্য বৈঠকে বসতে চলেছেন নির্বাচকেরা। সেখানে মুম্বইয়ের তারকার নাম আলোচিত হবে বলেই জানিয়েছেন এক বোর্ড কর্তা। সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “সর্ব ফর্ম্যাটেই মিডল অর্ডারের জন্য (শ্রেয়স) আইয়ারের ক্লাস ও অভিজ্ঞতা আমাদের প্রয়োজন। সেটার অভাব আমরা ইংল্যান্ডে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে বুঝতে পেরেছি। নির্বাচকেরাও জানেন যে আইয়ার স্পিন বোলিং-এর বিরুদ্ধে একজন অসাধারণ খেলোয়াড়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু’টি করে অর্থাৎ যে চারটি টেস্ট রয়েছে সেখানে ঐ স্পিন খেলার দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”

২০২৪-এর টি-২০ বিশ্বকাপের পর কুড়ি-বিশের ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর বদলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পান সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। গত এক বছরে টি-২০ সিরিজগুলিতে তিন অথবা চার নম্বরে নিয়মিত ব্যাটিং করে এসেছেন তিনি। শ্রেয়সও টি-২০তে সাধারণত তিন বা চারেই ব্যাটিং করে থাকেন। তিন ফিরলে তাই সরাসরি প্রতিদ্বন্দ্বীতা তৈরি হবে সূর্যকুমারের সাথে। এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন বপছর ৩০-এর ডান হাতি, তাতে তিনি অগ্রাধিকার পেলেও আশ্চর্য হবেন না বিশেষজ্ঞরা। এছাড়া কোচ গম্ভীরের সাথে শ্রেয়সের (Shreyas Iyer) রসায়ন এই ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে। ইতিপূর্বে মেন্টর গম্ভীরের সাথে জুটিতে নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতেছেন শ্রেয়স (Shreyas Iyer)। ভারতীয় দলেও গুরু-শিষ্য হাতে হাত মিলিয়ে সাফল্যের সন্ধানে এগোতে পারেন। সেক্ষেত্রে পিছু হটতে হবে সূর্যকেও।

অধিনায়ক হতে পারেন শুভমান গিল-

Shubman Gill | Image: Getty Images
Shubman Gill | Image: Getty Images

ইতিমধ্যেই টেস্টে অধিনায়কত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। তাঁকেই বাকি দুই ফর্ম্যাটেও আগামীর অধিনায়ক হিসেবে চিহ্নিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ওয়ান ডে ও টি-২০তে গত বছর সহ-অধিনায়ক পদ পেয়েছেন তিনি। শ্রেয়স-সূর্য টানাপোড়েনে লাভবান হতে পারেন তিনি। নির্বাচকেরা যদি শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) অগ্রাধিকার দিয়ে সূর্যকে আপাতত পিছনের সারিতে পাঠানোর সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে কুড়ি-বিশের ফর্ম্যাটেও পূর্ণ সময়ের অধিনায়কের মুকুট উঠতে পারে ফাজিলকার তরুণের মাথায়। টি-২০তে নেতৃত্ব দান নতুন নয় শুভমানের জন্য। ইতিমধ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটি সিরিজে দায়িত্ব সামলেছেন তিনি। হারারের পিছিয়ে পড়ার পরও দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ১-৪ ফলে সিরিজ জিতে নিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ আগামীতেও সেই সাফল্যেরই পুনরাবৃত্তি চাইবেন শুভমান।

Also Read: ৪, ৬, ৪, ৬, ৪…রঞ্জিতে বাজিমাত কোহলির, ঝাড়খণ্ডের বিরুদ্ধে করলেন দুর্দান্ত ত্রিশতক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *