“শত্রুদের মুখে জুতো...” ৬ বছর পর মেয়ের সঙ্গে দেখা শামির, সমাজ মাধ্যমে অকপটে হাসিন জাহান !! 1

ভারতীয় দলের কিংবদন্তি পেসার হলেন মোহম্মদ শামি (Mohammed Shami)। আপাতত, চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন মোহম্মদ শামি, তবে খুবই শীঘ্রই জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হবে মোহম্মদ শামির। জাতীয় দলের হয়ে সেরা প্রদর্শন দেখানো মোহম্মদ শামি ব্যাক্তিগত জীবনে প্রচুর অসহায়। দীর্ঘ ৬ বছর ধরে আলিপুর কোর্টে মামলা ঝুলে রয়েছে। মোহম্মদ শামির উপর তার স্ত্রী হাসিন জাহান একাধিক অভিযোগ করেছিলেন, প্রায়শই সমাজ মাধ্যমে তাকে নিয়ে নানান আপত্তিকর কথা বলতে থাকে হাসিন। হাসিন জাহান তার স্বামীর বিরুদ্ধে নির্যাতন, পরকীয়া-সহ একাধিক অভিযোগও এনেছিলেন।

সবকিছুর মধ্যে, অবশেষে ৬ বছর পর মেয়ের সঙ্গে সাক্ষাৎ-এর সুযোগ পেলেন শামি। নিজেই ইনস্টাগ্রাম পোস্টে তার খোলসা করেন হাসিন। দীর্ঘদিন ধরেই শামি ও হাসিনের দাম্পত্য কলহ লেগেই রয়েছে, এমনকি তাদের ডিভোর্স মামলা আজও আদালতে চলেছে। শামিকে প্রায়শই সমাজ মাধ্যমে নপুংসক কখনও মেয়েবাজের তকমা লাগান শামি। তবে হঠাৎ করেই যেন শামির তালে তাল মেলালেন হাসিন।

Read More: শুধুমাত্র আইপিএল নয় বিদেশী লীগও খেলবেন ভারতীয় ক্রিকেটাররা, সম্মতি দিচ্ছে BCCI !!

৬ বছর পর মেয়ের মুখ দেখলেন শামি

Mohammed Shami
Mohammed Shami | Image: Getty Images

২০১৪ সালে বিবাহ হয় এই দম্পতির, তাঁদের একমাত্র মেয়ে হলো আয়রা। যে ডিভোর্স মামলার পর হাসিনের কাছেই থাকে। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেই ফাঁকে তিনি আদালতের অনুমতি সাপেক্ষে মেয়ের সঙ্গে দেখা করার সুযোগ পান। শামির সাথে তার কন্যার দেখা হওয়ার পরেই হাসিন ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, “যাই হোক, আজ বেবো (আয়রা) নিজের ড্যাডির সঙ্গে দেখা করতে গেছে। আল্লাহ আমার মেয়েকে সবার খারাপ নজর থেকে রক্ষা করুক।

তবে এখানেই শেষ নয়, এই পোস্টের ক্যাপশনে ভাসুর এবং জা’কে বিঁধে হাসিন লেখেন, “আজ নিশ্চই শামা আর হাসিব ঘুমোতে পারেনি। শামির থেকে আমাকে আর আমার মেয়েকে দূরে রাখতে কম নোংরামি ওরা করেনি। এমনকি শামির মাথাতেও তারা আমার সম্পর্কে অনেক নোংরা জিনিস ঢুকিয়েছিল।” এখানেই শেষ হয়, মন্ত্যব করে হাসিন লেখেন, “কথায় আছে সবুরে মোয়া ফলে। আমি এতদিন ধরে চুপচাপ আছি, আর সবসময় খুদার উপর ভরসা রেখে চলেছি। অবশেষে বাবা ও মেয়ের মিলন হলো। আল্লাহ চাইলে, শামিও শুধরে যাবেন। সৃষ্টিকর্তা আমার শত্রুদের মুখে জুতো মারবে, আমি ধৈর্য্য ধরে বসে আছি।

Read Also: Mohammed Shami: বাংলাদেশের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য টিম ইন্ডিয়া ঘোষণা, ফিরলেন শামি-শার্দুল সহ পৃথ্বী-ঈশানের জুটি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *