shreyas-iyer-to-regain-bcci-contract

২০২৪ সালে বড়সড় বিতর্কে জড়িয়েছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। বছরের গোড়ার দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন অফ ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। বিসিসিআই রঞ্জি ট্রফি খেলার নির্দেশ দিয়েছিলো শ্রেয়সকে। কিন্তু তা মানতে রাজী হন নি মুম্বইয়ের ক্রিকেটার। কোমরে চোট রয়েছে, বোর্ড’কে জানান তিনি। বেঙ্গালুরুর এনসিএ-তে চিকিৎসকেরা শ্রেয়সকে (Shreyas Iyer) পরীক্ষা করেও কোনো চোট-আঘাত যদিও দেখেন নি। এরপরই বিসিসিআই-এর রোষানলে পড়েন ক্রিকেট তারকা। তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেঁটে ফেলা হয়। দীর্ঘ কয়েক মাস ভারতীয় দলের অন্দরে প্রবেশের সুযোগও মেলে নি তাঁর। অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ফেরানো হয়েছিলো ঠিকই, কিন্তু এরপর ফের তাঁকে বাদ দেন নির্বাচকেরা। শেষমেশ ২০২৫-এ শিকে ছিঁড়েছে তাঁর ভাগ্যে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলেছেন শ্রেয়স। নিয়মিত খেলছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও।

Read More: CT 2025 IND vs NZ: ফাইনালে শিকে ছিঁড়লো আর্শদীপ-ঋষভদের ভাগ্যে, প্রকাশ্যে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ !!

বাইশ গজে উজ্জ্বল শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

প্রত্যাবর্তনের পর নতুন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) দেখছে ক্রিকেটের বাইশ গজ। যেন ধারাবাহিকতার অন্য নাম হয়ে উঠেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে নাগপুরে প্রথম ম্যাচে মাত্র ৩৬ বলে ঝোড়ো ৫৯ রান করে ভারতীয় ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন মুম্বইয়ের ক্রিকেটার। কটকে দ্বিতীয় ম্যাচেও সফল হন তিনি। ৪৭ বলে করেন ৪৪। তৃতীয় ম্যাচটি ছিলো আহমেদাবাদে। ৭৮ রানের ইনিংস খেলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) নজর কাড়া ছন্দে রয়েছেন শ্রেয়স। অর্ধশতক করেছেন পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। সেমিফাইনালে দুই ওপেনার’কে দ্রুত হারিয়েছিলো ‘মেন ইন ব্লু।’ কঠিন পরিস্থিতিতে বিরাট কোহলির সাথে জুটি গড়ে ভারতকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। দুবাইয়ের মাঠে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৫। ২০২৫-এ ৭ ম্যাচে প্রায় ৫৪ গড়ে শ্রেয়স (Shreyas Iyer) করেছেন ৩৭৬ রান। ৭টি ম্যাচের মধ্যে ৪টি অর্ধশতক’ও রয়েছে তাঁর।

বাদ পড়ার পর দমে যান নি শ্রেয়স (Shreyas Iyer)। করেছেন কঠোর অনুশীলন। ডান হাতি তারকা’র ব্যাটিং-এও উন্নতির ছাপ স্পষ্ট। আগে শর্ট বলের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়তে দেখা যেত তাঁকে। প্রত্যাবর্তনের পর হুক ও পুল শটে বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে। মার্ক উড, জোফ্রা আর্চারদের মত এক্সপ্রেস গতির বোলারদেরও নির্দ্বিধায় পাঠিয়েছেন বাউন্ডারির ঠিকানায়। আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সেই ম্যাচে শ্রেয়স আইয়ারকেই ভারতীয় মিডল অর্ডারের প্রধান ভরসা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত বছর জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটের আঙিনায় চার’টি ট্রফি জিতেছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। আইপিএল, সৈয়দ মুস্তাক আলি ট্রফি’র পাশাপাশি রঞ্জি ও ইরানী কাপ জয়ের পালক’ও যুক্ত হয়েছিলো তাঁর মুকুটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটাও ট্রফি জিতেই হোক, চাইবেন তিনি।

ফিরে পাচ্ছেন কেন্দ্রীয় চুক্তি-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

শীঘ্রই ধারাবাহিকতার পুরষ্কার পেতে চলেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে যে শ্রেয়সকে আবারও একবার কেন্দ্রীয় চুক্তির অংশ করতে চলেছে বিসিসিআই। গত বছর বাদ পড়ার আগে বি গ্রেডে ছিলেন তিনি। বাৎসরিক ৩ কোটি টাকা পেতেন বোর্ডের থেকে। সেখানেই মুম্বইয়ের তারকাকে ফেরানো হয় নাকি অন্য কোনো স্তরে রাখা হয় তা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই। শ্রেয়সের (Shreyas Iyer) সাথেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন ঝাড়খণ্ডের ঈশান কিষণ। ঘরোয়া ক্রিকেট না খেলতে চেয়ে বিসিসিআই-এর সাথে সংঘাতের পথে হেঁটেছিলেন তিনিও। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে নিয়ে ঙ্ক্রিকেট নিয়ামক সংস্থার অবস্থান বদলের কোনো সম্ভাবনা রয়েছে বলে খবর মেলে নি। ২০২৩ সালের নভেম্বরে শেষবার ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন ঈশান। তার পর থেকে দলের বাইরেই রয়েছেন তিনি।

Also Read: “ধর্ম আগে না দেশ?” রোজা ভাঙায় কট্টরপন্থীদের নিশানায় শামি, ক্রিকেট তারকার পাশেই নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *