আইপিএলের (IPL 2026) পরবর্তী মরসুম শুরুতে এখনও বেশ কয়েক মাস বাকি। তার আগেই শুরু হয়ে গেছে দল বদলের খেলা। রাজস্থান রয়্যালসের (RR) সঞ্জু স্যামসন (Sanju Samson) সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন। সূত্র অনুযায়ী তাকে দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল চেন্নাই সুপার কিংস (CSK)। তবে সেই চুক্তি কার্যকর হয়নি বলে খবর সামনে আসে।
২০২৬ আইপিএলের আগে তিনি কলকাতা নাইট রাইডার্স (KKR) আসতে পারেন বলে খবর সামনে এসেছে। এই বছর নাইট অধিনায়ক হিসেবে আহামরি সাফল্য পান নি আজিঙ্কা রাহানে (Ajinka Rahane)। ফলে কলকাতার নতুন অধিনায়ক হিসেবে আসতে পারেন সঞ্জু। এর মধ্যেই এবার মুম্বাইয়ের অধিনায়ক পরিবর্তনের খবর সামনে এসেছে।
Read More: দল ঘোষণা হতেই স্পষ্ট BCCI-এর পরিকল্পনা, টি-২০ দলে ‘ক্ষণিকের অতিথি’ অধিনায়ক সূর্যকুমার !!
মুম্বাইয়ের অধিনায়ক শার্দুল-

মুম্বাইয়ের একাধিক ক্রিকেট অ্যাকাডেমি থেকে আন্তর্জাতিক মঞ্চে অসংখ্য কিংবদন্তি ক্রিকেটার উঠে এসেছেন। তাদের মধ্যে শচীন তেন্ডুলকার (Sachin Tendulkar), সুনীল গাভাস্কার (Sunil Gavaskar), রোহিত শর্মা (Rohit Sharma) অন্যতম নাম। ফলে প্রতি বছর ঘরোয়া ক্রিকেটেও মুম্বাইয়ের দাপট লক্ষ্য করা যায়। আজ আসন্ন ঐতিহ্যবাহী রঞ্জি ট্রফির (Ranji Trophy) আগে এই দলের হয়ে অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ান আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেটমহলের। সূত্র মারফত জানা গিয়েছে যে পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur)।
এই অভিজ্ঞ অলরাউন্ডার আসন্ন দলীপ ট্রফিতে (Duleep Trophy) ওয়েস্ট জোনকে নেতৃত্ব দেবেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও পর্যন্ত তিনি ৯৬ ম্যাচে ২৬১৮ রানের সঙ্গে সঙ্গে ৩০২ টি উইকেট সংগ্রহ করেছেন। এই বছর আইপিএলে শার্দুল ঠাকুর লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে দুরন্ত কামব্যাক করে জাতীয় দলের নির্বাচকদের নজরে এসেছিলেন। তারপর ইংল্যান্ডের (IND vs ENG) বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ডাক পান। তবে এই সিরিজে মাত্র ২ টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন এই তারকা।
পদত্যাগ করলেন রাহানে-

আজিঙ্কা রাহানের (Ajinka Rahane) নেতৃত্বে ২০২৩-২৪ মরসুমে সাত বছর পর রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয় করেছিল মুম্বাই। এরপর ২০২৪-২৫ ইরানি কাপেও তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়ে মুম্বাই নতুন ইতিহাস রচনা করে। এবার তিনি নতুন ক্রিকেটারদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য অধিনায়কের পদ থেকে পদত্যাগ করলেন। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহানে লেখেন, “মুম্বাই দলের হয়ে নেতৃত্ব দেওয়া এবং চ্যাম্পিয়ন হওয়া বিরাট সম্মানের বিষয়।”
“…সামনে রয়েছে নতুন ঘরোয়া মরসুম। তাই আমি মনে করছি নতুন অধিনায়ক তৈরির এটাই সঠিক সময়। তাই আমি অধিনায়কের পদে না থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে ক্রিকেটার হিসাবে প্রতিশ্রুতিবদ্ধ। আসন্ন মরসুমের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।” উল্লেখ্য এখনও পর্যন্ত রাহানে (Ajinkya Rahane) প্রথম শ্রেণীর ক্রিকেটে ২০১ ম্যাচে ১৪,০০০ রান সংগ্রহ করেছেন। ভারতের হয়ে ৮৫ টি টেস্ট ম্যাচে গড়েছেন ৫০৭৭ রান।