শাহরুখ খানের পর শ্রেয়সকে ধোঁকা দিলেন প্রীতি জিন্টা, প্রথম মরসুমের পরেই দিচ্ছেন দল থেকে বাদ !! 1

আইপিএলের (IPL 2025) মতো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল বদলের ঘটনা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে এই টুর্নামেন্টে এমন কিছু ক্রিকেটার আছেন যারা দীর্ঘদিন ধরে একটি দলের হয়েই নিজেদের অবদান রেখে চলেছেন। বিরাট কোহলি (Virat Kohli) উদ্বোধনী মরসুম থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangaluru) দলের হয়ে অংশগ্রহণ করছেন। তবে এই বছর প্রথমবার ট্রফি জয় করার সুযোগ পান। ফাইনালে আরসিবি পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়েছিল। গত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে ট্রফি জয় করার পর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) এই বছর প্রীতি জিন্টার (Preity Zinta) দলকে ফাইনালে নিয়ে যান। তবে আবারও তার কপালে জুটছে বঞ্চনা।

Read More: রিচা ঘোষ চ্যাম্পিয়ন হতেই WPL’এ নতুন দল, KKR মালিকের কাছে বিশেষ আর্জি সৌরভ গাঙ্গুলীর !!

শ্রেয়সের নেতৃত্বে সাফল্য-

Ipl 2025,shreyas iyer, kkr, শ্রেয়স আইয়ার
Shreyas Iyer | Image: Getty Images

২০২৪ আইপিএলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুরন্ত ফর্মে ছিল। লিগ পর্বে তারা ১৪ ম্যাচের মধ্যে ৯ ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে শেষ চারে প্রবেশ করেছিল। এরপর কোয়ালিফায়ার ১ এবং ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Haydrabad) বিপক্ষে মাঠে নামে কলকাতা। এই দুই ম্যাচেই ব্যাট হাতে অর্ধশতরান হাঁকিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। কোয়ালিফায়ার ১’এ শ্রেয়স‌ও একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছিলেন।

ফাইনালে শেষ পর্যন্ত হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাইট রাইডার্স। টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ট্রফি তোলে শাহরুখ খানের (Sharukh Khan) দল। কিন্তু সফলতা এনে দেওয়ার পরেও এই বছর আইপিএলের মেগা নিলামের আগে শ্রেয়সকে ছেড়ে দেয় কলকাতা। ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস এই তারকাকে নিয়ে দল সাজায়‌। অধিনায়ক হিসেবে ১১ বছর পর প্রীতি জিন্টারদের এই বছর ফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। ব্যাট হাতেও টুর্নামেন্টে দুরন্ত ফর্মে ছিলেন এই তারকা। টুর্নামেন্টে ১৭ ম্যাচে ৬০৪ রান সংগ্রহ করেন।

পাঞ্জাব কিংস থেকেও বঞ্চনা-

Ipl 2025
Shreyas Iyer | Images: Getty Images

কলকাতা নাইট রাইডার্সকে (KKR) তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন করার পরেও যোগ্য সম্মান পাননি শ্রেয়স। তাকে রিটেন করেননি কর্মকর্তারা। এই সিদ্ধান্ত রীতিমতো সমালোচনার মুখে পড়েছিল। এবার সূত্র অনুযায়ী পাঞ্জাব কিংস (PBKS) আগামী মরসুমের আগেই এবার এই ব্যাটসম্যানকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। দলের অন্দরে অনেকেই নাকি ফাইনালের হার মেনে নিতে পারেনি। প্রধান কোচ রিকি পন্টিং’এর সঙ্গে মত পার্থক্যেও জড়িয়ে পড়েন বলেও খবর সামনে এসেছিল।

অন্যদিকে সম্প্রতি অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ চলাকালীন গুরুতর চোট পান এই তারকা ব্যাটসম্যান। সিরিজে তৃতীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় পাঁজরে আঘাত পেয়েছিলেন। যার কারণে তাকে সিডনি হাসপাতালে ICU’তে পর্যন্ত ভর্তি করা হয়েছিল। ফলে শ্রেয়স (Shreyas Iyer) কবে চোট সারিয়ে আবারও মাঠে ফিরবেন তা এখনও নিশ্চিত নয়। এই কারণেও পাঞ্জাব কিংসের (PBKS) কর্মকর্তারা তাকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন বলে খবর সামনে এসেছে। তবে অফিশিয়ালি কিছুই এখন‌ও প্রকাশ করা হয়নি।

Read Also: বাদ ঋষভ পান্থ এন্ট্রি নিচ্ছেন ধ্রুব জুরেল, SA বিপক্ষে টেস্ট সিরিজের আগেই এল গুরুত্বপূর্ণ তথ্য !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *