দেশের মাঠে বিশ্বজয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলো টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে অপরাজিত থেকে কোহলি, রোহিত’রা পা রেখেছিলেন বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে। শেষ চারের যুদ্ধেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭০ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিলো ভারত। ১৯ নভেম্বরের ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফেভারিট হিসেবেই শুরু করেছিলো ‘মেন ইন ব্লু।’ আত্মবিশ্বাসে ফুটতে থাকা রোহিত বাহিনী এড়াতে পারলো না ‘ল অফ অ্যাভারেজ’কে। খেতাবী যুদ্ধেই বসে গেলো তাদের জয়রথের চাকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়ে ৬ উইকেটে হারতেই হলো। একদিকে ষষ্ঠবারের জন্য ট্রফি জিতে অজিরা যখন মাতলো উৎসবে, তখন টিম ইন্ডিয়া ডুবলো হতাশায়।
বারো বছরের অপেক্ষা শেষে বিশ্বজয় হয়ত হয় নি। কিন্তু এবারের বিশ্বকাপকে (ICC World Cup 2023) নিজেদের প্রতিভার রঙে রাঙিয়ে দিয়ে গিয়েছেন এক ঝাঁক ভারতীয় ক্রিকেটার। কেরিয়ারের সেরা ফর্মে ব্যাট করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। ৩টি শতরান ও ৬টি অর্ধশতক-সহ মোট ৭৬৫ রান করেছেন তিনি। এই সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক তো হয়েছেনই, সাথে সাথে বিশ্বকাপের ইতিহাসে এক সংস্করণে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড নিজের করে নিয়েছেন। একই সাথে শচীনকে সরিয়ে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশী শতকের নজিরও গড়েছেন কিং কোহলি। দলের স্বার্থে ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) আক্রমণাত্মক ব্যাটিং-ও মন কেড়েছে। এছাড়াও বল হাতে বিশেষজ্ঞদের বিশেষণের ভাণ্ডার প্রায় নিঃশেষ করিয়ে দিয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পারফর্ম্যান্স করেছেন তিনিও।
Read More: IPL 2024: শেষ মুহূর্তে সামনে এলো বড় খবর, ১৯ তারিখের নিলামে অংশ নিচ্ছেন ঋষভ পন্থ !!
শামির জন্য অর্জুনের আবেদন BCCI-এর-
বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম চার ম্যাচে খেলাই হয় নি মহম্মদ শামি’র (Mohammed Shami)। ব্যাটিং দক্ষতার কারণে শার্দুল ঠাকুরকে ব্যবহার করার কথা ভেবেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। ছবিটা বদলে যায় বাংলাদেশের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়া (Hardik Padya) চোট পাওয়ার পর। দলের ভারসাম্য রাখতে গিয়ে শামিকেই খেলাতেই হয় টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপের মঞ্চে তিনি যে রাজত্ব করতে এসেছেন তার আভাস প্রথম সুযোগেই দিয়ে দিয়েছিলেন বাংলার পেসার। ধর্মশালার পিচে নেন ৫ উইকেট। এরপর আর থামানো যায় নি তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে চার উইকেট নিয়েছেন। পাঁচ উইকেট তুলে নিয়ে ধ্বংস করেছেন শ্রীলঙ্কার ব্যাটিং-কে। বোলিং-এর ‘বড়ে নবাব’ নিজের পূর্বের যাবতীয় পারফর্ম্যান্সকে ছাপিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৭ রানের বিনিময়ে তুলে নেন ৭ উইকেট।
টুর্নামেন্টে ভারত খেলেছে ১১ ম্যাচ। এর মধ্যে ৭টি খেলার সুযোগ পেয়েছেন শামি (Mohammed Shami)। তুলে নিয়েছেন ২৪ উইকেট। সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায় সবার উপরে রয়েছেন তিনিই। অ্যাডাম জাম্পা (Adam Zampa), দিলশান মাদুশাঙ্কা, জসপ্রীত বুমরাহ’রা কেউ খেলেছেন ১১ ম্যাচ, কেউ খেলেছেন ৯টি। কিন্তু শামিকে টপকে যেতে পারেন নি। অবিশ্বাস্য ১০.৭১ গড়ে বোলিং করতে দেখা গিয়েছে শামি’কে। বড় মঞ্চে শামির বিস্ফোরক বোলিং অবশ্য এই প্রথম নয়। আগের বিশ্বকাপে (ICC World Cup 2023) ৪ ম্যাচে নিয়েছিলেন ১৪ উইকেট। ২০১৫-এর বিশ্বকাপেও ভালো পারফর্ম করেছিলেন। ২০২৩ সালে ২৪ উইকেট তুলে জাহির খান ও জাভাগাল শ্রীনাথকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সফলতম ভারতীয় বোলার হয়েছেন শামি।
বিশ্বকাপের (ICC World Cup 2023) পর আপাতত চোটের কারণে ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। ফেরার কথা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে। কিন্তু তার আগেই প্রাপ্তি যোগ থাকতে পারে তাঁর কপালে। সংবাদসংস্থা ANI-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে শামির (Mohammed Shami) নাম কেন্দ্রীয় সরকারের কাছে ‘অর্জুন’ পুরষ্কারের জন্য পাঠানো হয়েছে বিসিসিআই-এর তরফে। ভারতে ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এই পুরষ্কার প্রদান করা হয়ে থাকে। ২০১৩ সালে কোহলি (Virat Kohli) ও ২০১৫ সালে রোহিত শর্মা (Rohit Sharma) জিতেছিলেন এই সম্মান। ২০২১-এ ক্রিকেটদুনিয়া থেকে শেষ শিখর ধাওয়ানকে দেওয়া হয়েছিলো অর্জুন পুরষ্কার। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই শামির (Mohammed Shami) মুকুটে যুক্ত হবে এই নতুন পালক।