shami-squashes-test-retirement-rumour

Mohammed Shami: গত দুই সপ্তাহে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় দলের দুই কিংবদন্তি তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৭ তারিখ ইন্সটাগ্রাম স্টোরিতে কার্যত আড়ম্বরহীন একটি বিদায়বার্তা লেখেন রোহিত (Rohit Sharma)। অল্প কয়েকটি শব্দেই জানিয়ে দেন যে সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে। তবে খেলবেন একদিনের ক্রিকেট। যাত্রাপথে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছিলেন তিনি। এরপর দিনকয়েক সময় নিয়েছিলেন বিরাট (Virat Kohli)। গত পরশু একটি দীর্ঘ ইন্সটাগ্রাম পোস্ট করেন টিম ইন্ডিয়ার সুপারস্টার। ভক্তদের সাথে ভাগ করে নেন ১৪ বছরব্যপী টেস্ট কেরিয়ারের বিভিন্ন ছবি। উত্থানপতনে ভরপুর একটা অধ্যায়ে যে দাঁড়ি টানছেন তিনিও, স্পষ্ট করে দেন তা। আসন্ন ইংল্যান্ড সফরের আগে দুই মহাতারকার পথে হেঁটে অন্যান্য সিনিয়ররাও কি সরে দাঁড়াবেন? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজছে ক্রিকেটজনতা।

Read More: অবসর নিতে চান নি কোহলি, বিসিসিআই-এর ভূমিকা সামনে আসতেই শুরু হইচই !!

অবসর জল্পনা উড়িয়ে দিলেন শামি-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

বিরাট কোহলি ও রোহিত শর্মা’র পর ভারতীয় টেস্ট দল’কে বিদায় জানাতে চলেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গতকাল এমন খবরই ছড়িয়ে পড়েছিলো সোশ্যাল মিডিয়ায়। একাধিক প্রথম সারির সংবাদমাধ্যমও তারকা পেসারের অবসরের খবর প্রকাশ করেছিলো তাদের ওয়েবসাইটে। বিষয়টি চোখে পড়ে বাংলার পেসারকে। রীতিমত ফুঁসে উঠেছেন তিনি। একটি সংবাদমাধ্যমের পোস্টের একটি স্ক্রিনশট ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার করে করেন বাংলার ক্রিকেটার। সাংবাদিককে নিশানা করে লেখেন, “দারুণ কাজ করেছেন মহারাজ। নিজের কাজের শেষ দিন এখন থেকেই গুণতে থাকুন। কে কত বিদায় নেয় তখন দেখা যাবে। আপনাদের মত লোকেরা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন। কখনও তো ভালো কিছু বলে দেখুন। আজকের সবচেয়ে খারাপ গল্প এটা। মাফ করবেন।”

অবসর জল্পনায় মহম্মদ শামি (Mohammed Shami) যে অত্যন্ত বিরক্ত তা স্পষ্ট হয়েছে পরবর্তী ইন্সটাগ্রাম স্টোরিতে। অন্য একটি সংবাদমাধ্যমের পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “এখনও সময় রয়েছে। আমাদের ভারত দেশের জন্য নিজেদের শুধরে নিতে পারি আমরা। এটা আবার কোন ভাই এসেছে?” এরপর সরাসরি সেই সংবাদমাধ্যমের নাম উল্লেখ করে তোপ দেগেছেন ডান হাতি ফাস্ট বোলার। দিনকয়েক আগে ভারত-পাক সংঘাতের সময় একঝাঁক ‘ভুয়ো’ খবর ছড়িয়ে দেশের মুখ পুড়িয়েছিলো প্রথম সারির সংবাদমাধ্যম। মহম্মদ শামি’র (Mohammed Shami) অবসরের ‘ভুয়ো’ খবর প্রকাশ করে ফের একবার আতসকাঁচের নীচে তারা। তবে শামি নিজেই অবসরের জল্পনা উড়িয়ে দেওয়ায় স্বস্তি ফিরেছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। ইংল্যান্ডের মাঠে ডিউক বল হাতে তাঁকে দেখতে মুখিয়ে তাঁরা।

দেখুন শামি’র দ্বিতীয় পোস্টটি-

মহম্মদ শামির কেরিয়ার পরিসংখ্যান-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

উত্তরপ্রদেশের আমরোহা গ্রামে জন্ম হলেও মহম্মদ শামি (Mohammed Shami) ঘরোয়া ক্রিকেট খেলেন বাংলার হয়ে। ২০১৩ সালের জানুয়ারিতে ওয়ান ডে ফর্ম্যাটে প্রথম টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপান তিনি। এখনও পর্যন্ত ১০৮ ম্যাচে নিয়েছেন ২০৬টি উইকেট। গড় ২৪.০৬। ইকোনমি ৫.৫৮। ওয়ান ডে বিশ্বকাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। ২০২৩-এ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীও হয়েছিলেন। ২০১৩ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ‘ঘরের মাঠ’ ইডেনে টেস্ট অভিষেক হয় শামি’র (Mohammed Shami)। লাল বল হাতে এখনও পর্যন্ত ৬৪টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। নিয়েছেন ২২৯টি উইকেট। গড় ২৭.৭১। ইকোনমি ৩.৩০। ৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন শামি। টি-২০ ফর্ম্যাটে তাঁর অভিষেক হয় ২০১৪ সালে। এখনও পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন দেশের হয়ে। নিয়েছেন ২৭ উইকেট।

Also Read: সাদা বলের ক্রিকেটে নতুন যুগের সূচনা পাকিস্তানের, প্রাক্তন RCB দলের কোচ হলেন দলের ‘হেড স্যার’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *