গতকাল ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) সিরিজের তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর বোমা ফাটিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। রোহিতের সাথে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন তিনি। সেখানেই অবসরের আনুষ্ঠানিক ঘোষণা করেন কিংবদন্তি তারকা। অশ্বিন (Ravichandran Ashwin) জানান, “সব ফর্ম্যাটে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে এটাই আমার শেষ দিন। আমি মনে করি যে এখনও একজন খেলোয়াড় হিসেবে কিছু আমার দেওয়ার রয়েছে। কিন্তু সেটা আন্তর্জাতিক স্তরে নয়, বরং ক্লাব স্তরেই সীমাবদ্ধ রাখতে চাই আমি। এই যাত্রাপথটা উপভোগ করেছি। রোহিত ও অন্যান্য সতীর্থদের সাথে অনেক স্মৃতি রয়েছে। কয়েকজন’কে আমরা ইতিমধ্যেই হারিয়েছি গত কয়েক বছরে। আমার মনে হয় আমরাই গত প্রজন্মের শেষ কয়েকজন ক্রিকেটার রয়ে গিয়েছি দলে। আজ আমিও সরে যাচ্ছি…” সতীর্থ এবং সাংবাদিকদের ধন্যবাদজ্ঞাপন করেন তিনি।
Read More: “আমার অনুমতি নিয়েছেন?…” রাগে অগ্নিশর্মা বিরাট কোহলি, একহাত নিলেন অস্ট্রেলীয় সাংবাদিককে !!
অশ্বিনের শূন্যস্থান পূরণের লক্ষ্যে ভারত-
২০১৪ সালে অস্ট্রেলিয়া সিরিজের মাঝপথে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। এক দশক পর একই পথে হাঁটলেন রবিচন্দ্রণ অশ্বিন’ও (Ravichandran Ashwin)। ভারতের হয়ে ১০৬টি ম্যাচে ৫৩৭ উইকেট ও ৩০৩৬ টেস্ট রানের মালিকের বিকল্প খোঁজার দুষ্কর কাজটাই এবার করতে হবে নির্বাচকদের। আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। তার আগেই বিকল্পের সন্ধান করে তাঁকে পাঠাতে হবে অস্ট্রেলিয়াতে। ক্রিকেটমহলের ধারণা যে অলরাউন্ডার হিসেবে অশ্বিনের জায়গায় ডাক পেতে চলেছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। অশ্বিনের (Ravichandran Ashwin) মত স্পিন বোলিং অলরাউন্ডার নয় শার্দুল। বরং তিনি পেস বোলিং অলরাউন্ডার। তবে মেলবোর্ন বা সিডনি’র পিচে ঘূর্ণি বোলিং-এর চেয়ে শার্দুলের মিডিয়াম পেসই অধিক কার্যকরী হতে পারে বলে মনে করছে বিসিসিআই।
২০২৩-এর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। চোটের জন্য বেশ কয়েক মাস মাঠের বাইরেও থাকতে হয়েছিলো তাঁকে। সম্প্রতি মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটের আঙিনায় ফিরেছেন তিনি। খেলেছেন রঞ্জি ট্রফি (Ranji Trophy) ও সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT)। ‘ফিট’ হয়ে ওঠা শার্দুলকেই উড়িয়ে নিয়ে যাওয়া হতে পারে অস্ট্রেলিয়াতে। ২০২০-২১ মরসুমে গাব্বার মাঠে ভারতের অনবদ্য জয়ের অন্যতম কারিগর ছিলেন শার্দুল’ও। তিনি প্রথম ইনিংসে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়েছিলেন। এছাড়াও দুই ইনিংস মিলিয়ে ৭টি উইকেটও নিয়েছিলেন। এবারও ব্যাগি গ্রিন বাহিনীর বিরুদ্ধে তেমন পারফর্ম্যান্সেরই পুনরাবৃত্তির আশায় দল।
শার্দুল ঠাকুরের কেরিয়ার পরিসংখ্যান-
মুম্বইয়ের শার্দুল ঠাকুর (Shardul Thakur) টিম ইন্ডিয়ার হয়ে ১১টি টেস্ট, ৪৭টি একদিনের ম্যাচ ও ২৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। লাল বলের ফর্ম্যাটে ৩১টি উইকেট রয়েছে তাঁর। সাথে প্রায় ২০ গড়ে রয়েছে ৩৩১ রান। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মাঠে ব্যাট হাতে অর্ধশতকও করেছেন তিনি। ওডিআই ফর্ম্যাটে ৬৫টি উইকেটের মালিক তিনি। রান সংখ্যা ৩২৯। ব্যাটিং গড় প্রায় ১৮। একটি অর্ধশতরান রয়েছে শার্দুলের। কুড়ি-বিশের ফর্ম্যাটে তিনি ২৫ ম্যাচে নিয়েছেন ৩৩ উইকেট। যখনই সুযোগ পেয়েছেন, ব্যাট হাতেও নিয়েছেন কার্যকরী ভূমিকা। ২৩ গড়ে তাঁর সংগ্রহে ৬৯ রান। ঘরোয়া ক্রিকেটের আসরেও পরিচিত মুখ শার্দুল। তিনি ৮৮টি প্রথম শ্রেণির ম্যাচে ২৭৭ উইকেট নিয়েছেন। লিস্ট-এ ও টি-২০তে তাঁর উইকেটসংখ্যা যথাক্রমে ১৭০ ও ১৮৯। চেন্নাই, কলকাতা প্রভৃতি দলের হয়ে খেলেছেন আইপিএল’ও (IPL)।