IND vs ENG: লর্ডসে ভারতকে ২২ রানে হারিয়ে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফিতে ২-১ ফলে এগিয়ে গেলো ইংল্যান্ড (IND vs ENG)। প্রথম ইনিংসে স্টোকসবাহিনীর তোলা ৩৮৭-র জবাবে ভারতও থামে ৩৮৭তেই। টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবমবার প্রথম ইনিংসে একই সংখ্যক রান তোলে যুযুধান দুই শিবির। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৯২ রানে রুখে দিতে পেরেছিলো টিম ইন্ডিয়া। ৪ উইকেট নিয়ে নায়ক হন ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ‘মেন ইন ব্লু’র জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৯৩। চতুর্থ দিনের বিকেলে মাত্র ৫৮ রান তুলতেই ৪ উইকেট খুইয়ে ব্যাকফুটে চলে গিয়েছিলেন শুভমান গিল’রা (Shubman Gill)। শেষ দিনের সকালে রাহুল, ঋষভ পন্থরা দ্রুত ফেরায় আরও কঠিন হয়েছিলো ভারতের লড়াইটা।
এরপরেও সাফল্য সম্ভাবনা বেঁচে ছিলো জাদেজার (Ravindra Jadeja) ব্যাটে। বুমরাহ ও সিরাজকে নিয়ে অনবদ্য প্রতিরোধ গড়েন তিনি। ১৮১ বল খেলে অপরাজিত থাকেন ৬১ রান করে। তবে শেষরক্ষা হয় নি। ইনিংসের ৭৫তম ওভারে সিরাজ (Mohammed Siraj) বোল্ড হতেই জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের (IND vs ENG)। ৬ বছর আগে এক ১৪ জুলাই লর্ডসে নিউজিল্যান্ডকে ‘বাউন্ডারি কাউন্ট’ নিয়মে হারিয়ে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিলো ইংল্যান্ড। গতকালও ‘ক্রিকেটের মক্কায়’ এক স্মরণীয় জয় ছিনিয়ে নিলো তারা। স্বভাবতই উচ্ছ্বসিত বেন স্টোকসের দল। তবে ভারতীয় টেল-এন্ডারকে আউট করে যিনি এই সাফল্য এনে দিলেন সেই শোয়েব বশিরের (Shoaib Bashir) চোট খানিক চিন্তা বাড়িয়েছে ‘থ্রি লায়ন্স’ টিম ম্যানেজমেন্টের।
Read More: ভরণপোষণ থেকে শুরু করে বেলাগাম খরচ, পাকিস্তানি বোর্ড প্রধানের নামে উঠলো গুরুতর অভিযোগ !!
ছিটকে গেলেন শোয়েব বশির-

ভারতের বিরুদ্ধে (IND vs ENG) প্রথম তিনটি টেস্টে সুযোগ পেয়েছিলেন পাক-বংশোদ্ভূত অফস্পিনার শোয়েব বশির (Shoaib Bashir)। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ড ও ওভালে পরবর্তী দু’টি ম্যাচে আর তাঁকে দেখা যাবে না ইংল্যান্ড জার্সিতে। আঙুলে চোট পেয়ে ছিটকে যাচ্ছেন তিনি। লর্ডস টেস্টের তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) একটি জোরালো শট সরাসরি আছড়ে পড়ে তাঁর বাম হাতের কড়ে আঙুলে। পরীক্ষার পর জানা যায় যে আঙুলে চিড় ধরেছে তাঁর। যন্ত্রণা সহ্য করেও অবশ্য মাঠে নেমেছিলেন শোয়েব। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে এগারো নম্বরে ব্যাটিং করেন তিনি। ৯টি ডেলিভারির মুখোমুখিও হন। করেন ২ রান। ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালীন অধিকাংশ সময়েই রিজার্ভ বেঞ্চে ছিলেন শোয়েব। ৫৫তম ওভারে শেষমেশ তাঁকে ডেকে নেন অধিনায়ক স্টোকস।
নন-বোলিং আর্মের অনামিকা ও কনিষ্ঠায় ব্যান্ডেজ জড়িয়ে মাঠে নামেন শোয়েব (Shoaib Bashir)। ভাঙা আঙুল নিয়েও ৫.৫ ওভার বোলিং করেছেন তিনি। করেছেন ফিল্ডিং-ও। দলের স্বার্থে তাঁর মাঠে নামার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অধিনায়ক স্টোকস (Ben Stokes)। খেলা শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “ব্যাশের (শোয়েব বশির) জন্য খারাপ খবর রয়েছে। আমাদের দল ও ওর জন্য এটা খুবই হতাশাজনক। এটা লজ্জার বিষয়। আমাদের জন্য শেষে ব্যাটিং করতে যাওয়া অথবা রিজার্ভ বেঞ্চে বসে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করে যে সাহসিকতার পরিচয় ও দিয়েছে সেটাই প্রমাণ করেছে যে এই জার্সি গায়ে চাপানোর সুযোগ যাঁরা পান তাঁদের কাছে এটার গুরুত্ব কতটা। দু’টো (হাড়) ভাঙলেও তাঁরা মাঠে নামার সুযোগ ছাড়তে চান না।”
কে হবেন বশিরের বদলি ?

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের (IND vs ENG) জন্য দিনকয়েকের মধ্যেই দল ঘোষণা করতে চলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। বশিরের বদলি হিসেবে কে সুযোগ পাবেন? ভাসছে বেশ কয়েকটি নাম। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন জানিয়েছেন, “যদি এমন কারও কথা ভাবা হয় যাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাহলে জ্যাক লিচ ডাক পেতে পারে। অস্ট্রেলিয়াতে দ্বিতীয় স্পিনার হিসেবে কাকে ভাবা হচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করছে। হয়ত বশিরই দ্বিতীয় স্পিনার হতে পারে। লিয়াম ডসন সুযোগ পেতে পারে। আমার ওকে বেশ পছন্দ। সাদা বলের ক্রিকেটে ও জায়গা করে নিয়েছে টি-২০তেও ভালো করেছে। এছাড়া সাসেক্সের জ্যাক কারসন রয়েছেন।” এছাড়া বিকল্প হিসেবে কেলভিন হ্যারিসন ও জেকব বেথেলের নামও বলেছেন নাসের।
Also Read: IND vs ENG 3rd Test: “যত গর্জন তত বর্ষণ নয়…” লর্ডসে পরাজয় টিম ইন্ডিয়া’র, আক্ষেপ আর হতাশায় ভরলো নেটমাধ্যম !!