IPL 2025: 'অবিক্রিত' তকমা মুছে ছিনিয়ে নিলেন পার্পল ক্যাপ , আইপিএলে নতুন রূপকথা লিখলেন শার্দুল!! 1

IPL 2025: আইপিএলে প্রতি বছর হার না মানা লড়াইয়ের অনুপ্রেরণা জোগান অসংখ্য ক্রিকেটার। বিনোদনকে ছাপিয়ে গিয়ে নতুন অধ্যায়ের সাক্ষী থাকেন ভক্তরাও। এই বছর আইপিএলে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) দুরন্ত কামব্যাক বর্তমানে ক্রিকেট মহলের চর্চার বিষয় হয়ে উঠেছে। মেগা নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি এই ক্রিকেটারকে নিয়ে। দলে পরিবর্ত হিসেবে যোগ দিয়ে নতুন ইতিহাস তৈরি করলেন শার্দুল (Shardul Thakur)। গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের (Sunrisers Hyderabad vs Lucknow Super Giants) ম্যাচের পর এই তারকা পেসারের মাথায় উঠলো পার্পেল ক্যাপ।

Read More: IPL 2025 CSK vs RCB: বেঙ্গালুরুর বিপক্ষেও স্পিনেই আস্থা চেন্নাইয়ের, দাক্ষিণাত্য ডার্বিতে তারকা বোলারকে পাচ্ছেন না ঋতুরাজরা !!

হায়দ্রাবাদের বিপক্ষে জ্বলে ওঠেন শার্দুল-

Shardul Thakur | IPL | Image: Getty Images
Shardul Thakur | Image: Getty Images

গতকাল আইপিএলে (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে লখনউ প্রথমে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ফলে মনে করা হচ্ছিল হায়দ্রাবাদ ঘরের মাঠে আরও একটি বিধ্বংসী ইনিংসের জন্য তারা প্রস্তুত। এই মাঠেই চলমান টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্যাট কামিন্সের (Pat Cummins) দল প্রথম ইনিংসে ২৮৬ রান সংগ্রহ করেছিল। কিন্তু গতকাল লখনউয়ের হয়ে প্রথম থেকেই শার্দুল ঠাকুর (Shardul Thakur) বল হাতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে ওঠেন। ম্যাচের তৃতীয় ওভারে পরপর দুই বলে দুটি উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদের টপ অর্ডারকে ভেঙে দেন।

ওপেনার অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ফেরান মাত্র ৬ রানে। অন্যদিকে শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে শতরান রান করা ঈশান কিষাণকে (Ishan Kishan) খাতাই খুলতে দেননি শার্দুল। এরপর অভিনব মনোহর (Abhinav Manohar) এবং মহম্মদ শামির (Mohammed Shami) উইকেট শিকার করে ম্যাচের নায়ক হয়ে ওঠেন এই তারকা পেসার। ফলে হায়দ্রাবাদকে ৫ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় লখনউ সুপার জায়ান্টস।

মেগা নিলামে অবিক্রিত থেকে পার্পল ক্যাপ অর্জন-

Shardul Thakur | Image: Getty Images
Shardul Thakur | Image: Getty Images

গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদের (Sunrisers Hyderabad) বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন শার্দুল ঠাকুর। ফলে ম্যাচের সেরা নির্বাচিত হন তিনি। এর আগে দীর্ঘদিন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে এই তারকা পেসার একাধিক ম্যাচ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। তবে গত বছর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) জার্সিতে আইপিএলে প্রভাব ফেলতে পারেননি শার্দুল। এই বছর নাইট রাইডার্স তাকে ছেড়ে দেয়। মেগা নিলামেও দল পাননি তিনি‌। তবে মহসিন খানের (Mohsin Khan) চোটের জন্য লখনউ সুপার জায়ান্টস (LSG) শার্দুল ঠাকুরকে (Shardul Thakur) পরিবর্ত হিসাবে দলে নিয়ে আসে।

প্রথম ম্যাচেই লখনউয়ের হয়ে সুযোগ পেয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২ ওভারে ১৯ রান দিয়ে ২ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে ভক্তদের মন জয় করে নেন শার্দুল। ফলে বর্তমানে দুই ম্যাচে ৬ উইকেট সংগ্রহ করে এই পেসার পার্পল ক্যাপ ছিনিয়ে নিয়েছেন। গতকাল ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শার্দুল (Shardul Thakur) বলেন, “ক্রিকেটে কখনও ভালো আবার কখনও খারাপ দিন আসে‌। আপনাকে এর মধ্যে দিয়েই যেতে হবে। ম্যাচে জয়লাভ করা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি কটা উইকেট পেলাম বা রান করলাম সেইদিকে তাকাই না। আমি শুধু ম্যাচ জেতানো পারফর্মেন্স করতে চাই।”

Also Read: IPL 2025: “খানিক স্বস্তি পেলাম…” হায়দ্রাবাদের বিরুদ্ধে দাপুটে জয়ের পর জানালেন ঋষভ পন্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *