shastri-wants-kohli-to-keep-on-playing

ভারতীয় দলের কোচ হিসেবে বিরাট কোহলিকে (Virat Kohli) খুব কাছ থেকে দেখেছেন রবি শাস্ত্রী। দেখেছেন তাঁর কেরিয়ারের ওঠানামা। ব্যাটার হিসেবে যখন বিরাট নিজেকে আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন, তখন নিঃশব্দে তাঁকে ভরসা যুগিয়ে গিয়েছেন কোচ শাস্ত্রী (Ravi Shastri)। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাঠে যখন টেস্ট জিতে ইতিহাস সৃষ্টি করেছেন অধিনায়ক কোহলি, তখন কোচের ভূমিকায় পাশে পেয়েছেন শাস্ত্রী। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ-জন রাইট, ধোনি-গ্যারি কার্স্টেনের মতই সফল কোচ-অধিনায়ক জুটি হিসেবে সোনালী অক্ষরে লেখা হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) ও রবি শাস্ত্রীর নাম’ও। ২০২২-এর গোড়াতেই অধিনায়কত্ব থেকে সরে গিয়েছেন কোহলি, শাস্ত্রী কোচের পদ ছেড়েছেন তারও আগে। তবু এখনও তাঁদের জুটি রয়ে গিয়েছে চর্চার কেন্দ্রে।

রবি শাস্ত্রী (Ravi Shastri) বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায়। ফক্স স্পোর্টসে বিশেষজ্ঞ ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজে। বিগ ব্যাশ লীগেও তাঁর কন্ঠ শোনা যাচ্ছে ধারাভাষ্যকার হিসেবে। কথায় কথায় প্রায়শই ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবরও অস্ট্রেলীয় দর্শকদের সাথে ভাগ করে নিচ্ছেন শাস্ত্রী (Ravi Shastri)। টিম ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটপ্রেম থেকে কোহলির (Virat Kohli) সাফল্যের আকুতি, দিনকয়েকের অজি অ্যাডভেঞ্চারের অনেক কথায় ইতিমধ্যে শোনা গিয়েছে শাস্ত্রীর গলায়। ধারাভাষ্য দেওয়ার ফাঁকেই প্রাক্তন ছাত্রের সাফল্য কামনা করতেও শোনা গেলো টিম ইন্ডিয়ার প্রাক্তন হেডস্যারকে। কোহলি মানেই নতুন রেকর্ড,। ব্যাটিং-এর নতুন সব মাইলস্টোন। সাফল্যের সরণি বেয়ে আরও অনেক উপরে উঠুন বিরাট, কামনা করতে শোনা গেলো রবি শাস্ত্রীকে।

Read More: IPL 2024: কেকেআর’কে ট্রফি জেতাবে রোহিত-গম্ভীর যুগলবন্দি, নিলামের আগেই নেবেন দলে এন্ট্রি !!

কোহলির ক্রিকেটজীবন দীর্ঘ হোক, কামনা শাস্ত্রীর-

Ravi Shastri and Virat Kohli | Image: Getty Images
Ravi Shastri and Virat Kohli | Image: Getty Images

২০১৯ থেকে ২০২২-এর মাঝামাঝি সময় অবধি কেরিয়ারের সবচেয়ে কঠিন সময় কাটিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ‘রান মেশিন’ নামে পরিচিত ভারতীয় তারকা ব্যাটারের রানের সংখ্যা কমছিলো দিনদিন। একটিও শতরান আসছিলো না। ঝুলিতে। দেশে হোক বা বিদেশে, বারবার ব্যর্থ হচ্ছিলেন আধুনিক ক্রিকেটের পোস্টার বয়। উঠেছিলো সমালোচনার ঝড়। নেতিবাচক মন্তব্যের নীচে নিজের কেরিয়ারকে চাপা পড়তে দেন নি কোহলি (Virat Kohli)। বরং ফিনিক্স পাখির মত প্রত্যাবর্তন ঘটিয়েছেন ক্রিকেটের আঙিনায়। ২০২২-এর টি-২০ বিশ্বকাপের সেরা ব্যাটার হয়েছেন। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে ৭৬৫ রান করেছেন। নিজের ‘আইডল’ শচীনকে ছাপিয়ে গিয়ে তৈরি করেছেন, বিশ্বকাপের এক সংস্করণে সবচেয়ে বেশী রানের রেকর্ড।

ব্যাট হাতে বিরাটের (Virat Kohli) রানের গ্রাফ যখন নীচের দিকে নামছিলো, তখন ক্রিকেটদুনিয়ার যে গুটিকয় মানুষ তাঁকে নিঃস্বার্থ সমর্থন যুগিয়ে এসেছেন তাঁদের একজন রবি শাস্ত্রী। জাতীয় দলের কোচ হিসেবে তিনি সবসময় দাঁড়িয়েছেন কোহলির (Virat Kohli) পাশেই। আজ যখন দুরন্ত ফর্মে ফিরেছেন ভারতীয় তারকা, তখন গর্বিত তাঁর প্রাক্তন কোচ। অস্ট্রেলিয়ায় ধারাভাষ্য দেওয়ার ফাঁকে তাই প্রিয় শিষ্যের সাফল্য চেয়ে তাঁর মন্তব্য, “আমি আশা রাখছি যে বিরাট কোহলি আরও ৪ বছর খেলবে। কারণ ও খুবই ফিট এবং ওর মধ্যে এখনও সাফল্যের ক্ষিদে, প্যাশন রয়েছে। আর গোটা বিশ্ব চায় ওকে আরও বেশী করে মাঠে দেখতে।” ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙেছে বিরাটের। চার বছর পর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ের মাটিতে কি ফের তিনি বিশ্বজয়ের অভিযানে নামবেন? শাস্ত্রীর আশা তেমনটাই।

Also Read: SA vs IND: “নতুন যুগের সূচনা হল…”, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড জয়ের পর টিম ইন্ডিয়াকে নিয়ে উল্লাস টুইটারে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *