জন্মদিনের দিন ভাগ্য খুললো শিবম দুবের (Shivam Dube)। আগামীকাল মেগা টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও ইংল্যান্ড (IND vs ENG)। বিশ্বকাপ কেটে গেলেই ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে চলেছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) জিম্বাবুয়ের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য ভারতের স্কোয়াডে পরিবর্তন করতে বাধ্য হয়েছে।
আগামী ৬ তারিক থেকে হারারেতে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বিসিসিআই ২৪ জুন সিরিজের জন্য ১৫ সদস্যের একটি দল ঘোষণা করেছিল। ভারতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শুভমান গিলের (Shubman Gill) হাতে। ভারতীয় দলে এন্ট্রি নিলেন শিবম দুবে (Shivam Dube)।
দলে এন্ট্রি নিলেন শিবম দুবে
চোট পাওয়া আইপিএল তারকা নীতীশ কুমার রেড্ডির (Nitish Reddy) বদলি হিসেবে দলে জায়গা করে নিয়েছেন দুবে। বিসিসিআই এক বিবৃতিতে লিখেছে, “পুরুষ নির্বাচক কমিটি আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য ভারতের স্কোয়াডে আহত নীতীশ রেড্ডির বদলি হিসেবে শিবম দুবেকে নির্বাচিত করেছে। বিসিসিআই মেডিকেল টিম নীতীশ রেড্ডির অগ্রগতি পর্যবেক্ষণ করছে।”
জিম্বাবুয়ে সিরিজের জন্য ভারতের আপডেট স্কোয়াড:
শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কওয়াড়, অভিষেক শর্মা, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), ধ্রুব জুরেল (উইকেট কিপার), রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আভেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে , শিবম দুবে।