shreyas-getting-unfortunate-treatment

কোমরের বালজিং ডিস্কের সমস্যায় ২০২৩-এর আইপিএলে মাঠেই নামতে পারেন নি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। নীতিশ রাণা’র হাতে দায়িত্ব তুলে দিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স (KKR)। উল্লেখযোগ্য সাফল্য পায় নি দল। লীগ তালিকায় শেষ করে সপ্তম স্থানে। ২০২৪-এ সম্পূর্ণ ফিট হয়ে আইপিএলের আসরে ফেরেন শ্রেয়স (Shryeas Iyer)। তাঁর হাতেই অধিনায়কত্বের ব্যাটন ফেরায় ফ্র্যাঞ্চাইজি। তাঁর প্রত্যাবর্তনের সাথে সাথে যেন ঘুরে দাঁড়ায় দল। একের পর এক ম্যাচ জিতে প্রথমে প্লে-অফ ও পরে ফাইনালের যোগ্যতা অর্জন করে। এরপরেও থামানো যায় নি কলকাতা’র জয়রথ। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে (SRH) গুঁড়িয়ে দিয়ে দশ বছর পর খেতাব জেতে নাইট বাহিনী। উৎসবে মাতে ‘সিটি অফ জয়।’

Read More: IPL 2025: মেগা নিলামের আগেই কপাল খুলছে হার্দিক পান্ডিয়া’র, এই দলের হচ্ছেন অধিনায়ক !!

আতসকাঁচের নীচে শ্রেয়সের পারফর্ম্যান্স-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

নেতৃত্বে নজর কেড়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যেভাবে বোলিং পরিবর্তন বা ফিল্ডিং পরিবর্তন করেছেন, তা কুর্নিশ আদায় করেছে ক্রিকেট বিশেষজ্ঞদের। মেন্টর গৌতম গম্ভীরের সাথে তাঁর রসায়ন’ও নাইটদের সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন অনুরাগীরা। তা সত্ত্বেও শ্রেয়সের পারফর্ম্যান্সের সম্পূর্ণ খুশি হতে পারছে না কলকাতার টিম ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে যে অধিনায়ক শ্রেয়সের ছায়ায় ঢাকা পড়েছেন ব্যাটসম্যান শ্রেয়স (Shreyas Iyer)। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শাহরুখ খান, বেঙ্কি মাইশোরদের কাছে। ২০২২ সালে ১২.২৫ কোটি টাকার বিনিময়ে মুম্বইয়ের ক্রিকেটারকে সই করিয়েছিলো ফ্র্যাঞ্চাইজি। ২০২২ ও ২০২৪-এর মরসুমে ১৪টি করে ম্যাচ খেলে তিনি করেছেন ৪০১ ও ৩৫১ রান। অর্ধশতক মোট ৫টি। এই পারফর্ম্যান্স যথেষ্ট না বলে মতামত থিঙ্কট্যাঙ্কের।

শ্রেয়সকে সরিয়ে সূর্য’কে চাইছে KKR-

Suryakumar Yadav | Image: Getty Images
Suryakumar Yadav | Image: Getty Images

এক দশকের অন্ধকার কাটিয়ে নাইটদের ট্রফির সন্ধান দিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। কিন্তু তাও আগামী মরসুমের জন্য নিশ্চিত নন তিনি। রিটেনশন তালিকায় থাকার দৌড়ে এগিয়ে রিঙ্কু সিং (Rinku Singh), ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীরা। সংবাদমাধ্যম রেভস্পোর্টস জানাচ্ছে যে শ্রেয়সকে বাতিল করার প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। মুম্বই ইন্ডিয়ান্স (MI) থেকে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) নেওয়ার আগ্রহ দেখিয়েছে বেগুনি-সোনালী শিবির। কলকাতার জার্সিতে আইপিএলে তারকা হয়ে উঠেছিলেন সূর্যকুমার। পরে গিয়েছিলেন মুম্বইতে। তাঁকে দলে ফেরাতে চাইছেন বেঙ্কি মাইশোর’রা। জানা গিয়েছে যে নাইটদের (KKR) নেতৃত্ব দেওয়ার প্রস্তাব’ও পেয়েছেন সূর্য। ট্রেডিং উইন্ডো খুললে মেগা নিলামের আগেই সোয়্যাপ ডিলে শ্রেয়সকে মুম্বইতে পাঠিয়ে সূর্যকে ফেরাতে পারে কলকাতা।

আগেও বঞ্চিত হয়েছেন শ্রেয়স আইয়ার-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

গত মরসুমের ট্রফিজয়ী অধিনায়ককে ছেঁটে ফেলার ঘটনা এর আগে আইপিএলের (IPL) ইতিহাসে হয়েছে কিনা তা মনে করতে পারছেন না বহু ক্রিকেট অনুরাগী। শ্রেয়সকে (Shreyas Iyer) সরিয়ে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। এনেছেন বঞ্চনার অভিযোগ। সমর্থকেরা মনে করছেন যে এমন ভাগ্য বিপর্যয়ের শিকার আগেও হয়েছেন শ্রেয়স। ২০২০তে তিনি ছিলেন দিল্লী ক্যাপিটালসের (DC) অধিনায়ক। প্রথমবার ফাইনালে নিয়ে যান ফ্র্যাঞ্চাইজিকে। এরপর চোটের কারণে ছিটকে গিয়েছিলেন কিছুদিন। সুস্থ হয়ে ফিরে আসার পর আর অধিনায়ক পদে ফেরানো হয় নি শ্রেয়সকে। বরং ঋষভ পন্থকেই করা হয়েছিলো অধিনায়ক। ক্ষুব্ধ শ্রেয়স দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

আন্তর্জাতিক আঙিনাতেও দেখা গিয়েছে একই রকম দৃশ্য। ওডিআই বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করেছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। ১১ ম্যাচে ২টি শতরান ও ৩টি অর্ধশতক-সহ ৬৬.২৫ গড়ে করেন ৫৩০ রান। ২০২৪-এর ইংল্যান্ড সিরিজে কিছু ইনিংসে রান না পেতেই বাদ দেওয়া হয় তাঁকে। নির্দেশ দেওয়া হয় ঘরোয়া ক্রিকেট খেলতে। ফিটনেস নিয়ে কাজ করতে চেয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer)। রঞ্জি ট্রফিতে অংশ নিতে না চাওয়ায় তাঁকে ছেঁটে ফেলা হয় কেন্দ্রীয় চুক্তি থেকে। মাসখানেক দলের বাইরেও ছিলেন। সুযোগ দেওয়া হয় নি টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) দলে। প্রাপ্য মর্যাদা পান শ্রেয়স, সোশ্যাল মিডিয়ায় দাবী তুলেছেন ভক্তেরা।

Also Read: IPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স থেকে ছুটি সূর্যকুমারের, আগামী আইপিএলে সামলাবেন KKR-এর অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *