বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, IPL তারকার বিরুদ্ধে ধর্ষণের মারাত্মক অভিযোগ তরুণীর !! 1

ভারতীয় ঘরোয়া ক্রিকেটের পরিসরে পরিচিত নাম শিবালিক শর্মা। ২০১৮ সাল থেকে বরোদার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন তিনি। ১৮ ম্যাচে করেছেন ১০৮৭ রান। ৩টি শতরান ও ৫টি অর্ধশতরানও রয়েছে তাঁর। লিস্ট-এ ক্রিকেটে ১৩ ম্যাচে ৩৩২ রান করেছেন ২৬ বর্ষীয় ডান হাতি ব্যাটার। রয়েছে জোড়া অর্ধশতক। টি-২০ ফর্ম্যাটে ১৯ ম্যাচ খেলে ১৪৭.৮৮ স্ট্রাইক রেটে শিবালিকের সংগ্রহ ৩৪৯ রান। ইতিমধ্যে আইপিএলের (IPL) আসরেও জায়গা করে নিয়েছেন তিনি। ২০২৪-এর মিনি নিলামে ২০ লক্ষ টাকার বিনিময়ে তাঁকে দলে সামিল করেছিলো পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। একটি ম্যাচেও যদিও মাঠে নামার সুযোগ পান নি । ২০২৫-এ আর দল পান নি। এহেন শিবালিক এই মুহূর্তে খবরের শিরোনামে। তবে ক্রিকেটীয় কারণে নয়। বরং ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Read More: IPL 2025 RCB vs CSK Toss Report in Bengali: টস জিতলো চেন্নাই, গুরুত্বপূর্ণ ম্যাচে তারকা বিদেশীকে পাচ্ছে না বেঙ্গালুরু !!

রাজস্থানে নথিভুক্ত ধর্ষণের অভিযোগ-

Shivalik Sharma | ক্রিকেট | Image: Twitter
Shivalik Sharma | Image: Twitter

ধর্ষণের অভিযোগ ক্রিকেট তারকা শিবালিক শর্মা’র বিরুদ্ধে। যোধপুরের কুড়ি ভাগতাশুনি থানায় অভিযোগ লিপিবদ্ধ করিয়েছেন এক তরুণী। এসিপি আনন্দ সিং রাজপুরোহিত সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে ২০২৩-এ বরোদা ঘুরতে গিয়ে শিবালিকের সাথে আলাপ হয়েছিলো তরুণীর। এরপর ফোনে যোগাযোগ ছিলো তাঁদের। সময়ের সাথে সাথে বন্ধুত্ব গড়ায় প্রণয়ে। ২০২৩-এর অগস্ট মাসে দুই পরিবারের সম্মতিতেই বাগদান সারেন তাঁরা। বাগদানের অনুষ্ঠানের পর শিবালিক যখন যোধপুরে এসেছিলেন তখন শারীরিক সম্পর্কও হয়েছিলো দু’জনের। একসাথে রাজস্থানের বহু জায়গায় ঘুরতেও গিয়েছিলেন তাঁরা। সমস্যার সূত্রপাত ২০২৪-এর অগস্টে। ঐ তরুণী’কে বরোদায় ডেকে পাঠান শিবালিক। তাঁকে শিবালিকের পরিবারের সদস্যরা জানান যে অন্য জায়গায় বিয়ের কথা চলছে মুম্বই ইন্ডিয়ান্স প্রাক্তনীর।

ইতিমধ্যে আদালতে তরুণীর বয়ান, মেডিক্যাল রিপোর্ট গ্রহণ করা হয়েছে। বরোদার ক্রিকেটারের খোঁজও শুরু করেছে যোধপুর পুলিশ। যদি আদালতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয় সেক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৯ অনুসারে দশ বছরের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। নেপালের ক্রিকেটার সন্দীপ লমিছানের বিরুদ্ধেও এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিলো ২০২১ সালে। ২০২১-এর অগস্ট মাসে সিনামঙ্গলের একটি হোটেলে তাঁকে ধর্ষণ করেছেন সন্দীপ, প্রশাসনকে জানিয়েছিলেন অভিযোগকারীনী। বেশ কিছুদিন ফেরার থাকার পর নিজেই পুলিশের হাতে ধরা দেন সন্দীপ। করতে হয় কারাবাস’ও। ২০২৩-এর ১২ জানুয়ারি পাটন হাইকোর্ট শর্তসাপেক্ষে বেল দিয়েছিলো তাঁকে। এরপর গত বছরের মে মাসে পাটন হাইকোর্টেই ধর্ষণের মামলায় বেকসুর খালাস ঘোষিত হন তিনি।

Also Read: IPL 2025: “অতি সন্যাসীতে গাজন নষ্ট..” গুজরাটের বিপক্ষে হেরে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা মুখে পড়েছে হায়দ্রাবাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *