সম্ভাবনাতেই পড়লো সিলমোহর, পাঞ্জাব কিংস দলের ক্যাপ্টেন হলেন শ্রেয়াস আইয়ার !! 1

১০ বছর পর কলকাতা নাইট রাইডার্স দলকে আইপিএল শিরোপা জয় করিয়েছিলেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। তবুও শ্রেয়াসকে মোটা টাকা দিয়ে ধরে রাখার দুঃসাহস দেখাতে পারেনি নাইট রাইডার্স। এবার শ্রেয়াসকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করলো পাঞ্জাব কিংস (PBKS)। জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এর মঞ্চে পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন হিসাবে তাঁর নাম ঘোষণা করা হয়। শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে আইপিএল শিরোপা জয় লরেছিলেন শ্রেয়স, তবে এবারের আইপিএলে প্রীতির পাঞ্জাবে যুক্ত হলেন তিনি।

পাঞ্জাব দলের ক্যাপ্টেন হলেন শ্রেয়স

Shreyas iyer
Shreyas Iyer | Image: Twitter

দলের অধিনায়ক হয়ে বেশ খুশি শ্রেয়স। শ্রেয়স এবারের আইপিএলে ২৬.৭৫ কোটি টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস দলে শামিল হয়েছেন। তারকা এই খেলোয়াড়কে ক্যাপ্টেন করা হবে তা জানাই ছিল। তবে আনুষ্ঠানিক ভাবে তার ঘোষণা করার প্রয়জন ছিল। শ্রেয়স অধিনায়ক হওয়ার প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “দল আমার উপর ভরসা রেখেছে বলে আমি গর্বিত। কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবার কাজ করার সুযোগ এসেছে, আমি মুখিয়ে রয়েছি। আমাদের দল শক্তিশালী আছে। তারুণ্য এবং অভিজ্ঞতার মেলবন্ধন রয়েছে দলের মধ্যে। আমার উপর যে ভরসা দেখানো হয়েছে তার সুবিচার করতে চাই, দলকে প্রথম আইপিএল ট্রফি জেতাতে চাই।”

Read More: নিজের পায়েই কুড়ুল মারলো পাকিস্তান, জেদের বশে খুইয়ে বসলো কোটি-কোটি টাকা !!

বিগ বসের অনুষ্ঠানে শ্রেয়স ছাড়াও পাঞ্জাব কিংসের যুজবেন্দ্র চহাল (Yuzvendra Chahal) এবং শশাঙ্ক সিংহ (Shashank Singh)। প্রসঙ্গত, দিল্লি থেকে পাঞ্জাব দলের কোচ হওয়ার পর রিকি পন্টিংয়ের ক্যাপ্টেন হিসাবে পছন্দ ছিল শ্রেয়স আইয়ারই। শ্রেয়াসকে দলে পেয়ে বেশ খুশি ছিলেন রিকি। অধিনায়ক হিসেবে শ্রেয়সের নাম ঘোষণার পর পন্টিং বলেন, “শ্রেয়সের খেলা সম্বন্ধে বেশ ভালো জ্ঞান রয়েছে। অধিনায়ক হিসাবে আগেও নিজের ক্ষমতার প্রমান দিয়েছেন তিনি। আমি আইপিএলে আগেও শ্রেয়সের সঙ্গে কাজ করেছি। সেই সময়টা বেশ উপভোগ করেছিলাম, আশা করছি এবারেও ভালো ফল হবে। এবারের আইপিএল নিয়ে খুবই আশাবাদী আমরা। নেতা হিসেবে শ্রেয়সের যে প্রতিভা রয়েছে তাতে ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।”

শ্রেয়সকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি পন্টিং

Ricky Ponting and Shreyas Iyer
Ricky Ponting and Shreyas Iyer | Image: Getty Images

শ্রেয়স অধিনায়ক হওয়ার পর কোচ পন্টিং বলেন, “শ্রেয়সের খেলা সম্পর্কে জ্ঞান জতেহস্ত ভাল। অধিনায়ক হিসাবে ও নিজের ক্ষমতার প্রমাণ দিয়েছে। আগেও আইপিএলে আমি শ্রেয়সের সঙ্গে কাজ করেছিলাম। উপভোগ করেছিলাম সেই সময়টা। আশা করছি এ বারেও ভাল কাজ হবে। এ বারের আইপিএল নিয়ে খুবই আশাবাদী। শ্রেয়সের নেতৃত্ব এবং দলে যে ধরনের প্রতিভা রয়েছে, তাতে ভাল কিছুই হবে।”

২০১৫ সালে আইপিএলে অভিষেক হয়েছিল শ্রেয়সের। দিল্লি দলের হয়ে দীর্ঘ ৭ বছর খেলেছেন, তার থেকে নেতৃত্বর ভাগ ঋষভ পন্থের কাঁধে তুলে দিতে বদলে যায় দিল্লির সঙ্গে শ্রেয়সের সম্পর্ক। এরপর ২০২২ সালে কলকাতায় যোগ দেন তিনি। দলের দায়িত্ব তার কাঁধেই তুলে দেওয়া হয়েছিল। আইপিএলে ১১৬ ম্যাচে ৩২.২৩ গড়ে এবং ১২৭.৪৮ স্ট্রাইক রেটে ৩১২৭ রান করেছেন শ্রেয়স। তাঁর গড় ৩২.২৩। এবারের আইপিএলে শ্রেয়াসকে দলে পেতে বেশ লড়াই চালিয়েছিল দিল্লি শিবিরও। তবে নিলামের মঞ্চে শেষ হাসিটা হেসেছিল প্রীতি জিন্টার দলই।

Read Also: Shreyas Iyer: কপাল পুড়লো KL রাহুলের, ইংল্যান্ড সিরিজে শ্রেয়সকে ফেরাচ্ছে বিসিসিআই !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *