রঞ্জি ট্রফির সেমিফাইনালে সম্পূর্ণরূপে ফ্লপ শ্রেয়াস আইয়ার, ৩ রান বানিয়ে ফিরলেন প্যাভিলিয়নে !! 1

Shreyas Iyer: রঞ্জি ট্রফির চলতি মৌসুমের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি হচ্ছে মুম্বাই ও তামিলনাড়ুর দলের মধ্যে। বিসিসিআই’এর কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়া শ্রেয়াস আইয়ারও এই ম্যাচে খেলছেন। KKR’ দলের অধিনায়কের উপর নজর ছিল ভারতীয় ক্রিকেট ফ্যানদের। তবে রঞ্জির কামব্যাক ম্যাচে সম্পূর্ণরূপে ব্যার্থ শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। মাত্র ৩ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় আইয়ারকে।

সম্প্রতি বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকে বাতিল হয়েছেন শ্রেয়স। মূলত বেশ কিছু সূত্রের খবর অনুযায়ী, শ্রেয়স মুম্বইয়ের মুখ্য নির্বাচক রাজু কুলকার্নিকে তাঁর পিঠের সমস্যার কথা জানিয়েছিলেন এবং রঞ্জি ট্রফির কোয়াটারফাইনাল না খেলার সিদ্ধান্ত নেন। অন্যদিকে ব্যাঙ্গালুরু NCA’তে স্পোর্টস সায়েন্স অ্যান্ড মেডিসিনের প্রধান নীতীন প্যাটেল BCCI’কে মেইল করে স্পষ্ট জানিয়ে দেন যে, শ্রেয়সের পিঠে কোনও চোট নেই। আর সেই খবর প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠে ভারতীয় ক্রিকেট বোর্ড।

রঞ্জির সেমিফাইনালে ফ্লপ শ্রেয়স

Shreyas Iyer,
Shreyas Iyer | Image: Twitter

আজকের ম্যাচের কথা বলতে গেলে, মুম্বাইয়ের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের প্রথম দিনে তামিলনাড়ু দল নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। এরপর দিনের খেলা শেষে মুম্বাই দলের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪৫ রান যেখানে দ্বিতীয় দিনের খেলায় তামিলনাড়ু দলের বোলাররা প্রথম সেশনে দুর্দান্ত বোলিং দেখিয়ে ৪ উইকেট তুলে নেন। মুম্বাইয়ের স্কোর ছিল ৯১।

এরপর ব্যাট করতে আসা শ্রেয়াস আইয়ারের কাছ থেকে সবাই বড় ইনিংসের আশা করেছিল, কিন্তু ব্যক্তিগত ৩ রানে তামিলনাড়ু দলের ফাস্ট বোলার সন্দীপ ওয়ারিয়ার তার একটি দুর্দান্ত ইনসুইং বলে শ্রেয়সকে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান। টিম ইন্ডিয়াতে কামব্যাক করার জন্য এই ম্যাচে পারফর্ম করা শ্রেয়াসের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে তিনি সম্পূর্ণ রূপে ফ্লপ হওয়ায় দ্বিতীয় ইনিংসে তার থেকে একটি বড় রানের অপেক্ষায় থাকবে ভক্তরা।

আরও পড়ুন | অল্পের জন্য প্রাণ বাঁচলো যুজবেন্দ্র চাহালের, কুস্তিগীরের কাঁধে চেপে খেলেন শূন্যে ঘুরপাক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *