আজ ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন ও তারকা উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ৪৪তম জন্মদিন। ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২০ সালেই পিছুটান নিয়েছেন। তবে, এখনও আইপিএলের মঞ্চে খেলা চালিয়ে আসছেন তিনি। ২০২৫ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও নেতৃত্ব প্রদান করেছেন ধোনি। তবে, ধোনির এক সতীর্থ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও এখনও কামব্যাকের বাসনা রয়েছে তাঁর।
ধোনির সতীর্থ এখনও কামব্যাকের আশাবাদী

মহেন্দ্র সিং ধোনির এই সতীর্থটি হলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)। পাকিস্তান দলের এই তারকা ক্রিকেটার দীর্ঘদিন পাকিস্তান দলের হয়ে খেলে এসেছেন। একেরপর এক শিরোপা জিতেছেন তিনি। শোয়েব পাকিস্তান দলের এমন এক ক্রিকেটার যিনি তিন দশক জুড়েই খেলেছেন। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই অভিষেক করেছিলেন শোয়েব মালিক। এরপর, ২০০১ সালে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে অভিষেক করেছিলেন তিনি। ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক করেছিলেন শোয়েব।
Read More: “জামাই আদর চায় ও…” তারকা ক্রিকেটার’কে কটাক্ষ গম্ভীরের, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হেড কোচের মন্তব্য !!
দীর্ঘদিন তিনি টেস্ট ফরম্যাটের সঙ্গে যুক্ত না থাকলেও সাদা বলের দুই ফরম্যাটে দীর্ঘদিন ধরে খেলে এসেছেন মালিক। ২০১৫ সালেই টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল শোয়েবের। এরপর, ২০১৯ সালে ভারতের বিরুদ্ধে শেষ ওডিআই ম্যাচ খেলেছিলেন মালিক, শেষমেষ ২০২০ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি। পাকিস্তান দলের এই ক্রিকেটার ভারতে খুবই জনপ্রিয়। কারণ ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার (Sania Mirza) সাথে ২০১০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে, ২০২৪ সালে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল।
কামব্যাক নিয়ে বড় বয়ান দিলেন শোয়েব মালিক

পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদের সাথে বর্তমানে তৃতীয় বিয়ে সেরে ফেলেছেন শোয়েব। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং অন্যান্য বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্টে অলরাউন্ডার হিসেবে ভালো পারফর্মেন্স সত্ত্বেও মালিককে পাকিস্তানের হয়ে খেলার জন্য নির্বাচিত করা হয়নি। তিন বছর অপেক্ষার পর, মালিক বেশ অস্বাভাবিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এত বছর খেলার পর আমি খুব খুশি এবং সন্তুষ্ট। আর এখন পাকিস্তান ক্রিকেট দলের হয়ে খেলার আর কোনও আগ্রহ নেই। মন্তব্য করে তিনি বলেন, “আমি ইতিমধ্যে দুটি ফর্ম্যাট থেকে অবসর নিয়েছি, মাত্র একটি ফর্ম্যাট বাকি আছে, কিন্তু আমি এখনও বিভিন্ন লীগে খেলি, যেখানেই সুযোগ পাই উপভোগ করার চেষ্টা করি, সুযোগ কাজে লাগানোর চেষ্টা করি। তবে, এখন কি পাকিস্তানের হয়ে খেলা? তেমন কোনও আগ্রহ নেই।”
তবে সদ্য মালিক আরও একটি বয়ানে বলেছেন তিনি এখনও ফুরিয়ে যাননি। সদ্য তিনি পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্লাডিয়েটরের একজন সদস্য ছিলেন। পিএসএলে এবছর ২ ম্যাচে ১৪ রান বানিয়েছিলেন শোয়েব। এবার কামব্যাক প্রসঙ্গে শোয়েবের একটি মন্তব্য সমাজ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। মন্তব্য করে এই প্রসঙ্গে শোয়েব বলেছেন, “আপনি যখন শেষ করে ফেলেছেন, তখন আর ফিরে আসার জায়গা নেই। আমি এখনও ফুরিয়ে যাই নি।” তবে শোয়েব কোন কামব্যাকের কথা বলেছেন তা এখনও স্পষ্ট নয়।