২০২৪ সাল ওঠানামার মধ্যে দিয়ে যাচ্ছে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) কেরিয়ার। বছরের শুরুটা মোটেই ভালো হয় নি তাঁর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ব্যর্থ হয়েছিলেন। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ চলাকালীন অফ ফর্মের কারণে বাদই পড়ে যান ভারতীয় দল থেকে। ছন্দে ফিরতে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছিলো বিসিসিআই। কিন্তু মানতে চান নি শ্রেয়স। চোটের কথা বলেন তিনি। বেঙ্গালুরুর এনসিতে পরীক্ষার পর অবশ্য কোনো চোট-আঘাত খুঁজে পান নি চিকিৎসকেরা। শ্রেয়সের (Shreyas Iyer) আচরণে ক্ষুব্ধ বোর্ড কর্তারা তাঁকে ছেঁটে ফেলেন কেন্দ্রীয় চুক্তি থেকে। শাস্তি পেলেও ভেঙে পড়েন নি তিনি। আইপিএলের (IPL) আসরে প্রমাণ করেছিলেন নিজেকে। তারপরেও একাধিক বার জুটেছে উপেক্ষা। পিছু না হটে পারফর্ম্যান্স দিয়েই নিজেকে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলার অন্যতম দাবীদার হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি।
Read More: আসন্ন ম্যাচে খেলবেন হার্দিক পান্ডিয়া, দীর্ঘ বিরতির পর মাঠে ফিরছেন তারকা অলরাউন্ডার !!
আগুনে ফর্মে রয়েছেন শ্রেয়স-
ব্যাট হাতে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যে ঘরোয়া ক্রিকেটে না খেলতে চাওয়ার জন্য কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে হয়েছিলো তাঁকে, নিজেকে প্রমাণ করার মঞ্চ হিসেবে সেই ঘরোয়া ক্রিকেটকেই বেছে নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ম্যাচ, লিস্ট-এ এবং টি-২০, তিন ফর্ম্যাটেই খেলছেন দাপটের সাথে। রঞ্জি মরসুমের শুরুতেই ওড়িশার বিরুদ্ধে দুর্দান্ত দ্বিশতরান করে নজর কেড়েছিলেন মুম্বইয়ের ক্রিকেটার। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SMAT) অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছিলেন তিনি। নির্বাচকদের আস্থার দাম দিয়েছেন শ্রেয়স (Shreyas Iyer)। আইপিএলের পর আরও একবার মগজাস্ত্রের ধার প্রয়োগ করে দলকে ট্রফি এনে দিয়েছেন। জ্বলে উঠেছিলেন ব্যাট হাতেও। গোয়ার বিপক্ষে করেন দুর্দান্ত শতরান। মহারাষ্ট্রের বিরুদ্ধে ৭১ ও বরোদার বিপক্ষে ৪৬ রানের ঝোড়ো ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে।
পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও নিজের অপরিহার্য্যতা ফের একবার প্রমাণ করেছেন শ্রেয়স (Shreyas Iyer)। বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) গ্রুপ পর্বের ম্যাচে তারকাখচিত কর্ণাটকের বিরুদ্ধে মাত্র ৫০ বলে শতকের মাইলস্টোন স্পর্শ করেছেন তিনি। আহমেদাবাদের মাঠে ৫৫ বলে অপরাজিত থাকেন ১১৪ রান করে। মারেন ১০টি ছক্কা ও ৫টি চার। স্ট্রাইক রেট ছিলো ২০৭.২৭। মুম্বই ম্যাচটি হেরে গেলেও ক্রিকেটমহলের কুর্নিশ আদায় করে নিয়েছেন তাদের অধিনায়ক। কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর টেস্ট বা টি-২০ স্কোয়াডে ঠাঁই হয় নি শ্রেয়সের (Shreyas Iyer)। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচ খেললেও তাঁর প্রতি খুব একটা ইতিবাচক মনোভাব দেখায় নি টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অর্ডার নিয়ে চলেছিলো পরীক্ষানিরীক্ষা। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করে ‘মেন ইন ব্লু’কেই যেন বার্তা দিয়ে রাখলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চিত শ্রেয়স-
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভেন্যু কি হবে তা নিয়ে জটিলতা দেখা গিয়েছিলো। পাকিস্তানে খেলতে যেতে রাজী হয় নি ভারত। বিস্তর জলঘোলা শেষে হাইব্রিড মডেলে মিলেছে রফাসূত্র। টিম ইন্ডিয়ার ম্যাচগুলি হবে দুবাইতে। ২০, ২৩ ফেব্রুয়ারি ও ২ মার্চ গ্রুপ পর্বের ম্যাচগুলি রয়েছে ভারতের। স্কোয়াড এখনও ঘোষণা করে নি বিসিসিআই। তবে সম্প্রতি যে ফর্মে রয়েছেন শ্রেয়স (Shreyas Iyer) তাতে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রোহিত-কোহলি-পন্থদের সাথে তাঁর থাকা এক প্রকার নিশ্চিতই। তাঁকে পছন্দের চার নম্বর পজিশনেই খেলানোর সিদ্ধান্ত নিতে পারেন কোচ গৌতম গম্ভীর। কেকেআরের হয়ে গম্ভীর-শ্রেয়স জুটি সাফল্য পেয়েছিলো। ভারতের জার্সিতে শুরুটা আশানুরূপ হয় নি তাদের পার্টনারশিপের। কিন্তু আসন্ন টুর্নামেন্টে ফুল ফোটাবেন দু’জনেই। আশায় ক্রিকেটজনতা।