shiv-sena-ubt-opposes-ind-vs-pak-game

আজ এশিয়া কাপের আসরে মুখোমুখি ভারত ও পাকিস্তান (IND vs PAK)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই ঘিরে সবসময়েই থাকে বাড়তি উত্তেজনা। তবে এবার ছবিটা খানিক আলাদা। নেপথ্যে পহলগাম হামলা ও অপারেশন সিঁদুর। গত ২২ এপ্রিল পাক মদতপুষ্ট জঙ্গীদের আক্রমণে কাশ্মীরের পহলগামে প্রাণ হারান ২৬ জন। ৭ মে প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী। ক্ষেপনাস্ত্র হামলায় গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের মূল ভূখণ্ড ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টি জঙ্গীঘাঁটি। পাল্টা হামলা চালিয়েছিলো পাক সেনাও। কিন্তু সফল হয় নি তারা। ১০ মে থেমেছে সংঘর্ষ। কিন্তু পহলগামের ক্ষত এখনও তাজা ভারতবাসীর হৃদয়ে। তাই নারকীয় হত্যাকাণ্ডের মাস পাঁচেকের মধ্যেই পড়শি দেশের বিরুদ্ধে (IND vs PAK) ক্রিকেট মাঠে মুখোমুখি হওয়া মানতে পারছেন না তারা। দেশে জ্বলছে ক্ষোভের আগুন।

Read More: ভারত-পাক ম্যাচ ঘিরে জ্বলছে ক্ষোভের আগুন, অর্ণব গোস্বামীর তোপের মুখে সৌরভ-শচীন-দ্রাবিড় !!

ভারত-পাক ম্যাচ ঘিরে চলছে তরজা-

Shiv Sena (UBT) Opposed IND vs PAK Match | Image: Getty Images
Shiv Sena (UBT) Opposed IND vs PAK Match | Image: Getty Images

বাইশ গজের যুদ্ধে এবার লেগেছে রাজনীতির রঙ। গত ২৪ জুলাই ঘোষিত হয়েছিলো এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি। তারপর থেকেই ভারত-পাক (IND vs PAK) ম্যাচ বয়কটের দাবী করে আসছে বিরোধী দলগুলি। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক দীর্ঘ ট্যুইটবার্তায় লেখেন, “একমাত্র যুদ্ধক্ষেত্র বাদে কোথাও পাকিস্তানের মোকাবিলা করার প্রয়োজন নেই ভারতের।” পাক অধিকৃত কাশ্মীর ব্যতীত অন্য কোনো খেতাব যে পড়শি দেশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার নেই ভারতের, তাও স্পষ্ট করে দেন তিনি। প্রতিবাদ জানিয়েছিলেন শিবসেনা (UBT)-র সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও (Priyanka Chaturvedi)। ১৪ সেপ্টেম্বরের ভারত বনাম পাকিস্তান (IND vs PAK) ম্যাচ যে দেশে কোনো টেলিভিশন চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচার করা না হয়, দাবী তুলে একটি চিঠি তিনি লিখেছিলেন ভারতের তথ্যসম্প্রচার ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব’কে।

বিরোধীদের দাবী মানে নি কেন্দ্রীয় সরকার। এক বিজ্ঞপ্তি জারি করে তারা জানিয়ে দিয়েছে যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও এশিয়া কাপ বা বিশ্বকাপের মত বহুদলীয় টুর্নামেন্টগুলিতে পাকিস্তানের মুখোমুখি হতে কোনো বাধা নেই ‘মেন ইন ব্লু’র (IND vs PAK)। যেহেতু এই প্রতিযোগিতাগুলি আয়োজনের দায়িত্ব থাকে এসিসি বা আইসিসি’র মত সংস্থার হাতে, তাই এতে কোনোরকম হস্তক্ষেপ করতে চায় না তারা। সরকারী বিজ্ঞপ্তির পর বেড়েছে ক্ষোভের আগুন। নেটদুনিয়ায় তোপের মুখে পড়েছে বিসিসিআই। সূর্যকুমার যাদব, শুভমান গিলদেরও নাগাড়ে শুনতে হচ্ছে কটাক্ষ। ক্ষুব্ধ রাজনৈতিক দলগুলিও। মুম্বইতে রীতিমত পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে শিবসেনা (UBT)। পাঁচটি টেলিভিশন ভেঙেছেন উদ্ধব ঠাকরের দলের সমর্থকেরা। ‘ম্যাচ দেখব না আমরা। অন্যরাও যাতে না দেখেন সেই অনুরোধ করব,’ বক্তব্য তাঁদের।

বিক্ষোভ শিবসেনার, দেখুন ভিডিও-

ক্ষুব্ধ ওয়েইসি, উলটো মত VHP’র-

Asaduddin Owaisi | Image: Twitter
Asaduddin Owaisi | Image: Twitter

কেন বয়কট করা হলো না ভারত-পাক (IND vs PAK) ম্যাচ? প্রশ্ন তুলে শাসক দল বিজেপি’কে বিঁধেছেন AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি। বলেছেন, “আপনার মেয়ে যদি মারা যেত তাহলেও কি খেলতেন? কত টাকা আসবে? ৬০০ কোটি? ৭০০ কোটি? ২০০০ কোটি হলেও তা কি ২৬ জন ভারতীয় নাগরিকের জীবনের চেয়ে বেশী?” ওয়েইসি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। তাঁর কটাক্ষ, “৫৬ ইঞ্চি ছাতির একজন প্রধানমন্ত্রী থাকা সত্ত্বেও ম্যাচ হচ্ছে। ট্রফি না জিতলেও কিছু এসে যেত না।” তাঁর মন্তব্যে উঠে এসেছে সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার বিষয়টিও। “যদি ক্রিকেট দ্বিপাক্ষিক হয় তাহলে জলও দ্বিপাক্ষিক। যদি সিন্ধু চুক্তির জল বন্ধ রাখতে পারি তাহলে ক্রিকেট খেলছি কি করে?” পাকিস্তানকে একটি ‘ব্যর্থ দেশ’ও বলেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের অবস্থান আবার ভিন্ন। “আমরা ক্রিকেটারদের পাশে আছি,” জানিয়েছে হিন্দুত্ববাদী সংস্থা।

Also Read: “তোমার মেয়ে যদি মারা যেত..”, IND vs PAK ম্যাচের আগেই বিস্ফোরক আসাদুদ্দিন ওয়াইসি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *