মাথায় ধোনির হাত থাকায় এশিয়া কাপে পেয়েছেন এন্ট্রি, না হলে রঞ্জি খেলার‌ও যোগ্য নন এই তারকা !! 1

এশিয়া কাপের (Asia Cup 2025) সবচেয়ে সফল দল হিসেবে অনেকটাই এগিয়ে থেকে মাঠে নামবে ভারতীয় দল। আসন্ন এই টুর্নামেন্টের জন্য বিসিসিআই তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারদের সংমিশ্রণে ১৫ সদস্যের শক্তিশালী দল প্রকাশ করে ইতিমধ্যেই ট্রফি জয়ের বার্তা দিয়েছে। প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) জয়ের পর এবার এশিয়া কাপ জয়ের বিষয়েও অনেকটাই আত্মবিশ্বাসী। নতুন করে ভারতীয় টি-টোয়েন্টি দলের একাদশ সাজাচ্ছেন তিনি। তবে এই টুর্নামেন্টের ভারতীয় দলে এমন একজন ক্রিকেটার রয়েছেন যার রঞ্জি ট্রফি খেলার মতো‌ও যোগ্যতা নেই বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Read More: TOP 3: জাতীয় দলে ব্রাত্য শ্রেয়স আইয়ার, এই তিন কারণেই টেস্ট ও টি-২০তে পাচ্ছেন না সুযোগ !!

ধোনির জন্য দলে জায়গা-

Shivam Dube, gambhir, ind vs ban, এশিয়া কাপ
Shivam Dube | Image: Getty Images

চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) দীর্ঘদিন ধরে নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অধিনায়ক হিসেবে এই দলকে এখনও পর্যন্ত ৫ টি ট্রফি এনে দিয়েছেন তিনি। তার তত্ত্বাবধানে একাধিক তরুণ ক্রিকেটার এই দল থেকে উঠে এসে আন্তর্জাতিক মঞ্চেও জায়গা করে নিয়েছে। এই দলের অন্যতম তারকা অলরাউন্ডার হলেন শিবম দুবে (Shivam Dube)। তিনি আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন।

কিন্তু সাম্প্রতিক সময় তার পারফর্মেন্স খুব একটা ভক্তদের মন জয় করে নিতে পারেনি। এই বছর আইপিএলের (IPL 2025) চেন্নাই এর হয়ে শিবম দুবে একেবারেই ছন্দে ছিলেন না। ১৪ ম্যাচে ব্যাট হাতে মাত্র ১ টি অর্ধশতরানের সঙ্গে সংগ্রহ করেন ৩৫৭ রান। শেষ ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে টি টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন এই তারকা অলরাউন্ডার। এই সিরিজে তিনি ২ ম্যাচে ৮৩ রান এবং মাত্র ২ উইকেট সংগ্রহ করেছিলেন। ফলে এইরকম পরিস্থিতিতে তার এশিয়া কাপের জন্য জাতীয় দলে জায়গা পাওয়া শুধু ধোনির হাত কাঁধে থাকার জন্যই সম্ভব হয়েছে বলে অনেকেই মনে করছেন।

ভারতের জন্য বড়ো চ্যালেঞ্জ-

মাথায় ধোনির হাত থাকায় এশিয়া কাপে পেয়েছেন এন্ট্রি, না হলে রঞ্জি খেলার‌ও যোগ্য নন এই তারকা !! 2
India Cricket Team | Images: Getty Images

৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে ‌এই বছরের এশিয়া কাপ (Asia Cup 2025)। ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময় রাজনৈতিক উত্তেজনা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। ফলে আসন্ন টুর্নামেন্টে তারা একে অপরের মুখোমুখি হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়। তবে দীর্ঘ আলোচনার পর ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ আয়োজন করা হয়েছে।

আসন্ন এশিয়া কাপে (Asia Cup 2025) গ্রুপ ‘এ’তে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে অবস্থান করছে ভারত।‌ এই টুর্নামেন্ট এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০ ওভারের ফরম্যটে অনুষ্ঠিত হতে চলেছে। ফলে রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকাদের মাঠে নামতে দেখা যাবে না। ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। এছাড়াও সহ অধিনায়ক হিসেবে শুভমান গিলকে (Shubman Gill) বেছে নেওয়া হয়েছে। তারা ব্যাট হাতে বর্তমানে জ্বলে ওঠার জন্য প্রস্তুত। অন্যদিকে বোলিং আক্রমণের নেতৃত্বের দায়িত্বে থাকছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।

Read Also: অস্ট্রেলিয়া সিরিজের আগে বোর্ডের মাথায় হাত, বাদ পড়লেন স্বয়ং অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *