মাত্র ১৫ কোটির বিনিময়ে GT দল ছাড়ছেন মোহাম্মদ শামি, এই দলে নিচ্ছেন এন্ট্রি !! 1

কিংবদন্তি তারকা মোহাম্মদ শামি (Mohammed Shami) ২০১৩ সালের বিশ্বকাপে ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের আঙুলের ডগায় নাচিয়েছেন তিনি। তবে ২০২৩ সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পর থেকে এখনও পর্যন্ত ক্রিকেটর কোনো ফরম্যাটেই খেলতে দেখা যায়নি কিংবদন্তি ভারতীয় পেসারকে। বিশ্বকাপ চলাকালীন চোট পেয়েছিলেন শামি এবং বিশ্বকাপের পরেই তিনি অস্ত্রোপচার করিয়েছিলেন। যে কারণে ক্রিকেট থেকে বিরতিও নিতে হয়েছিল তাকে। ২০২৪ সালের আইপিএলেও খেলতে দেখা যায়নি তাকে। চোটের কারণে পুরো সিজন জুড়েই বাইরে ছিলেন তিনি।

গুজরাত ছাড়তে চলেছেন শামি

Mohammed Shami
Mohammed Shami | Image: Getty Images

জানা গিয়েছে, এবার আর গুজরাট টাইটান্স দলের হয়ে নয় বরং তাকে দেখা যাবে অন্য এক দলের জার্সিতে। কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে মোহাম্মদ শামি জানিয়ে দিয়েছিলেন যে, তার বর্তমান দল গুজরাত তাকে ছাঁটাই করলেও তিনি কোন পরোয়া করেন না। সাক্ষাৎকারে শামি আরও বলেছিলেন যে, “আমি পাঞ্জাব দলের হয়ে তিন বছরে ৬০’এর কাছাকাছি উইকেট নিয়েছিলাম তবুও তারা আমাকে রিটেন করেনি। এরপর গুজরাট দলের হয়ে দুই বছরে সর্বাধিক উইকেট আমি নিয়েছি। তারপরেও তারা আমাকে দলের অধিনায়ক বানায়নি। যদি তারা আমাকে ছেড়ে দিতে চায় তাতে আমার কোন আপত্তি নেই।

Read More: Mohammed Shami: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামা হচ্ছে না মহম্মদ শামি’র, তারকা পেসারকে নিয়ে দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া !!

মোহাম্মদ শামির (Mohammed Shami) এই বয়ানের পর এটা স্পষ্ট যে তিনি গুজরাট দলের ম্যানেজমেন্ট এর উপরে একদমই খুশি নন। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব চেয়েছিলেন তিনি, তবে তরুণ খেলোয়া শুভমান গিলকে দলের অধিনায়কত্ব দেওয়া হয়। যদিও গত মৌসুমী চোটের কারণে শামি গুজরাত দলের হয়ে খেলার সুযোগ পাননি। আর এই পরিস্থিতিতে সংবাদ মাধ্যমে চর্চায় উঠে এসেছে মোহাম্মদ শামির কামব্যাক।

পুরানো ফ্রাঞ্চাইজিতে ফিরছেন শামি

Mohammed Shami
Mohammed Shami | Image: Getty Images

খুব শীঘ্রই ক্রিকেটে ফিরতে চলেছেন শামি (Mohammed Shami), তবে আসন্ন আইপিএলে গুজরাট দলে আর খেলতে দেখা যাবে না এই কিংবদন্তি খেলোয়ারকে। সূত্রের খবর অনুযায়ী, শামি আগামী মৌসুমে তার পুরানো ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংসের হয়ে খেলতে চলেছেন। তাকে পনেরো কোটি টাকা দিতে রাজি হয়েছে ফ্রাঞ্চাইজি। নিলামের মঞ্চে নয় বরং নিলামের আগেই তাকে দলে সামিল করতে প্রস্তুত প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। মোহাম্মদ শামির মতন খেলোয়াড়কে ছেড়ে দিয়ে তারা যা ভুল করেছিল, সেই ভুল আর বাস্তবায়ন করতে চাইছে না পাঞ্জাব টিম ম্যানেজমেন্ট।

পাঞ্জাব দলের অধিনায়ক শেখর ধাওয়ান (Shikhar Dhawan) অবসর নেওয়ার পরে দলের অধিনায়কের কমতি মেটাতে পারেন মোহাম্মদ শামি (Mohammed Shami)। আইপিএল ২০২৩ সালে তিনি পার্পেল ক্যাম্প বিজেতা, তাছাড়া ৭৭ টি আইপিএল ম্যাচে তিনি ৭৯ টি উইকেট নিয়েছেন ও ওভার পিছু দিয়েছেন মাত্র ৮.৬৩ রান।

Read Also: IPL 2025: নিলামের আগে KKR-কে ধোঁকা দিলেন ফিল সল্ট, বিশাল টাকার চুক্তিতে হলেন RCB-তে সামিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *