shreyas-iyer-willing-to-play-ct-2025

২০২৪ সালটা ভালোয়-মন্দয় মিশিয়ে কেটেছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer)। ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লীগে ভালো পারফর্ম করেছেন তিনি। জিতেছেন ট্রফি। কিন্তু আন্তর্জাতিক আঙিনায় বিশেষ সুযোগ পান নি তিনি। বছরের একদম গোড়াতেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে টিম ইন্ডিয়া (Team India) থেকে বাদ পড়েছিলেন তিনি। এরপর রঞ্জি ট্রফি খেলা নিয়ে বিসিসিআই-এর সাথে জড়িয়ে পড়েছিলেন সংঘাতে। ফলস্বরূপ খোয়াতে হয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিও। টি-২০ বিশ্বকাপে ডাক পান নি শ্রেয়স (Shreyas Iyer)। অগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলেন। কিন্তু এরপর ফের বাদ পড়তে হয় তাঁকে। সুযোগ আসে নি বাংলাদেশ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS)। নতুন বছরে সেই অন্ধকার অধ্যায়কে ভুলতে চান শ্রেয়স (Shreyas Iyer)। আপাতত তাঁর ফোকাসে কেবল চ্যাম্পিয়ন্স ট্রফি (Ct 2025)।

Read More: CT 2025: নিশ্চিত নন কামিন্স, ফিরছেন হ্যাজলউড, চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার !!

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান শ্রেয়স-

KL Rahul and Shreyas Iyer | Image: Getty Images
KL Rahul and Shreyas Iyer | Image: Getty Images

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকার মত দল ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। কিন্তু উলটো পথে হেঁটেছে বিসিসিআই। ‘ধীরে চলো’ নীতি নিয়েছে তারা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে সাম্প্রতিক ব্যর্থতার পর্যালোচনার পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দল নির্বাচনের পথে হাঁটতে চাইছে তারা। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি’র (Virat Kohli) মত মহাতারকাদের ব্যাটে রান নেই। পেস আক্রমণের অন্যতম ভরসা জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) পিঠের চোটের কারণে অনিশ্চিত। আরেক তারকা পেসার মহম্মদ শামি চোট সারিয়ে সদ্য ফিরেছেন ক্রিকেটের আঙিনায়। এমতাবস্থায় কোন ১৫ জনের জায়গা হবে দুবাইগামী বিমানে তা নিয়ে এই মুহূর্তে চলছে জোর জল্পনা।

সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে জানা গিয়েছে যে আগামী ১৮ বা ১৯ তারিখ ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াড। তার আগে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির উদ্দেশ্যে বার্তা দিলেন শ্রেয়স আইয়ার। স্পষ্ট জানালেন যে আসন্ন টুর্নামেন্টে খেলতে চান তিনি। এক সাক্ষাৎকারে বলেছেন, “কে এল রাহুল আর আমি ২০২৩-এর বিশ্বকাপে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলাম। একসাথে একটা দুর্দান্ত মরসুম কাটিয়েছিলাম। ফাইনালে যা চেয়েছিলাম, তেমনটা করে উঠতে পারি নি। যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আসে, তাহলে তা আমার জন্য গর্বের মুহূর্ত হবে।” আইসিসি টুর্নামেন্টের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। কুড়ি-বিশের স্কোয়াডে নাম নেই শ্রেয়সের (Shreyas Iyer)। থাকতে পারেন ওডিআই দলে।

ভালো ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | Image: Twitter
Shreyas Iyer | Image: Twitter

গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটে রঞ্জি ট্রফি, ইরানী ট্রফি জিতেছেন শ্রেয়স (Shreyas Iyer)। অধিনায়ক হিসেবে সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT 2024) ও আইপিএলের (IPL 2024) মত সাদা বলের খেতাব’ও জিতেছেন তিনি। ব্যাট হাতেও তিন ফর্ম্যাটেই রয়েছেন দুর্দান্ত ফর্মে। এই মরসুমে মুম্বইয়ের জার্সিতে রঞ্জি ট্রফিতে দ্বিশতক করেছেন ওড়িশার বিরুদ্ধে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-২০ ফর্ম্যাটে তাঁর ব্যাট থেকে বড় রান এসেছে তাঁর ব্যাট থেকে। গোয়ার বিরুদ্ধে করেন অপরাজিত ১৩০। পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও আগুনে ছন্দে রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে মাত্র ৫৫ বলে করেছিলেন অপরাজিত ১১৪ রান আর পুদুচ্চেরীর বিপক্ষেও করেন অপরাজিত ১৩৭ রান। ফর্মের নিরিখে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে শ্রেয়সের থাকা উচিৎ বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

Also Read: “ক্যাপ্টেন খুঁজে নিন…” BCCI-এর মুখের উপর বললেন রোহিত শর্মা, খুব শীঘ্রই নেবেন অবসর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *