হার্দিক পান্ডিয়ার ওপর হঠাৎ করেই নেমে এলো ঝামেলার পাহাড়, টি-২০ বিশ্বকাপ থেকে যাচ্ছে নাম কাটা !! 1

আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের অভিযান শুরু হতে চলেছে ৫ জুন। নিউইয়র্কের ময়দানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে চলেছে টিম ইন্ডিয়া। তবে নির্বাচকদের জন্য বেড়েই চলেছে চিন্তা। হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে মূলত নির্বাচকদের আসল সমস্যা তৈরি হয়েছে। আসন্ন বিশ্বকাপে হার্দিক হলেন ভারতীয় দলের সহ অধিনায়ক তবে হার্দিককে আসন্ন বিশ্বকাপ খেলতে যাবে না দেখা। চলতি আইপিএল মরশুমে খুবই হতাশাজনক পারফরম্যান্স করেছিলেন হার্দিক তাই বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক।

আইপিএলে বাজে পারফরমেন্স করেছেন হার্দিক

Hardik pandya, ipl 2024
Hardik Pandya | Image: Getty Images

এবছর আইপিএলে সবথেকে খারাপ কেটেছে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) কাছে, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন পান্ডিয়া। তবে দল যেমন ব্যর্থ হয়েছে তেমনই হার্দিক পান্ডিয়াও একইভাবে ব্যর্থ হয়েছেন। চলতি মৌসুমের প্রথম থেকেই হার্দিক ব্যাট ও বল হাতে একেবারেই ফ্লপ হয়েছিলেন, পুরো মৌসুম জুড়ে ১৪ ম্যাচ খেলে মাত্র ১৮ গড়ে ২১৬ রান বানিয়েছেন পান্ডিয়া। পাশাপাশি বল হাতে উইকেট নিয়েছেন ১১ টি, তবে ওভার পিছু ১০.৭৫ রান দিয়েছেন যা এই ফরম্যাটে অত্যাধিক। এই পরিস্থিতিতে ভারতীয় টিম ম্যানেজমেন্টের চিন্তা বেশ বেড়েই গেল। আসন্ন বিশ্বকাপের কথা মাথায় রেখে হার্দিক পান্ডিয়ার বর্তমান ফর্ম টিম ইন্ডিয়ার জন্য সমস্যা তৈরি করতে পারে।

Read More: T20 World Cup 2024: T20 বিশ্বকাপে নেই শিবম দুবে, ভারতীয় স্কোয়াডে সামিল এই দুর্দান্ত ‘ফিনিশার’ !!

দুবে নিতে পারেন হার্দিকের জায়গা

Shivam Dube, t20 world cup 2024
Shivam Dube | Image: Getty Images

হার্দিক পান্ডিয়া ভারতীয় দলের একজন এক্স ফ্যাক্টর প্লেয়ার সম্প্রতি তার ফর্মের দুর্বলতার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে বাদ পড়তে পারেন তিনি। তবে তার জায়গা নিতে পারেন আর এক তুখোড় অলরাউন্ডার শিবম দুবে (Shivam Dube)। আইপিএলে চেন্নাই দলের হয়ে দারুণ পারফর্ম করে দেখিয়েছেন দুবে। চলতি মরশুমে দুবে, ১৪ ম্যাচে ৩৬ গড়ে ও ১৬২.৩ স্ট্রাইক রেটে ৩৯৬ রান বানিয়েছেন। দুবে তার বিস্ফোরক ব্যাটিং দিয়ে যে কোনও সময় ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন, তাই হার্দিকের পরিবর্তে তাকে দেখা যেতে পারে দলে।

Read Also: TOP 3: গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার কোচ হলে কোহলি-সহ এই তিন ক্রিকেটারের কেরিয়ার হবে বরবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *