গত বছর টি-২০ থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। মাসখানেক আগে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও। শুধুমাত্র ওয়ান ডে’তে ফোকাস করতে চান, জানিয়েছেন তারকা ক্রিকেটার। কিন্তু ৩৮ পেরোনো রোহিত (Rohit Sharma) পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও আর কতদিন দেশের জার্সি গায়ে খেলা চালিয়ে যাবেন তা নিয়ে থেকেই যাচ্ছে সংশয়। ২০২৭-এ রয়েছে পরবর্তী বিশ্বকাপ। ততদিনে ৪০ পেরিয়ে যাবেন হিটম্যান (Rohit Sharma)। আদৌ ফিটনেস ধরে রাখতে পারবেন তিনি? নিশ্চিত নন বোর্ড কর্তারা। ম্যাচ প্র্যাক্টিসের অভাবও চিন্তায় রেখেছে তাঁদের। তাই এখন থেকেই অধিনায়ক পদে রোহিতের (Rohit Sharma) উত্তরসূরি খুঁজে রাখতে চাইছেন তাঁরা। টি-২০তে গত বছর নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। সম্প্রতি টেস্ট অধিনায়কত্ব পেয়েছেন শুভমান গিল। কিন্তু ওয়ান ডে’তে নেতৃত্বের দৌড়ে রয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), খবর সংবাদমাধ্যম সূত্রে।
Read More: ভারত নয় এবার আসন্ন এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকিস্তান !!
ভাবনায় রয়েছে শ্রেয়সের নাম-

রোহিতের (Rohit Sharma) পর টেস্ট ক্রিকেটে ভারতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। টি-২০তেও যে তাঁকেই আগামীর অধিনায়ক ভাবা হচ্ছে তার প্রমাণ মিলেছে দিনদুয়েক আগে। সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। ২০২৬-এর কুড়ি-বিশের বিশ্বকাপের পরেই ক্ষুদ্রতম ফর্ম্যাটে ‘মেন ইন ব্লু’র দায়িত্ব হয়ত তুলে দেওয়া হবে পাঞ্জাবের তরুণের হাতে। গত বছরের শ্রীলঙ্কা সফরের আগে ওয়ান ডে দলেরও সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিলো শুভমানের (Shubman Gill) নাম। ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রোহিত শর্মা’র দলে ‘সেকেন্ড ইন কম্যান্ড’ ছিলেন তিনিই। তাই অনেকেই অনুমান করেছিলেন যে বাকি দুই ফর্ম্যাটের মত পঞ্চাশ ওভারের ক্রিকেটেও পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে ফেভারিট তিনিই। কিন্তু পরিস্থিতি বদলেছে গত কয়েক মাসে। নেতা হিসেবে শ্রেয়সের (Shreyas Iyer) নাম ভেবে দেখছে বিসিসিআই।
৭০টি একদিনের ম্যাচে ৫টি শতরান-সহ ২৮৪৫ রান করেছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। গড় প্রায় ৪৯। টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেছেন। ঘরোয়া ক্রিকেট ও আইপিএলের আসরে অধিনায়ক হিসেবেও গত দেড়-দুই বছরে লাগাতার সাফল্য পেয়েছেন তিনি। আইপিএল (IPL) জিতেছেন। চ্যাম্পিয়ন হয়েছেন সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও। বারবার প্রমাণ দিয়েছেন মগজাস্ত্রের। সংবাদপত্র দৈনিক জাগরণে প্রকাশিত একটি রিপোর্টে দাবী করা হয়েছে যে ওয়ান ডে ফর্ম্যাটে পরবর্তী অধিনায়ক হিসেবে ভাসছে শ্রেয়সের (Shreyas Iyer) নাম। এই মুহূর্তে ৩০ বছর বয়স মুম্বইয়ের ক্রিকেটারের। অধিনায়ক হিসেবে দীর্ঘমেয়াদী বিকল্প হতে পারেন তিনি, মনে করছেন বিসিসিআই কর্তাদের একাংশ। তবে বিষয়টি এখনও ভাবনার স্তরেই রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়ো করতে রাজী নয় বোর্ড।
টি-২০ দলে নেই শ্রেয়স আইয়ার-

পাঞ্জাব কিংসের জার্সিতে আইপিএলে অনবদ্য পারফর্ম করেছিলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ১৭ ম্যাচে ১৭৫ স্ট্রাইক রেটে করেছেন ৬০৪ রান। কিন্তু তারপরও ভারতের কুড়ি-বিশের স্কোয়াডে জায়গা হয় নি তাঁর। এশিয়া কাপের জন্য ১৫ জন’কে বেছে নিয়েছে বিসিসিআই। স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হয়েছে আরও পাঁচজনকে। কিন্তু সেই তালিকায় কোথাও নাম নেই শ্রেয়সের। “শ্রেয়সের প্রতি সম্মান রেখেই প্রশ্ন করছি- ও কার বদলে খেলবে? এতে (বাদ পড়ায়) শ্রেয়সের দোষ নেই। আমাদেরও দোষ নেই। ওকে অপেক্ষা করতে হবে,” জানিয়েছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার। তবে সেই সাফাই মানতে নারাজ ক্রিকেট বিশেষজ্ঞরা। “আপনারা শ্রেয়স আইয়ারকে এশিয়া কাপে দেখবেন না। আমার মতে সেটা ১০০ শতাংশ ভুল সিদ্ধান্ত। অন্তত স্ট্যান্ড-বাই হিসেবে ওর নাম থাকা উচিৎ ছিলো। অর সাথে ন্যায় হয় নি,” অভিযোগ করেছেন প্রাক্তনী মহম্মদ কাইফ (Mohammad Kaif)।