shami-likely-to-miss-ind-vs-ban-seires

IND vs BAN: গত বছরের ওডিআই বিশ্বকাপে (ICC World Cup) দুর্দান্ত পারফর্ম্যান্স করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। প্রথম চারটি ম্যাচে মাঠেই নামতে পারেন নি তিনি। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) হার্দিক পান্ডিয়া চোট পাওয়ায় সুযোগ পান বাংলার পেসার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালার মাঠে ৫ উইকেট তুলে নিয়ে বুঝিয়েছিলেন যে বড় মঞ্চের জন্য প্রস্তুত তিনি। এরপর ফাইনাল অবধি আর তাঁকে একাদশের বাইরে রাখার ভুল করে নি টিম ম্যানেজমেন্ট। উপমহাদেশের ব্যাটিং বান্ধব বাইশ গজেও স্বপ্নের বোলিং করেন শামি (Mohammed Shami)। মাত্র ৭ ম্যাচে ১০.৭০ গড়ে তুলে নেন ২৪ উইকেট। হন টুর্নামেন্টের সফলতম বোলার। একইসাথে ওডিআই বিশ্বকাপ ইতিহাসে ভারতের সফলতম বোলার তকমাও জাহির খান ও জাভাগাল শ্রীনাথের হাত থেকে ছিনিয়ে নেন শামি।

গোড়ালির চোট উপেক্ষা করে বিশ্বকাপ খেলেছিলেন শামি (Mohammed Shami)। লাগাতার বোলিং-এর ধকল নিতে পারেন নি তিনি। টুর্নামেন্ট মেটার পরেই ছিটকে গিয়েছিলেন মাঠ থেকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে প্রথমে তাঁর নাম রাখা হলেও পরে সরে দাঁড়াতেই হয় শামি’কে। ইংল্যান্ড উড়ে যেতে হয়েছিলো অস্ত্রোপচারের জন্য। গত বছরের বিশ্বকাপের পর থেকে ভারত দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা’র। একটি ম্যাচেও মাঠে দেখা যায় নি শামি’কে (Mohammed Shami)। খেলতে পারেন নি টি-২০ বিশ্বকাপ’ও। বর্তমানে রিহ্যাব চলছে তাঁর। অনুরাগীরা আশায় ছিলেন যে আগামী মাসের ভারত বনাম বাংলাদেশ (IND vs BAN)  সিরিজে কামব্যাক করবেন তারকা পেসার। সাংবাদিকদের তেমনটা ইঙ্গিত দিয়েছিলেন মুখ্য নির্বাচক আগরকারও। কিন্তু সাম্প্রতিক তথ্য বলছে চেন্নাই বা কানপুরেও ফেরা হচ্ছে না তাঁর।

Read More: বাংলাদেশ ক্রিকেটে বিরাট বদল, বিসিবি সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নাজমুল হাসান পাপন !!

পিছিয়ে যাচ্ছে মহম্মদ শামির প্রত্যাবর্তন-

Mohammed Shami | IND vs BAN | Image: Getty Images
Mohammed Shami | Image: Getty Images

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন টিম ইন্ডিয়ার (Team India) মুখ্য নির্বাচক অজিত আগরকার ও হেড কোচ গৌতম গম্ভীর। মহম্মদ শামি’র প্রত্যাবর্তন প্রসঙ্গে আগরকার (Ajit Agarkar) জানান, “আমরা জানি আমরা কাদের সুযোগ দেবো। কারও কারও চোট রয়েছে। আশা রাখছি তাঁরা দ্রুত ফিরে আসবে। (মহম্মদ) শামি বোলিং শুরু করেছে। যেটা অবশ্যই একটা ভালো ব্যপার। ১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরু হচ্ছে। বরাবরই লক্ষ্য সেটাই ছিলো। তার মধ্যে সেরে উঠবে কিনা সে ব্যপারে অবশ্য এখনও নিশ্চিত নয়। এনসিএ (ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি)র বিশেষজ্ঞদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে।” সংবাদমাধ্যম এক্সপ্রেস স্পোর্টস যদিও জানাচ্ছে যে বাংলাদেশ সিরিজের আগে আদৌ সুস্থ হবেন না শামি (Mohammed Shami)। আরও মাসখানেক সময় লাগতে পারে তাঁর।

বাংলাদেশের (IND vs BAN) পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। খবর মিলেছে যে সেই সিরিজের দ্বিতীয় বা তৃতীয় টেস্টে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে শামি’র। তারকা পেসারকে নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করতে রাজী নয় বিসিসিআই। হোম টেস্ট নয়, শামি’কে (Mohammed Shami) আদতে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে টেস্টেই বেশী প্রয়োজন তা এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন সচিব জয় শাহ’ও (Jay Shah)। তিনি জানান, “শামি অস্ট্রেলিয়া সিরিজ খেলবে কিনা সেটা ওর ফিটনেসের উপর নয়, বরং এনসিএ রিপোর্টের উপর নির্ভর করবে। তবে শামি অভিজ্ঞ বোলার। ওর অভিজ্ঞতাটা আমাদের দরকার অস্ট্রেলিয়ায়।” আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তনের আগে বিসিসিআই-এর ঘোষিত নীতি অনুযায়ী কয়েকটি ঘরোয়া ম্যাচ খেলতে পারেন শামি, জানিয়েছেন সিএবি প্রধান স্নেহাশীষ গঙ্গোপাধ্যায়।

Also Read: IND vs BAN: বাদের খাতায় কোহলি-রাহুল-শ্রেয়স, বাংলাদেশের বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট স্কোয়াড ভারতের !!

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *