বিশ্ব ক্রিকেটে সেরা তারকাদের তালিকায় বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তার ক্রিকেট ক্যারিয়ারের দৌলতে। বলা যেতেই পারে বাংলাদেশ ক্রিকেট দলের পোস্টার বয় হলেন শাকিব। সম্প্রতি আন্তর্জাতিক ফরম্যাটে ১৪ হাজারের বেশি রান এবং ৭০০’র বেশি উইকেট রয়েছে একমাত্র শাকিব আল হাসানের নামেই। প্রায় দেড় দশক ধরে খেলে আসছেন বাংলাদেশের জার্সিতে। চলতি সময়ে পাকিস্তানের বিরুদ্ধে শাকিবকে খেলতে দেখা যাচ্ছে। বাম হাতি এই অলরাউন্ডার তার পছন্দের সেরা ওডিআই একাদশ বাছাই করেছেন। তার বাছাই করা স্কোয়াডে বেশ কয়েক কিংবদন্তিদের নাম লক্ষ্য করা যাচ্ছে।
শাকিবের একাদশে জায়গা পেলেন ৩ ভারতীয়
শাকিব আল হাসানের পছন্দের একাদশে ভারতের তিন খেলোয়াড় সুযোগ পেয়েছেন। দুজন করে রয়েছেন অস্ট্রেলিয়া ও পাকিস্তানের, পাশাপাশি শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা থেকে একজন খেলোয়াড়কে বাছাই করে নিয়েছেন তিনি। এই কিংবদন্তি তারকা ভারতীয় দলের তিন মহারথীকে বাছাই করলেও দলে জায়গা হয়নি ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma)। আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে বিস্ফোরণকারী রোহিতকে দেননি সুযোগ।
Read More: ‘ক্রিকেট ফর চ্যারিটি’ র নিলামে ঋষভ পন্থের ব্যাট কিনলেন উর্বশী রাউতেলা, দিলেন ভালোবাসার প্রমান !!
শাকিবের সর্বকালের ওয়ানডে একাদশে উদ্বোধনী জুটিতে দেখা যাবে কিংবদন্তি শচীন টেন্ডুলকার (Sachin Tendulkar) ও সাঈদ আনোয়ারকে (Saeed Anwar)। ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক রান ও দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরি যার দখলেই রয়েছে। অন্যদিকে পাকিস্তানের সর্বকালের সেরা ওপেনার ব্যাটসম্যান হলেন সাঈদ আনোয়ার। তিন নম্বরে শাকিব ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ক্রিস গেইলকে রেখেছেন। দলের মিডিল অর্ডারের দায়িত্ব তিনি দিয়েছেন কিংবদন্তি বিরাট কোহলি (Virat Kohli), অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে দিয়েছেন।
নিজেকেই সেরা একাদশে দিলেন ঠাঁই
উইকেট রক্ষক ফিনিশার এবং অধিনায়ক হিসেবে দলের সুযোগ পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাছাড়া সাত নম্বর স্থানে নিজেকেই বাছাই করেছেন শাকিব যিনি এই ফরম্যাটে অন্যতম সেরা অলরাউন্ডার এর ভূমিকা পালন করে আসছেন গত ডের দশক জুড়ে। শাকিবের বাছাই করা একাদশে ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি দুই স্পিনার মুত্তিয়া মুরলিধরন ও শেন ওয়ার্নও রয়েছেন। শাকিবের দুই পেসারের ভূমিকা পালন করবেন কিংবদন্তি ওয়াসিম আকরাম ও গ্লেন ম্যাকগ্রা।
শাকিবের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ
শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, ক্রিস গেইল, বিরাট কোহলি, জ্যাক ক্যালিস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), শাকিব আল হাসান, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা।