বিতর্ক যেন পিছু ছাড়ছে না শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। ভারত সফর চলাকালীন ঘোষণা করেছিলেন যে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলে লাল বলের ফর্ম্যাটকে বিদায় জানাতে চান। কিন্তু বাংলাদেশে পটপরিবর্তনের পর শাকিবের বিরুদ্ধে একাধিক মামলা রজু করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। সেই পরিপ্রেক্ষিতে বিসিবি তাঁর জন্য পর্যাপ্ত নিরাপত্তার ‘গ্যারান্টি’ দিতে না পারায় দেশে ফিরতেই পারেন নি তিনি। ফলে আক্ষেপ জিইয়ে রেখেই টেস্ট থেকে সরতে হয়েছে তাঁকে। সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন যে আন্তর্জাতিক টি-২০ থেকেও কার্যত অবসর নিচ্ছেন, শুধু ওডিআই খেলতে চান। তবে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও এখনও পর্যন্ত খেলতে দেখা যায় নি তাঁকে। সমস্যা জর্জরিত শাকিবের (Shakib Al Hasan) উপর চাপ বাড়লো বোলিং অ্যাকশন ‘নিষিদ্ধ’ ঘোষণা হওয়ায়।
Read More: IND vs AUS 3rd Test: বুমরাহকে ‘বাঁদর’ বলে বিতর্কে ঈশা গুহ, বর্ণবিদ্বেষী মন্তব্যের জন্য চাইতে হলো ক্ষমা !!
শাকিব’কে শাস্তি দিয়েছে ইসিবি-
গত সেপ্টেম্বর মাসে ভারত সফরে আসার আগে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েছিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। সারে’র জার্সিতে একটি ম্যাচ খেলেন সমারসেটের বিপক্ষে। ব্যাট হাতে রান পান নি। কিন্তু ৯ উইকেট পেয়েছিলেন। কিন্তু ঐ ম্যাচেই তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দুই আম্পায়ার ডেভিড মিলন্স ও স্টিভ ও’শনসি। ম্যাচ রিপোর্টে তা উল্লেখও করেন তাঁরা। অভিযোগ পাওয়ার পরেই কড়া অবস্থান নেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)। বাংলাদেশী অলরাউন্ডারকে বোলিং অ্যাকশন পর্যালোচনা করানোর নির্দেশ দেয় তারা। সেইমত লাফবরো বিশ্ববিদ্যালয়ে (Loughborough University) আইসিসি’র সহযোগী একটি পরীক্ষাকেন্দ্রে খতিয়ে দেখা হয় শাকিবের বোলিং অ্যাকশন। পরীক্ষায় পাশ করতে পারেন নি তিনি। ফলে বোলিং থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
বোলিং অ্যাকশন সংক্রান্ত নিয়মাবলীর ১১.৩ ধারা অনুযায়ী কোনো আইসিসি’র কোনো সদস্য দেশের ক্রিকেট নিয়ামক সংস্থা যদি তাদের অধীনে থাকা ঘরোয়া টুর্নামেন্টগুলিতে কোনো ক্রিকেটারের বোলিং নিষিদ্ধ বলে ঘোষণা করে তাহলে সেই শাস্তি আন্তর্জাতিক ক্ষেত্রেও কার্যকর হয়। অর্থাৎ কেবল ইসিবি আয়োজিত টুর্নামেন্টগুলি নয়, সাথে আন্তর্জাতিক ক্রিকেট ও অন্যান্য আইসিসি সদস্যদের অধীনে থাকা ঘরোয়া প্রতিযোগিতাগুলিতেও আপাতত বোলিং নিষিদ্ধ শাকিবের (Shakib Al Hasan)। অনৈতিক অ্যাকশনের জন্য শাস্তি পেলেও সম্পূর্ণ নির্বাসিত নন তিনি। ফলে তাঁকে শুধুমাত্র ব্যাটার হিসেবে মাঠে নামতে পারেন তিনি। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে শাকিবের (Shakib Al Hasan) এই শাস্তির খবরে সিলমোহর দেওয়া হয়েছে।
ফের অ্যাকশন পরীক্ষা হবে শাকিবের-
বিসিবি একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’কে জানতে পেরেছে যে জাতীয় দলের অলরাউন্ডার শাকিব আল হাসান’কে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে থাকা সব টুর্নামেন্টে বোলিং করা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলত শাকিব বাংলাদেশের বাইরে আয়োজিত সবক’টি ঘরোয়া প্রতিযোগিতা ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না। পরবর্তী পরীক্ষার পর ওর অ্যাকশন যদি ছাড়পত্র পায়, একমাত্র তাহলেই ও বিভিন্ন দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার আওতায় থাকা টুর্নামেন্টগুলিতে বোলিং করতে পারবে।” আপাতত বাংলাদেশের ঘরোয়া টুর্নামেন্টগুলিতে বোলিং-এর ছাড়পত্র রয়েছে শাকিবের (Shakib Al Hasan)। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আদৌ তিনি দেশে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সন্দিহান অনেকেই।
বর্তমানে বাংলাদেশের তারকা অলরাউন্ডার রয়েছেন শ্রীলঙ্কায়। সেখানে লঙ্কান টি-১০ লীগে (Lankan T10 League) অংশ নিয়েছেন তিনি। গল মার্ভেলস দলের হয়ে শেষ দুটি ম্যাচে হাত ঘোরান নি শাকিব। খুব শীঘ্রই তিনি ভারতে আসতে পারেন। সেখানে আইসিসি’র সহযোগী পরীক্ষাকেন্দ্রে নতুন করে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা হতে পারে। অনৈতিক অ্যাকশনের বিষয়টি সামনে আসার পর আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজে শাকিব’কে (Shakib Al Hasan) রাখে নি বিসিবি। আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে দুবাই ও পাকিস্তানের মাটিতে ওডিআই ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফি (Ct 2025) খেলার কথা বাংলাদেশের। তারকা অলরাউন্ডার চাইবেন সেই টুর্নামেন্টে দেশের জার্সি গায়ে চাপাতে। বোলিং করার ক্ষেত্রে সবুজ সংকেত না মিললে সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা বিশেষ নেই বলেই মত বিশেষজ্ঞমহলের।
Also Read: IND vs AUS 3rd Test: “লজ্জার শেষ নেই…” গাব্বায় কাঁপছে ভারতীয় ব্যাটিং, ক্ষোভে ফুঁসে উঠলেন নেটনাগরিকেরা !!