রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি বা ইরানী কাপের মত টুর্নামেন্টে নিয়মিত ভালো পারফর্ম্যান্স করা সত্ত্বেও যখন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ইংল্যান্ড সফরের দল থেকে বাদ দেওয়া হয়েছিলো, তখন বিসিসিআই-এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন একঝাঁক প্রাক্তনী। টেস্ট ক্রিকেটে শ্রেয়সকে দরকার টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের, নিদান দিয়েছিলেন তাঁরা। ক্রিকেটমহলের তোপের মুখে পড়ে অবস্থান বদলের ভাবনাচিন্তা শুরু করেছিলেন নির্বাচকেরাও। অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে ভারত-এ দলের দু’টি বেসরকারী টেস্টে অধিনায়ক করা হয়েছিলো শ্রেয়স’কে (Shreyas Iyer) । নাথান ম্যাকস্যুইনি, স্যাম কনস্টাসদের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে জায়গা পেতেই পারতেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে। কিন্তু বিধি বাম। শারীরিক অসুবিধা’র কারণে শেষমেশ অনির্দিষ্টকালের জন্য লাল বলের ফর্ম্যাট থেকে সরেই দাঁড়াতে হলো তাঁকে।
Read More: TOP 3: শুভমানের ‘পথের কাঁটা’ হতে পারেন ‘বন্ধু’ অভিষেক, এই তিন কারণেই দল থেকে করবেন আউট !!
‘বিরতি’ চাইছেন শ্রেয়স আইয়ার-

লক্ষ্ণৌতে অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে প্রথম বেসরকারী টেস্ট ম্যাচটি খেলেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । যদিও ব্যাট হাতে বিশেষ সাফল্য পান নি। মাত্র ৮ করেই ফিরেছিলেন সাজঘরে। ২৩ তারিখ থেকে একানা স্টেডিয়ামেই চলছে দ্বিতীয় ম্যাচ। খেলা শুরুর ঘন্টাকয়েক আগে সরে দাঁড়ান তিনি। তাঁর অবর্তমানে উইকেটরক্ষক-ব্যাটার ধ্রুব জুরেল (Dhruv Jurel) সামলাচ্ছেন অধিনায়কের দায়িত্ব। ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা গিয়েছে যে টিম ইন্ডিয়ার (Team India) মুখ্য নির্বাচক অজিত আগরকার (Ajit Agarkar) ও নির্বাচক কমিটির অন্যান্য সদস্যদের চিঠি দিয়ে শ্রেয়স জানিয়েছেন যে দীর্ঘতম ফর্ম্যাট থেকে সাময়িক বিরতি চান তিনি। চার বা পাঁচদিনের ম্যাচের ধকল সহ্য করতে পারছে না তাঁর শরীর। পিঠে সমস্যা হচ্ছে তাঁর। বাধা হয়ে দাঁড়াচ্ছে ক্লান্তিও।
২০২৩-এ লোয়ার ব্যাকের সমস্যার কারণে অস্ত্রোপচার করাতে হয়েছিলো মুম্বইয়ের ক্রিকেটারকে। আইপিএলে (IPL) সেবার একটি ম্যাচও খেলতে পারেন নি তিনি। চোটের ঝুঁকি এড়াতেই আপাতত লাল বলের ক্রিকেট খেলতে চান না মুম্বইয়ের ডান হাতি ব্যাটার। বিসিসিআই সূত্রে খবর যে আপাতত শ্রেয়স আইয়ার’কে (Shreyas Iyer) লাল বলের ক্রিকেট থেকে দূরেই রাখা হবে। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখবেন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকেরা। ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস ট্রেনারদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখতে হবে শ্রেয়সকে (Shreyas Iyer)। কবে তিনি লাল বলের ফর্ম্যাটে ফিরতে পারবেন অথবা আদৌ ফিরতে পারবেন কিনা তা ঠিক হবে বিশেষজ্ঞদের সাথে আলোচনার পরেই।
লাল বলের ক্রিকেটে শ্রেয়সের পরিসংখ্যান-

২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। মুম্বইয়ের ২০১৫-১৬ মরসুমে ৭৩.৩৮ গড়ে ১৩২১ রান করেছিলেন তিনি। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। যদিও টেস্ট অভিষেকের জন্য শ্রেয়সকে অপেক্ষা করতে হয় ২০২১ অবধি। শেষমেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে শিকে ছিঁড়েছিলো তাঁর ভাগ্যে। কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অভিষেক টেস্টে শতরান করে মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মাদের মত কিংবদন্তির রেকর্ডে ভাগ বসিয়েছিলেন তিনি। ঘরের মাঠের স্পিন সহায়ক উইকেটে ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ হতে পারেন শ্রেয়স (Shreyas Iyer), আশা করেছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু ফর্ম ও ফিটনেস সমস্যার ভুগিয়েছে তাঁকে। ২০২৪-এ ইংল্যান্ড সিরিজের মাঝপথে বাদ পড়ার আগে ১৪ টেস্টে ৩৬.৮৬ গড়ে তিনি করেছিলেন ৮১১ রান। শতক ১টি, অর্ধশতরান ৫টি।