২০২৪ সালে বেশ ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছিলো শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ক্রিকেট কেরিয়ার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝপথে বাদ পড়েছিলেন অফ ফর্মের কারণে। মুম্বইয়ের তারকাকে রঞ্জি ট্রফি খেলার নির্দেশ দিয়েছিলো বোর্ড। কিন্তু রাজী না হওয়ায় কর্মকর্তাদের রোষানলে পড়তে হয় তাঁকে। স্কোয়াড থেকে ছেঁটে ফেলার পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দেওয়া হয় তাঁকে। অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরেছিলেন বটে। কিন্তু থিতু হওয়ার আগেই ফের বাদ পড়তে হয়েছিলো শ্রেয়সকে (Shreyas Iyer)। ঘরের মাঠে বাংলাদেশ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পান নি। তাঁর কথা ভাবা হয় নি অস্ট্রেলিয়া সফরের জন্যও। বেশ কয়েক মাসের অপেক্ষার পর ডাক আসে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে। আর সুযোগ হাতছাড়া করেন নি ২৯ বর্ষীয় তরুণ। দুর্ধর্ষ ব্যাটিং করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি লম্বা রেসের ঘোড়া।
Read More: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিপাকে টিম ইন্ডিয়া, গুরুতর অসুস্থ হলেন ঋষভ পন্থের ঘনিষ্ঠ বন্ধু !!
বিধ্বংসী ফর্মে রয়েছেন শ্রেয়স-

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। নাগপুরে প্রথম ম্যাচটিতে নাকি কোচ গম্ভীরের পরিকল্পনাতেই ছিলেন না শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শেষ মুহূর্তে চোট পেয়ে বিরাট কোহলি ছিটকে যাওয়ায় ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ পান তিনি। চার নম্বরে ব্যাট করতে নেমে করেন ৩৬ বলে ৫৯ রান। মাত্র ১৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসা ভারতকে লড়াইতে ফিরিয়েছিলেন শ্রেয়সই (Shreyas Iyer)। এরপর আর পিছন ফিরে তাকাতে হয় নি তাঁকে। কটক ও আহমেদাবাদে পরবর্তী দুটি ম্যাচেও শ্রেয়সের উপরেই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে সেই আস্থার দামও দিয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। বারাবাটি স্টেডিয়ামে তিনি করেন ৪৭ বলে ৪৪ রান। রান-আউট না হলে সেদিনও পেরোতে পারতেন অর্ধশতকের গণ্ডী। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেও ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন শ্রেয়স।
রিয়ান-শিবমের জন্য বেড়েছে চাপ-

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রত্যাবর্তন সিরিজে যেভাবে ব্যাটিং করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), তাতে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে তাঁকে ছাড়া অন্য কাউকেই ভাবতে পারছে না ‘মেন ইন ব্লু।’ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চার নম্বরে নিঃসন্দেহে ব্যাট হাতে নামতে দেখা যাবে তাঁকেই। আশ্রেয়সের এই বিধ্বংসী ফর্ম চাপ বাড়িয়েছে শিবম দুবে (Shivam Dube) ও রিয়ান পরাগের উপর। মুম্বইয়ের তারকা অলরাউন্ডার শিবম সম্প্রতি ভারতীয় দলের হয়ে টি-২০তে নজর কেড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই দুটি ম্যাচ জেতানোয় বড় ভূমিকা রেখেছিলেন তিনি। একটিতে হয়েছিলেন ম্যাচের সেরাও। তা সত্ত্বেও সাদা বলের অন্য ফর্ম্যাটে তিনি সুযোগ পাচ্ছেন না মিডল অর্ডারে জায়গা খালি না হওয়ায়। অন্যদিকে রিয়ানের (Riyan Parag) ক্ষেত্রেও বিষয়টি কার্যত একই রকম। গত বছর জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন অসমের অলরাউন্ডার। শ্রেয়স অগ্রাধিকার পাওয়ায় ফেরা হচ্ছে না তাঁরও।
রিয়ান ও শিবমের কেরিয়ার পরিসংখ্যান-

অসমের তরুণ তুর্কি রিয়ান পরাগ (Riyan Parag) দেশের হয়ে ১টি একদিনের ম্যাচে ১৫ রান করেছেন। নিয়েছেন ৩টি উইকেট। ৯টি আন্তর্জাতিক টি-২০তে তাঁর সংগ্রহ ১০৬ রান। সাথে ৪টি উইকেটও নিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০৪২ রান করেছেন তিনি। উইকেট সংখ্যা ৫৩। লিস্ট-এ ফর্ম্যাটে ১৭৩৫ রানের পাশাপাশি ৫৩টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। টি-২০তে ১২৩ ম্যাচে ২৭২২ রান করেছেন রিয়ান। নিয়েছেন ৪৫ উইকেট। পক্ষান্তরে ৩১ বর্ষীয় শিবম দুবে (Shivam Dube) ৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৪৩ রান করার পাশাপাশি নিয়েছেন ১টি উইকেট। তাঁর আন্তর্জাতিক টি-২০ পরিসংখ্যান অবশ্য বেশ ভালো। ৩৫ ম্যাচে করেছেন ৫৩১ রান। নিয়েছেন ১৩টি উইকেট। এছাড়া প্রথম শ্রেণি, লিস্ট-এ ও টি-২০ ক্রিকেটে যথাক্রমে ১৫২৯, ১০৮৯ ও ৩০৭৬ রান রয়েছে তাঁর। উইকেটসংখ্যা যথাক্রমে ৫৩, ৪২, ৫৪।