shami-out-of-ind-vs-aus-test-series

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলছে ভারতের (IND vs AUS) বর্ডার-গাওস্কর ট্রফি। প্রথম তিনটি টেস্ট ম্যাচ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই। ফলাফল আপাতত ১-১। পার্‌থ-এ জয় পেয়েছিলো টিম ইন্ডিয়া। পরাজয় স্বীকার করে নিতে হয়েছিলো অ্যাডিলেডে। বৃষ্টিস্নাত ব্রিসবেনে অবশ্য মেলে নি ফলাফল। গাব্বা টেস্ট ড্র হওয়ায় সিরিজের বাকি দুটি ম্যাচের গুরুত্ব বেড়ে গিয়েছে অনেকখানি। মেলবোর্নের মাঠে আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্বর রয়েছে চতুর্থ ম্যাচটি আর ৩ থেকে ৭ জানুয়ারি সিরিজের শেষ টেস্টটি আয়োজিত হবে সিডনিতে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল খেলার আশা জিইয়ে রাখতে হলে এই দুটি টেস্টে সাফল্য পেতেই হবে রোহিত-কোহলিদের। মহম্মদ শামির (Mohammed Shami) ওয়াইল্ড কার্ড এন্ট্রি মেলবোর্ন ও সিডনিতে বাড়তি সুবিধা যোগাতে পারত ভারতকে, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না আপাতত।

Read More: IND vs AUS: হেড-হ্যাজেলউড বাদ, চতুর্থ ম্যাচের আগে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে জোড়া পরিবর্তন !!

শামির ফিটনেস আপডেট জানালো বোর্ড-

Mohammed Shami | IND vs AUS | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

এক বছরেরও বেশী সময় গোড়ালির চোট ক্রিকেটের বাইশ গজ থেকে দূরে ছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিলো তাঁকে। এরপর চলেছে দীর্ঘ রিহ্যাব। শেষমেশ নভেম্বর মাসে রঞ্জি ট্রফিতে তাঁকে খেলার ব্যাপারে সবুজ সংকেত দেয় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (NCA) চিকিৎসক দল। বাংলার জার্সিতে মধ্যপ্রদেশের জার্সিতে মাঠে নামেন তিনি। ৪৩ ওভার বোলিং করেন। এরপরেও তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর ব্যাপারে ধীরে চলো নীতিই নিয়েছিলো বিসিসিআই। ফিটনেসের পরীক্ষা দেওয়ার জন্য সৈয়দ মুস্তাক আলি ট্রফি (SMAT) খেলার নির্দেশ দেওয়া হয়। বাংলার হয়ে টি-২০ টুর্নামেন্টে নয়টি ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেটীয় বৃত্তে এক মাস কাটানোর পর আজ ফের শামি’র ফিটনেস রিপোর্ট প্রকাশ করেছে বোর্ড।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিসিআই স্পষ্ট করেছে যে কোনো মূল্যেই বর্ডার-গাওস্কর ট্রফির (BGT) বাকি দুই টেস্ট ম্যাচে খেলা সম্ভব নয় মহম্মদ শামি’র (Mohammed Shami) পক্ষে। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞরা তারকা পেসারকে পরীক্ষা করে জানিয়েছেন যে তিনি সেরে উঠছেন ঠিকই, কিন্তু এখনও তাঁকে বেশ কয়েক দিন পর্যবেক্ষণে রাখতে হবে। লম্বা বিরতির পর টানা ম্যাচ খেলায় প্রভাব পড়েছে তাঁর শরীরে। তাঁর বাম হাঁটু ঈষৎ ফুলে গিয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এই চোট অপ্রত্যাশিত বা গুরুতর নয় বলেও বিসিসিআই-এর তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ঐ প্রেস বিজ্ঞপ্তিতেই। বিজয় হাজারে ট্রফি দিয়ে পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তনের কথা ছিলো শামি’র (Mohammed Shami)। কিন্তু আপাতত স্থগিতই থাকছে তা। আগামীকাল ত্রিপুরার বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলার। সেখানে দেখা যাবে না শামিকে। পরে এনসিএ সবুজ সংকেত দিলে ফিরবেন মাঠে।

দেখে নিন সেই বিজ্ঞপ্তি-

চ্যাম্পিয়ন্স ট্রফির ভাবনায় শামি-

Mohammed Shami | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) টেস্ট সিরিজ নয়, শামিকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তৈরি রাখতে চায় বিসিসিআই। সেই কারণেই কোনো রকম তাড়াহুড়ো করতে রাজী নয় তারা। সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলাকালীন শামির সাথে রাজকোটে ছিলেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বিশেষজ্ঞ দল। প্রতি মুহূর্তে তাঁর ফিটনেসের তথ্য পাঠানো হয়েছে ভারতীয় দলের মুখ্য নির্বাচক অজিত আগরকারের কাছে। সম্পুর্ণ বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন রোহিত-গম্ভীররাও। অস্ট্রেলিয়া সাংবাদিক সম্মেলনেও শামির ফিটনেস নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিলো ভারত অধিনায়ককে। তিনিও ইতিবাচক কিছু জানাতে পারেন নি সাংবাদিকদের। বরং জানিয়েছিলেন যে তড়িঘড়ি শামিকে উড়িয়ে এনে তাঁকে চাপে ফেলে দিতে চায় না ভারতীয় শিবির। আপাতত বুমরাহ-সিরাজদের উপরেই আস্থা রাখছে দল।

Also Read: IND vs AUS 4th Test: ট্র্যাভিস হেড বধের ছক কষেছেন আকাশ দীপ, মেনে চললে সাফল্য পাবে ভারত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *