চাপের মুখেই যেন বরাবর সেরাটা মেলে দেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। গায়ে ভারত বা মুম্বই-যে দলেরই জার্সি থাকুক না কেন, কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠাকে যেন স্বভাবে পরিণত করেছেন তিনি। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মরিয়া অর্ধশতক করে টিম ইন্ডিয়াকে (Team India) সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছিলেন। দল হারলেও মান বেঁচেছিলো ‘মেন ইন ব্লু’র। গত বছরের রঞ্জি সেমিফাইনালেও শার্দুলের অনবদ্য শতরান খাদের কিনারা থেকে উদ্ধার করেছিলো মুম্বইকে। এমনকি দিনকয়েক আগেও জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে তারকাখচিত মুম্বই ব্যাটিং যখন কার্যত খাবি খাচ্ছে, তখন প্রতিরোধের মুখে হয়ে উঠেছিলেন শার্দুল (Shardul Thakur)। ব্যাঘ্র বিক্রমে করেছিলেন শতরান। রঞ্জি’র কোয়ার্টার ফাইনালেও ‘ক্রাইসিস ম্যান’ শার্দুলকেই দেখা গেলো ইডেনে। বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেন তিনি।
Read More: BREAKING NEWS: বেঙ্গালুরু নেতৃত্বে ফের বিরাট কোহলি, আইপিএল শুরুর আগেই বড়সড় চমক দিচ্ছে ফ্র্যাঞ্চাইজি !!
ইডেনে ঝড় তুললেন শার্দুল ঠাকুর-
![W, W, W, W…দুর্ধর্ষ বোলিং শার্দুলের, রঞ্জি কোয়ার্টার ফাইনালে একাই ভাঙলেন প্রতিপক্ষকে !! 2 Shardul Thakur | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2023/06/shardul-1.png)
কলকাতার ‘আইকনিক’ ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির (Ranji Trophy 2024-25) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছে হরিয়ানা ও মুম্বই। টসে জিতে প্রথম ব্যাটিং বেছে নিয়েছিলেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। রানের মুখ দেখে নি মুম্বইয়ের টপ-অর্ডার। রাহানে স্বয়ং সাজঘরে ফিরেছেন ৩১ রান করে। ৯ করে ক্লিন বোল্ড সূর্যকুমার যাদব। শিবম দুবে, আয়ুষ মাথরেদের ব্যাটেও আসে নি সাফল্য। লোয়ার অর্ডারে শামস মুলানির (Shams Mulani) ৯১ ও তনুষ কোটিয়ানের ৯৭ রানের সৌজন্যে ৩১৫ রান তুলতে সক্ষম হয় রঞ্জি ট্রফির সফলতম দল। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে প্রথম ইনিংসে লিড নেওয়া অত্যন্ত জরুরী ছিলো মুম্বইয়ের জন্য। ছন্দে থাকা হরিয়ানার বিরুদ্ধে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। বল হাতে একাই তুবড়ে দিলেন হিমাংশু রাণা, জয়ন্ত যাদবদের যাবতীয় প্রতিরোধ।
ভালোই এগোচ্ছিলো হরিয়ানার ওপেনিং জুটি। ২৪তম ওভারে মুম্বইকে প্রথম সাফল্য এনে দেন শার্দুলই (Shardul Thakur)। তাঁর বলে লেগ বিফোর হন লক্ষ্য সুমন দালাল। এরপর মিডল অর্ডার ও হরিয়ানা ব্যাটিং-এর টেলকেও সাফ করে দেন তারকা অলরাউন্ডার। উইকেটরক্ষক রোহিত শর্মা (Rohit Sharma) আউট হন ২২ রানের মাথায়। অনুজ হীরা ঠাকরাল, জয়ন্ত যাদব, অংশুল কম্বোজ, অজিত চাহালকেও দ্রুত সাজঘরের পথে ফেরত পাঠান শার্দুল (Shardul Thakur)। ১৮.৫ ওভারে ৫৮ রানের বিনিময়ে তাঁর নামের পাশে ৬ উইকেট। দু’টি করে উইকেট পেয়েছেন দুই স্পিনার শামস মুলানি ও তনুষ কোটিয়ান (Tanush Kotian)। শার্দুক-শামস-তনুষ ত্রয়ীর সৌজন্যে ৩০১ রানে গুটিয়ে গিয়েছে হরিয়ানা। ১৪ রানের লিড স্বস্তি যুগিয়েছে মুম্বই শিবিরকে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালের পথে ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।’
দেখুন ম্যাচের স্কোরবোর্ড-
শার্দুল ঠাকুরের কেরিয়ার পরিসংখ্যান-
![W, W, W, W…দুর্ধর্ষ বোলিং শার্দুলের, রঞ্জি কোয়ার্টার ফাইনালে একাই ভাঙলেন প্রতিপক্ষকে !! 4 Shardul Thakur | Image: Getty Images](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2022/01/shardul-thakur-cricket.jpg)
২০১৭ সালে আন্তর্জাতিক আঙিনায় পথচলা শুরু হয় মুম্বইয়ের শার্দুল ঠাকুরের (Shardul Thakur)। প্রথম গায়ে চাপান ওডিআই জার্সি। ২০১৮তে অভিষেক হয় টেস্ট ও টি-২০তে। লাল বলের ফর্ম্যাটে দেশের হয়ে ১১টি ম্যাচে তিনি করেছেন ৩৩১ রান। ব্যাটিং গড় প্রায় ২০। ৪টি অর্ধশতকও রয়েছে শার্দুলের। বল হাতে নিয়েছেন ৩১টি উইকেট। একবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি। একদিনের ক্রিকেটে দেশের জার্সিতে তাঁর সংগ্রহ ৪৭ ম্যাচে ৬৫ উইকেট। ১৭.৩১ গড়ে করেছেন ৩২৯ রান। টি-২০ ক্রিকেটে ২৫ ম্যাচে ৩৩ উইকেট নিয়েছেন, করেছেন ৬৯ রান। ঘরোয়া ক্রিকেটেও চমৎকার পরিসংখ্যান শার্দুলের (Shardul Thakur)। প্রথম শ্রেণির খেলায় ৯১ ম্যাচে ২৯৩ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ২৩৮৩ রান। লিস্ট-এ ক্রিকেটে সংগ্রহ ১১৮ ম্যাচে ১৮০ উইকেট ও ৯৯৮ রান। কুড়ি-বিশের খেলায় ১৬৮ ম্যাচে ১৮৯ উইকেট তাঁর ঝুলিতে, রান সংখ্যা ৪৪১।