shreyas-can-replace-gill-in-asia-cup

Shreyas Iyer: গত মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। মোট ১৫ জন’কে রাখা হয়েছে দুবাইগামী দলে। এছাড়া পাঁচ জন রয়েছেন স্ট্যান্ড-বাই হিসেবে। প্রত্যাশিতভাবেই সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, তিলক বর্মা’র মত তারকা। জায়গা হয়েছে আর্শদীপ সিং, হর্ষিত রাণা, রিঙ্কু সিং-দেরও। ১৩ মাস পর টি-২০তে ফেরানো হয়েছে শুভমান গিল’কে। গত বছরের টি-২০ বিশ্বকাপের পর ফের একবার কুড়ি-বিশের ক্রিকেটে ফিরছেন জসপ্রীত বুমরাহ’ও। বিতর্ক এড়াতে পারে নি এশিয়া কাপের স্কোয়াড। তিন ফর্ম্যাটেই নিয়মিত ভালো পারফর্ম করে চলার পরেও কেন দলে নেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)? সাংবাদিক সম্মেলনেই প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্য নির্বাচক অজিত আগরকারকে। পক্ষপাতের অভিযোগ তুলেছে বিশেষজ্ঞমহলও।

Read More: ভারত-পাক এশিয়া কাপ ম্যাচ নিয়ে কাটছে না জটিলতা, হবে না সরাসরি সম্প্রচার !!

ভালো খেলেও বাদ শ্রেয়স-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

২০২৪-এ কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক হিসেবে আইপিএল জিতেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঐ বছর মুম্বইকেও সৈয়দ মুস্তাক আলি ট্রফি উপহার দেন তিনি। ফর্ম ধরে রেখেছেন ২০২৫এও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন তিনি। হয়েছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর জ্বলে ওঠেন আইপিএলেও। এক দশক পর তাঁর নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি লীগের ফাইনালে পৌঁছেছিলো পাঞ্জাব কিংস। ব্যাট হাতে ১৭ ম্যাচে তিনি করেছিলেন ৬০৪ রান। অনবদ্য পারফর্ম্যান্সের পুরস্কার হিসেবে এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হবে শ্রেয়সের (Shreyas Iyer), অনুমান করেছিলেন অনেকেই। কিন্তু তাঁদের রীতিমত চমকে দিয়ে শ্রেয়সকে ছেঁটে ফেলেছেন অজিত আগরকাররা। রাখা হয় নি স্ট্যান্ড-বাই তালিকাতেও। প্রশ্নের উত্তরে মুখ্য নির্বাচক জানান, “কার বদলে খেলবে ও? আপাতত ওকে অপেক্ষা করতে হবে সুযোগের জন্য।”

বিস্ফোরক অভিযোগ শ্রেয়সের বাবার-

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Images: Getty Images

যেভাবে দিনের পর দিন উপেক্ষিত হচ্ছেন শ্রেয়স (Shreyas Iyer), তাতে হতাশ তাঁর বাবা সন্তোষ আইয়ার। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি জানি না শ্রেয়সকে ভারতীয় টি-২০ দলে জায়গা পেতে আর কি করতে হবে। ও আইপিএলে বছরের পর বছর রান করে চলেছে। দিল্লী ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স হোক পাঞ্জাব কিংস, অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছে। কলকাতাকে ২০২৪-এ আইপিএল জিতিয়েছে। এবার পাঞ্জাবকেও ফাইনালে তুলেছে।” হতাশা ঝরে পড়েছে সন্তোষ আইয়ারের গলায়। “আমি বলছি না ওকে ভারতের অধিনায়ক করে দেওয়া হোক। কিন্ত অন্তত সুযোগ তো দিক। ডাক না পেলেও ও কখনও মেজাজ হারায় না। শুধু বলে, ‘এটাই আমার কপাল।’ ঐ কাউকে দোষ দেয় না, কিন্তু ভিতরে ভিতরে হতাশ তো হয়ই,” সংযোজন তাঁর।

শেষমেশ কি মিলবে সুযোগ ?

Shreyas Iyer | Image: Getty Images
Shreyas Iyer | Image: Getty Images

এশিয়া কাপে কি ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ নিতে পারবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংবাদমাধ্যম সূত্রে খবর মিলেছে যে অসুস্থ হয়ে পড়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। দলীপ ট্রফিতে নর্থ জোনের অধিনায়কত্ব করার কথা ছিলো তাঁর। কিন্তু অসুস্থতার কারণে তা আর সম্ভব নয়। হয়ত আগামী ৪ বা ৫ সেপ্টেম্বর এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য দুবাই উড়ে যাবে ভারতীয় দল। যদি ততদিনে তিনি সুস্থ হয়ে না ওঠেন, সেক্ষেত্রে বিকল্পের সন্ধান করতেই হবে বিসিসিআই। স্ট্যান্ড-বাই তালিকায় থাকা পাঁচ সদস্যের মধ্যে কেউ তখন জায়গা করে নেবেন মূল স্কোয়াডে। আর স্ট্যান্ড-বাই তালিকায় তাঁর বদলি হিসেবে যুক্ত হতে পারে শ্রেয়স আইয়ারের নাম। তবে তাঁর মাঠে নামার সম্ভাবনা ক্ষীণ বলেই মত বিশেষজ্ঞদের।

Also Read: মাথায় আকাশ ভেঙে পড়লো ভারতীয় দলের, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *