shreyas-not-returning-to-kkr-in-2026

মুম্বইয়ের শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) আইপিএল কেরিয়ারের শুরুটা করেছিলেন দিল্লী’র জার্সিতে। ২০১৮ মরসুমের মাঝপথে গৌতম গম্ভীর সরে দাঁড়ানোয় পেয়েছিলেন নেতৃত্ব’ও। ২০২০-তে তাঁর হাত ধরে ফাইনালও খেলেছিলো দিল্লী। ২০২২ মেগা নিলামের আগে দল ছাড়েন শ্রেয়স। ১২.২৫ কোটি টাকায় তাঁকে ছিনিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স। ইওন মর্গ্যানের উত্তরসূরি হিসেবে নাইটদের (KKR) নেতৃত্ব পান তিনি। ২০২৩-এর আইপিএলে কোমরের চোটের কারণে ডান হাতি ব্যাটার খেলতে না পারলেও ২০২৪-এ ফের তাঁর হাতেই তুলে দেওয়া হয় দায়িত্ব। আস্থার দামও দিয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer) । তাঁর হাত ধরেই খেতাব জিতেছিলো বেগুনি-সোনালী বাহিনী। কেটেছিলো এক দশকের খরা। কিন্তু এরপর অর্থনৈতিক বিষয়ে বনিবনা না হওয়ায় সম্পর্ক ছিন্ন হয় দুই পক্ষের। ২০২৫-এ আর শ্রেয়সকে ধরে রাখার পথে হাঁটেন নি ভেঙ্কি মাইশোর, শাহরুখ খান’রা।

Read More: Asia Cup 2025: এশিয়া কাপে অধিনায়ক সূর্যকুমার, ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াডে শুভমান-যশস্বীরাও !!

শ্রেয়স-কলকাতা রিইউনিয়ন হচ্ছে না-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের ধরে রাখলেও শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) ‘রিলিজ’ করে দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। মেগা নিলামেও তাঁর জন্য বিশেষ আগ্রহ দেখায় নি তারা। বরং ২১ কোটি ৭৫ লক্ষ টাকা খরচ করে ফেরানো হয়েছিলো ভেঙ্কটেশ আইয়ারকে। যে পরিকল্পনা সামনে রেখে দল সাজিয়েছিলো কলকাতা তা যে ভ্রান্ত ছিলো তা প্রমাণিত হয়েছে আইপিএলের (IPL) ময়দানে। একের পর এক ম্যাচ হেরে রীতিমত কোণঠাসা হতে দেখা গিয়েছিলো কলকাতা’কে। ২০২৪-এর চ্যাম্পিয়নরা ২০২৫ মরসুমে লীগ পর্ব শেষ করেছে অষ্টম হয়ে। পায় নি প্লে-অফের টিকিট। শ্রেয়সের (Shreyas Iyer) উত্তরসূরি হিসেবে যাঁরা হাতে তুলে দেওয়া হয়েছিলো নেতৃত্বের দায়িত্ব, হতাশ করেছেন সেই অজিঙ্কা রাহানেও।

নাইটরা আইপিএলের আঙিনায় হতাশ করলেও নতুন দল পাঞ্জাব কিংসের হয়ে জ্বলে উঠেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । ৬০৯ রান করার পাশাপাশি প্রীতি জিন্টার দল’কে নিয়ে গিয়েছিলেন ফাইনালেও। বিশেষজ্ঞমহলে প্রশংসিতও হয় শ্রেয়সের অনবদ্য পারফর্ম্যান্স। দিনকয়েক আগে খবর ছড়িয়েছিলো যে ২০২৫-এর ভুল থেকে শিক্ষা নিয়ে ২০২৬-এ ঘুরে দাঁড়াতে চাইছে কেকেআর (KKR)। তার জন্য আরও একবার শ্রেয়সেরই (Shreyas Iyer) মুখাপেক্ষী হতে চাইছে তারা। ট্রেডিং-এর জন্য পাঞ্জাবের কাছে প্রস্তাব রাখতে পারে শাহরুখ খানের দল। প্রয় তারকার প্রত্যাবর্তনের সম্ভাবনায় খুশিই হয়েছিলেন নাইট সমর্থকেরাও। কিন্তু সত্যিটা সামনে আসায় হতাশই হতে হয়েছে তাঁদের। শ্রেয়সকে ফেরানোর কোনো রকম ভাবনা নেই, সাফ জানিয়েছে তিন বারের চ্যাম্পিয়নেরা।

কলকাতার রেডারে রাহুল, রয়েছেন সঞ্জু’ও-

Sanju Samson | Image: Getty Images
Sanju Samson | Image: Getty Images

ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ১৯তম আইপিএলে (IPL) বড়সড় রদবদল দেখা যেতে পারে নাইট (KKR)  স্কোয়াডেও। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ভেঙ্কটেশ আইয়ার, অনরিখ নর্খিয়া’দের মত একাধিক ‘দামী’ তারকাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজি। বদলে ‘সুপারস্টার সাইনিং’ হিসেবে ভেঙ্কি মাইশোররা স্কোয়াডে সামিল করতে চাইছেন কে এল রাহুল’কে (KL Rahul)। কর্ণাটকের তারকার বর্তমান দল দিল্লী ক্যাপিটালসকে সরাসরি ট্রেডিং-এর প্রস্তাব দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। রাহুল ছাড়াও নাইটদের নজরে রয়েছেন সঞ্জু স্যামসন’ও (Sanju Samson)। রাজস্থান রয়্যালসের সাথে তাঁর সম্পর্ক তলানিতে। রিলিজ নিয়ে চেন্নাইতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে যদি সঞ্জু নিলামে আসেন সেক্ষেত্রে তাঁর জন্য ঝাঁপাতে পারেন শাহরুখরা।

Also Read: শেষ মুহূর্তে মত বদলালেন সঞ্জু স্যামসন, CSK নয় বরং KKR দলে নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *