গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর থেকেই উঠে আসছে একাধিক প্রশ্ন। কলকাতা নাইট রাইডার্স দলের (KKR) ভক্তদের প্রধান চিন্তার বিষয় হয়ে উঠেছে গুরু গম্ভীরের জায়গা কে নেবেন! সমাজ মাধ্যমে একাধিক কিংবদন্তিদের নাম সামনে উঠে এসেছে। সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly), জ্যাক ক্যালিস (Jacques Kallis), রাহুল দ্রাবিড় (Rahul Dravid) প্রমুখ কিংবদন্তিদের নাম মেন্টর হিসাবে উঠে এসেছে। তবে কে দলের মেন্টর হতে চলেছেন তা সময়ই বলবে।
শ্রেয়াসকে রিটেন করবে না KKR
তবে, এরই মাঝে আরও একটি সূত্র জানিয়ে দিয়েছে, শুধু গৌতম গম্ভীর (Gautam Gambhir) নন এবার দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ছেড়ে দিতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স শিবির। কয়েকদিন আগেই কলকাতা দলের পেসার হার্ষিত রানা (Harshit Rana) শ্রেয়স আইয়ারকে রিটেন করবে না বলে জানিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “KKR’এর খুব কাছে রয়েছেন রাসেল ও নারাইন। ওদের দুজনকেই আগে রিটেন করবে KKR।” এই পরিস্থিতিতে শ্রেয়াসকে অন্য দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।
প্রথমত, কিছুদিন আগেই দিল্লি ক্যাপিটালস দলের প্রধান কোচের পদ হারিয়েছেন রিকি পন্টিং (Ricky Ponting)। দীর্ঘ ৭ বছর দিল্লি দলের দায়িত্ব পেয়েও কিছু করতে পারেননি পন্টিং, তাই তাকে ছাঁটাই করলো দিল্লি শিবির। এবার, তাকে দলে পেতে উৎসাহ প্রকাশ করেছেন কিং খান। জানা গিয়েছে খেলোয়াড় হিসেবে আইপিএলের মঞ্চে অভিষেক করা কলকাতা নাইট রাইডার্স দলে ফিরেছেন কিংবদন্তি রিকি পন্টিং (Ricky Ponting)।
Read More: গম্ভীরের জামানায় কপাল পুরলো হার্দিক পান্ডিয়ার, বিশ্বকাপের হিরোর হাতে উঠছে T20 দলের অধিনায়িকত্ব !!
পন্টিং হচ্ছেন দলের নতুন মেন্টর
নাইট শিবিরে পন্টিং যুক্ত হওয়ার সাথে সাথে ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক পরিবর্তন হতে দেখা যেতে পারে। গম্ভীরের পাশাপশি শ্রেয়াস কলকাতা ছাড়লে তার জায়গায় দলে আসতে চলেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। দলের দায়িত্ব নিতে পারেন তিনি, অধিনায়ক হিসেবে দলকে সফল করতে ব্যর্থ ছিলেন পন্থ। তাই দিল্লি ফ্রাঞ্চাইজি তাকে মুক্তি দিতে পারে।
যেহেতু পন্টিং কলকাতা শিবিরে থাকবেন তাই তিনি তার পছন্দের পন্থকে KKR দলের দায়িত্বে শামিল করবেন। ২০২৩ সালে চোটের কারণে পন্থ যখন আইপিএলের বাইরে ছিলেন তখন পন্থের উদ্যেশ্যে তার জার্সি ডাগ আউটে টানিয়ে রাখা হয়েছিল। আর এই পরিকল্পনাটা ছিল পন্টিংয়ের, এই পরিস্থিতিতে দিল্লি পন্থকে মুক্তি দিলেই পন্টিং তাকে দলে শামিল করবেন।