আইপিএলে পাঞ্জাব কিংসের জার্সিতে অসামান্য ক্রিকেট উপহার দিয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। তাঁর নেতৃত্বে এগারো বছর পর প্লে-অফের ছাড়পত্র আদায় করেছিলো প্রীতি জিন্টার ফ্র্যাঞ্চাইজি। পৌঁছেছিলো ফাইনালেও। অধিনায়ক শ্রেয়সের পাশাপাশি ঝড় তুলেছিলেন ব্যাটার শ্রেয়স’ও। ১৭ ম্যাচে প্রায় ১৭৫ স্ট্রাইক রেট ও ৫০.৩৩ গড়ে তিনি করেছিলেন ৬০৪ রান। সেই চোখধাঁধানো পারফর্ম্যান্সের পর তাঁকে যে এশিয়া কাপের (Asia Cup 2025) দলে রাখা হবে সে ব্যাপারে কার্যত নিশ্চিতই ছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বিসিসিআই হেঁটেছে সম্পূর্ণ উলটো পথে। গত মঙ্গলবার দল ঘোষণা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। ১৫ সদস্যের মূল স্কোয়াডে জায়গা হয় নি শ্রেয়সের (Shreyas Iyer)। তাঁকে রাখা হয় নি পাঁচ সদস্যের স্ট্যান্ড-বাই তালিকাতেও। মিডল অর্ডার তারকার বাদ পড়া রীতিমত চমকে দিয়েছে ক্রিকেটমহলকে। উঠেছে বিতর্কের ঝড়।
Read More: ৪,৪,৪,৬,৬,৬,৬… এশিয়া কাপের আগে দুরন্ত ফর্মে সঞ্জু স্যামসন, হাঁকালেন ৪২ বলে সেঞ্চুরি !!
শ্রেয়সের জন্য বন্ধই রইলো দরজা-

২০২৩-এর নভেম্বরে শেষবার আন্তর্জাতিক টি-২০ খেলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এরপর আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে একটানা ভালো পারফর্ম্যান্স করার পরেও ফেরানো হয় নি তাঁকে। এশিয়া কাপেও বদলালো না ছবিটা। তাঁর বাদ পড়া নিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনেই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো মুখ্য নির্বাচক অজিত আগারকারকে। “ওর (শ্রেয়সের) প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই বলছি-ও কার বদলে খেলবে?” পাল্টা প্রশ্ন করেন তিনি। “এটা (বাদ পড়া) ওর দোষ নয়। আমাদেরও দোষ নয়। আমরা কেবল ১৫ জনকে বেছে নিতে পারি। ওকে আপাতত সুযোগের জন্য অপেক্ষা করতে হবে,” যোগ করেন তিনি। যদিও আগারকারের (Ajit Agarkar) সাফাই মানতে নারাজ অধিকাংশ বিশেষজ্ঞই। মূল স্কোয়াড ও স্ট্যান্ড-বাই তালিকা মিলিয়ে সুযোগ দেওয়া হয়েছে তিনজন উইকেটরক্ষক’কে। তাঁদের মধ্যে একজনকে সরিয়ে রাখাই যেত শ্রেয়স্’কে, মত তাঁদের।
শ্রেয়স (Shreyas Iyer) নিজে অবশ্য এখনও এই প্রসঙ্গে মুখ খোলেন নি সংবাদমাধ্যমের সামনে। তবে তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে খবর যে এশিয়া কাপে সুযোগ পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন তিনি। আগামী ৪ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফির ম্যাচ রয়েছে ওয়েস্ট জোনের। কর্মকর্তারা নাকি তাঁকেই প্রথম অধিনায়কত্বের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এশিয়া কাপে সুযোগ আসতে পারে, এই আশায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন মুম্বইয়ের ক্রিকেটার। এরপর শার্দুল ঠাকুরকে দায়িত্ব দেন নির্বাচকেরা। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এক সূত্র জানিয়েছেন, “হ্যাঁ, (শ্রেয়স) আইয়ার যে ওয়েস্ট জোন নির্বাচক কমিটির দেওয়া নেতৃত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সেই খবরটি সত্যি। তার পরেই নির্বাচকমণ্ডলীর প্রধান সঞ্জয় পাতিল, যিনি কিনা মুম্বইয়েরও প্রধান নির্বাচক, তিনি শার্দুল ঠাকুরকে প্রস্তাব দেন। শার্দুল সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন।”
শ্রেয়স সুযোগ না পাওয়ায় হতাশ তাঁর বাবা-

ভালো খেলেও দিনের পর দিন বঞ্চনার শিকার শ্রেয়স (Shreyas Iyer)। বিসিসিআই-এর অবস্থানে ‘আহত’ তাঁর বাবা সন্তোষ আইয়ার। এশিয়া কাপের দলঘোষণার পর টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হতাশা ব্যক্ত করেছেন তিনি। জানিয়েছেন, “আমি জানি না শ্রেয়সকে ভারতীয় টি-২০ দলে জায়গা পেতে আর কি করতে হবে। ও আইপিএলে বছরের পর বছর রান করে চলেছে। দিল্লী ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স হোক পাঞ্জাব কিংস, অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছে। কলকাতাকে ২০২৪-এ আইপিএল জিতিয়েছে। এবার পাঞ্জাবকেও ফাইনালে তুলেছে।” “আমি বলছি না শ্রেয়সকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন করে দেওয়া হোক। কিন্তু অন্তত সুযোগটুকু তো দিক। ডাক না পেলেও ও মেজাজ হারায় না। শুধু বলে, ‘হয়ত এটাই আমার কপাল।’ কিন্তু মনের মধ্যে হতাশা তো জমেই,” সংযোজন তাঁর।