গতকাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মধ্যপ্রদেশকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বাধীন মুম্বই দল। প্রথম ব্যাট করে অধিনায়ক রজত পতিদারের ৪০ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে মধ্যপ্রদেশ তোলে ৮ উইকেটের বিনিময়ে ১৭৪ রান। রান পান নি ভেঙ্কটেশ আইয়ার। করেন ৯ বলে ১৭। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী শ-এর (Prithvi Shaw) উইকেট খুইয়েছিলো মুম্বই। ভালো ফর্মে থাকা অজিঙ্কা রাহানেও গতকাল ৩০ বলে ৩৭ রান করেই ফেরেন সাজঘরে। তিনে নেমে অধিনায়ক শ্রেয়স করেন ৯ বলে ১৬। ইনিংসের হাল ধরেছিলেন সূর্যকুমার। তাঁর ৪৮-এর পাশাপাশি লোয়ার অর্ডারে সূর্যাংশ শেগড়ের ১৫ বলে ৩৬* রানের ক্যামিও জয় নিশ্চিত করে মুম্বইয়ের। এই সাফল্যের সাথে সাথেই নয়া নজির গড়ে ফেললেন শ্রেয়স (Shreyas Iyer)। একই ক্যালেন্ডার বর্ষে জিতলেন চার ট্রফি।
Read More: IND vs AUS 3rd Test: “ওর সমস্যাটা আসলে…” বিরাট ব্যর্থতার ময়নাতদন্ত করলেন ম্যাথু হেডেন !!
নেতা হিসেবে জোড়া খেতাব শ্রেয়সের-
২০২৪ সালে অধিনায়ক হিসেবে সেরাদের তালিকায় জায়গা করে নিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । প্রথম চমকটা দিয়েছিলেন আইপিএলের আঙিনায়। কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয় আইপিএল (IPL) ট্রফি এনে দেন তিনি। ব্যাটিং-এর পাশাপাশি তাঁর মগজাস্ত্রের জোর নজর কেড়েছিলো গোটা টুর্নামেন্ট জুড়ে। যেভাবে হর্ষিত রাণা (Harshit Rana), বৈভব আরোরাদের মত তরুণ বোলারদের ব্যবহার করেছেন তিনি, যেভাবে অঙ্গকৃষ রঘুবংশীর (Angkrish Raghuvanshi) মত অনভিজ্ঞ ব্যাটারকে নিয়মিত সুযোগ দিয়ে তৈরি করে নিয়েছিলেন ম্যাচ উইনার হিসেবে, তার তারিফ করেছেন সকলে। পাশাপাশি ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন শ্রেয়স (Shreyas Iyer) । ৩৫১ রান করেছেন। এর মধ্যে ফাইনালের চোখধাঁধানো অর্ধশতকটিও সামিল ছিলো। ২০২৪-এ তাঁর আইপিএল পারফর্ম্যান্সের সুবাদেই ২০২৫-এর নিলামে তাঁর দর আকাশ ছুঁয়েছে।
টি-২০ ফর্ম্যাটে মুম্বই দল’ও অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলো শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) । সেখানেও সোনা ফলালেন তিনি। ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে দল ভালো ছন্দে নেই। তা সত্ত্বেও টি-২০ ফর্ম্যাটে সেই দলকেই চ্যাম্পিয়ন করলেন শ্রেয়স। সামনে থেকে নেতৃত্ব দেওয়া কাকে বলে তা ঘরোয়া ক্রিকেটের আঙিনায় দেখিয়ে দিয়েছেন ডান হাতি ব্যাটার। প্রথম ম্যাচেই গোয়ার বিরুদ্ধে অসামান্য শতরান করেছিলেন। মাত্র ৫৭ বলে ১০টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে তিনি করেন ১৩০ রান। মহারাষ্ট্রের বিপক্ষে ৭১ করেছেন, সেমিফাইনালে বরোদার বিপক্ষেও তিনি খেলেছিলেন ৪৬ রানের ইনিংস। ব্যাটার শ্রেয়সকে (Shreyas Iyer) ছাপিয়ে গিয়ে আরও একবার নজর কেড়েছেন অধিনায়ক শ্রেয়স। গতকাল যেভাবে রজত পতিদারের বিপক্ষে স্পিন ব্যবহারই করলেন না তিনি, তাকে ‘মগজাস্ত্রের’ কামাল বলেই মনে করছে ক্রিকেটদুনিয়া।
দেখে নিন শ্রেয়সের চার সাফল্য-
SHREYAS IYER IN 2024:
– Won Ranji Trophy.
– Won IPL Trophy.
– Won Irani Cup.
– Won Syed Mushtaq Ali Trophy.– SHREYAS, THE SERIAL TROPHY WINNER. 🏆🌟 pic.twitter.com/L36UqNMuF7
— Tanuj Singh (@ImTanujSingh) December 15, 2024
লাল বলের ফর্ম্যাটেও জিতেছেন দুটি ট্রফি-
টি-২০তে জোড়া সাফল্য ছাড়াও ২০২৪-এ লাল বলের ফর্ম্যাটেও দুটি ট্রফি জিতেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) । মুম্বইয়ের জার্সিতে দুটি খেতাবই অবশ্য জিতেছেন অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে। বছরের একদম গোড়ায় জিতেছিলেন রঞ্জি ট্রফি। ফাইনালে তামিলনাড়ুর বিরুদ্ধে ৯৫ রানের একটি চমৎকার ইনিংসও খেলেছিলেন তিনি। এরপর লক্ষ্ণৌর মাঠে ইরানী কাপ’ও জেতেন। রঞ্জি জয়ী মুম্বই দলের সদস্য হিসেবে অবশিষ্ট ভারত একাদশের বিপক্ষে মাঠে নেমেছিলেন শ্রেয়স। প্রথম ইনিংসে ৫৭ রান’ও করেন। যদিও সেই ম্যাচে লাইমলাইট কেড়ে নিয়ে গিয়েছিলেন সরফরাজ খান ও অভিমন্যু ঈশ্বরণ। ২০২৪-এর শুরুটা ভালো হয় নি শ্রেয়সের (Shreyas Iyer) । টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন। বোর্ডের নির্দেশ না মেনে ছাঁটাই হয়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকেও। কিন্তু শেষটা সাফল্যের সোনালী আলো গায়ে মেখেই করছেন তিনি।