আফগানিস্তানের বিরুদ্ধে T20 সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ, ছিটকে গেলেন শিভম দুবে, এই খেলোয়াড় নিচ্ছেন এন্ট্রি !! 1

IND vs AFG: T20 বিশ্বকাপের আগে শেষবারের মতন টিম ইন্ডিয়াকে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে। প্রথম বারের জন্য ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে আফগানিস্তান। এই সিরিজটি (IND vs AFG) হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, আর এই সিরিজে আবার একবার জায়গা বানিয়ে নিয়েছিলেন শিভম দুবে (Shivam Dube)। ভারতীয় দলের বামহাতি পাওয়ার হিটার ব্যাটসম্যান ও অলরাউন্ডার দুবে লম্বা সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T20 সিরিজেও ভারতীয় দলে ডাক পেয়েছিলেন। তবে খেলার সুযোগ পাননি তিনি, ৫ ম্যাচের সিরিজ বাইরে থেকেই উপভোগ করতে হয়েছিল দুবেকে।

আরও পড়ুন | IND vs AFG: আফগানিস্তান সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা, ছিটকে গেলেন বিরাট কোহলি !!

দল থেকে ছিটকে গেলেন দুবে

Shivam Dube, ind vs afg
Shivam Dube | Image: Getty Images

ভারতীয় দলের হয়ে এশিয়ান গেমসে খেলতে দেখা গিয়েছিল দুবেকে। এমনকি এসময় সোনা জিততে দেখা গিয়েছিল ভারতীয় দলকে। তবে, আফগানিস্তানের বিরুদ্ধে দলে সুযোগ পাওয়ার পর শিভম দুবে গেলেন দল থেকে ছিটকে। প্রসঙ্গত, মুম্বই দলের হয়ে রঞ্জি ট্রফি খেলেছিলেন দুবে, তবে ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফিতে তারকা অলরাউন্ডার শিভম দুবে এই মৌসুমের প্রথম ম্যাচ খেলেছিলেন মুম্বাইয়ের হয়ে। বিহারের বিরুদ্ধে ব্যাট হাতে ৪১ রান ও বল হাতে ৬ উইকেট নিয়েছেন তিনি। তবে, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হলে শিভম দুবেকে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে হয়েছিল এবং এই কারণে জন্যই দুবে ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া দ্বিতীয় রঞ্জি ম্যাচে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করতে পারবেন না।

শ্রেয়স আইয়ার নেবেন দুবের জায়গা

Shreyas Iyer, ind vs afg
Shreyas Iyer | Image: Getty Images

তারকা ব্যাটসম্যান শ্রেয়াস আইয়ারকে (Shreyas Iyer) শিভম দুবের জায়গায় দেখা যাবে। প্রসঙ্গত, আসন্ন আফগানিস্তান সিরিজে জাতীয় দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়নি। সামনেই ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজ আর এই সিরিজে ভারতের মিডিল অর্ডারের দায়িত্ব সামলাবেন আইয়ার। যে কারণে নিজেকে একটু ঝালিয়ে নিচ্ছেন আইয়ার। এমন পরিস্থিতিতে, ১২ জানুয়ারি থেকে মুম্বাইয়ে দ্বিতীয় রঞ্জি ম্যাচে শিবম দুবের জায়গায় দেখা যাবে শ্রেয়াস আইয়ারকে, অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে খেলতে দেখা যাবে শ্রেয়সকে।

আরও পড়ুন | IND vs AFG, 1st T20i, Preview: ঘরের মাঠে জয়’ই ‘পাখির চোখ’ ভারতীয় দলের, ‘জায়ান্ট কিলার’ হয়ে উঠতে চায় আফগান শিবির !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *