“রোহিতকে সিদ্ধান্ত নিতেই হবে…” অবসর নিন অধিনায়ক, প্রচ্ছন্ন ইঙ্গিত রবি শাস্ত্রীর !! 1

ঘোর দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০-৩ হোয়াইটওয়াশ হয়েছে তাঁর নেতৃত্বাধীন ভারতীয় দল। ২০১২ সালের পর এই প্রথম ঘরের মাঠে হারতে হয়েছে টেস্ট সিরিজ। ২৪ বছর পর জুটেছে হোমগ্রাউন্ডে হোয়াইটওয়াশ হওয়ার কলঙ্ক। সেই ধাক্কা সামলে ওঠার আগেই অস্ট্রেলিয়া সফরে লজ্জার সম্মুখীন মেন ইন ব্লু। সিরিজের প্রথম টেস্টটি খেলেন নি রোহিত (Rohit Sharma)। দ্বিতীয় সন্তানের জন্মের কারণে ছিলেন দেশেই। পার্‌থ-এ জিতেছিলো দল। কিন্তু দ্বিতীয় টেস্টে তিনি একাদশে যোগ দিতেই নীচের দিকে টিম ইন্ডিয়ার (Team India) পারফর্ম্যান্সের গ্রাফ। অ্যাডিলেডে হার, ব্রিসবেনে কোনোক্রম ড্র করে তারা। মেলবোর্নে ফের বড়সড় ব্যবধানে জোটে পরাজয়। ‘ক্যাপ্টেন’ রোহিতের (Rohit Sharma) দিকে উঠছে আঙুল। ব্যাট হাতে তাঁর হতশ্রী পরিসংখ্যান ক্ষোভের মাত্রা বাড়িয়েছে ক্রিকেটজনতার।

Read More: IND vs AUS: টিম ইন্ডিয়ার লজ্জার হারের পরেও দুর্দান্ত রেকর্ড গড়লেন জসপ্রীত বুমরাহ, ICC দিচ্ছে যোগ্য সম্মান !!

শাস্ত্রীর তোপের মুখে রোহিত শর্মা-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

অ্যাডিলেডে কে এল রাহুলকে (KL Rahul) ওপেনিং স্লট ছেড়ে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। নিজে খেলেন মিডল অর্ডারে। রান পান নি। পিঙ্ক বলের বিরুদ্ধে দুই ইনিংসে আউট হয়েছিলেন যথাক্রমে ৩ ও ৬ রান করে। গাব্বাতেও মধ্যক্রমেই ব্যাটিং করেন তিনি। ১০-এর বেশী এগোতে পারেন নি। বক্সিং ডে টেস্টের দুই ইনিংসেও চূড়ান্ত হতাশ করলেন তিনি। প্রথম ইনিংসে উইকেট হারান ৩ রান করে। দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর জন্য অধিনায়কের দিকে তাকিয়ে ছিলো দল। প্রয়োজন ছিলো বড় ইনিংসের। কিন্তু মাত্র ৯ রান করেই সাজঘরে ফেরেন তিনি। কখনও ইনস্যুইং, কখনও অফ স্টাম্পের বাইরের বল চলতি সিরিজে বিপদে ফেলেছে রোহিতকে (Rohit Sharma)। কখনও আবার নির্বিষ ডেলিভারিতে ভুল শট খেলে উইকেট উপহার দিয়ে এসেছেন প্রতিপক্ষকে।

এবারের ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজে ৫ ইনিংসে রোহিত শর্মা’র (Rohit Sharma) সংগ্রহ ৩১। গড় ৬.২০। টিম ইন্ডিয়ার জার্সিতে সাত নম্বর বা তার উপরে ব্যাট করা খেলোয়াড়দের মধ্যে বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) ইতিহাসে এত কম ব্যাটিং গড় আর কারও নেই। ব্যর্থতার অন্ধকারে ডুবে থাকা রোহিত কি সিডনিতে আদৌ খুঁজে পাবেন আলোর সরণি? নিশ্চিত নয় বিশেষজ্ঞরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত অধিনায়কের ব্যাটিং সমস্যার ময়নাতদন্ত করেছেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। পুরনো ছাত্রকে কড়া পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। জানান, “সিরিজ শেষ হলে রোহিত শর্মাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। টপ-অর্ডারে খেলার ক্ষেত্রে আমার মনে হয় ওর ফুটওয়ার্ক আগের মত নেই। অনেকবারই শট খেলতে বেশ দেরী করে ফেলছে।”

অবসরের ভাবনা রোহিতের ?

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

অস্ট্রেলিয়া সফরের ব্যর্থতা কোনো ব্যতিক্রমী ঘটনা নয় বরং গোটা ২০২৪ সাল জুড়েই টেস্টের আসরে চূড়ান্ত ব্যর্থ রোহিত শর্মা (Rohit Sharma)। অর্ধশতক। চলতি বছরে ১৪ টেস্টে ২৪.৭৬ গড়ে মাত্র ৬১৯ রান করেছেন তিনি। শেষ ১৫ ইনিংসে নেই কোনো এহেন হতশ্রী পরিসংখ্যান নিয়েও তিনি খেলা চালিয়ে যান, তা চান না বিশেষজ্ঞদের অনেকেই। উঠছে টেস্ট থেকে অবসর নেওয়ার দাবী। সংবাদমাধ্যম সূত্রে খবর যে নির্বাচকদের সাথেও বিষয়টি নিয়ে কথা হয়েছে ভারত অধিনায়কের। তিনি আগামী বছরের জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলে অবসর নিতে চাইছেন। তবে বর্তমানে যা পরিস্থিতি, তাতে ফাইনালে ভারতের পৌঁছানোই কার্যত অনিশ্চিত। যদি সিডনি টেস্ট ড্র হয় বা হারে ভারত, তাহলে অস্ট্রেলিয়ার মাঠেই লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাতে পারেন হিটম্যান।

Also Read: IND vs AUS 4th Test: মেলবোর্নে লজ্জার হার ভারতের, ব্যর্থতার নেপথ্যে এই তিন ‘খলনায়ক’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *